1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে গর্ভধারণ নিয়ে নতুন কেলেঙ্কারি

৬ জানুয়ারি ২০১১

ব্রিটেনের বহু নারী না চাইতেও গর্ভবতী হয়ে যাচ্ছেন, এটা আসলে তেমন নতুন কোন খবর নয়৷ তবে খবর হলো জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহারের পরও এমনটি ঘটছে৷ আর তাতেই বেধেছে সমস্যা৷

না চাইতেও গর্ভবতী হয়ে যাচ্ছেন বহু নারীছবি: AP

অনাকাঙ্খিত গর্ভধারণ এড়ানোর জন্য ব্রিটিশ নারীরা অনেক পদ্ধতিই ব্যবহার করে থাকেন৷ জন্মনিরোধক বড়ি খাওয়া থেকে শুরু করে ইমপ্ল্যানন নামের প্লাস্টিক টিউব ধারণ করা৷ তবে যারা প্রতিদিন পিল খাওয়ার ঝামেলা থেকে বাঁচতে চান তারাই বিকল্প পদ্ধতি ব্যবহার করে থাকেন৷ আর এক্ষেত্রে রয়েছে ইমপ্ল্যানন ধারণ৷

Ortho Evra transdermal contraceptive patches and packageOrtho Evra transdermal contraceptive patches and package
জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহারের পরও গর্ভবতী হয়ে পড়ছেনছবি: AP

দেখতে একটি দেশলাইয়ের কাঠির মত, এমন একটি টিউব নারীর বাহুতে প্রবেশ করিয়ে দেওয়া হয়৷ এতে থাকে সিনথেটিক প্রোজেস্টোজেন, যা গর্ভধারণে বাধা দেয়৷ ফলে ইমপ্ল্যানন ধারণ করলে প্রতিদিন মনে করে পিল খাওয়ার ঝামেলা থেকে মুক্তি৷ যখন তখন গর্ভধারণের আর চিন্তা নেই৷ একবার ইমপ্ল্যানন ধারণের পর তা কার্যকর থাকে তিন বছর পর্যন্ত৷ চিকিৎসকরা জানান, এই পদ্ধতি ব্যবহার করলে গর্ভধারণের সম্ভাবনা ৯৯ ভাগেরও বেশি কমে যায়৷

কিন্তু ব্রিটেনের চিকিৎসকদের ভুলে এখন মাথায় হাত অনেক নারীর৷ এখন পর্যন্ত এক হাজারেরও বেশি অভিযোগ এসেছে, যারা ইমপ্ল্যানন ধারণ করার পরও ফল হয়েছে উল্টো৷ প্রায় ছয়শ নারী কিছুদিন পরেই খেয়াল করেন যে তারা গর্ভবতী৷ আরও প্রায় পাঁচশ অভিযোগ এসেছে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার৷ কারণ কি? খুঁজতে গিয়ে দেখা গেল, ইমপ্ল্যানন স্থাপন করতে গিয়ে ভুল হয়েছে, যতটুকু গভীরে করার দরকার ছিল তার চেয়ে বেশি গভীরে সেটি চলে গিয়েছে৷ ফলে গর্ভবতী হয়ে পড়ছে নারীরা৷

চিকিৎসকদের এই ভ্রান্তির মাসুলও দিতে হচ্ছে সরকারকে৷ ইতিমধ্যে নয়জন নারীকে ক্ষতিপুরণ দিতে হয়েছে প্রায় দুই লাখ পাউন্ড৷ আবার অনেকে গর্ভপাতেরও রাস্তা ধরছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ