1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাজ্য

ব্রিটেনে তিন কিশোরী হত্যায় দোষী সাব্যস্ত এক টিনএজার

২১ জানুয়ারি ২০২৫

তিন কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এক ১৮ বছর বয়সি তরুণ৷ তার নাম অ্যাক্সেল রুডাকুবানা৷ ইংল্যান্ডের উত্তরাঞ্চলের শহর লিভারপুলের একটি আদালত সোমবার তাকে দোষী সাব্যস্ত করেছে৷

লিভারপুল আদালতের বাইরে মানুষের জটলা
ডিসেম্বরে নির্দোষ দাবি করে আবেদন দাখিলের পর লিভারপুল ক্রাউন কোর্টে দোষ স্বীকার করার বিষয়টি সবার কাছেই অপ্রত্যাশিত ছিলছবি: Jon Super/AP Photo/dpa/picture alliance

রুডাকুবানা আরো ১০টি হত্যাচেষ্টার অভিযোগ এবং রাইসিন বিষ উৎপাদনের অভিযোগও স্বীকার করেছেন৷ এই তরুণ আদালতে দাঁড়াতে অস্বীকৃতি জানান এবং শুধুমাত্র ‘দোষী' শব্দটি উচ্চারণ করেন৷ বিচারক জুলিয়ান গুজ বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হবে বলে জানান৷

গত জুলাই মাসে সাউথপোর্টে একটি নাচের ইভেন্টে ৬ বছর বয়সি বেবে কিং, ৭ বছর বয়সি এলসি ডট স্ট্যানকম্ব ও ৯ বছর বয়সি অ্যালিস দাসিলভা আগুইয়ারকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন রুডাকুবানা৷ এছাড়াও, তার বাড়িতে আল-কায়েদার একটি প্রশিক্ষণ ম্যানুয়াল এবং রাইসিন পাওয়া গেছে৷ পুলিশ অবশ্য বলেছে যে এই হামলা সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত নয়৷

এই অপরাধ ব্রিটেনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে এবং অনলাইনে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে, যা দেশব্যাপী দাঙ্গার কারণ হয়৷ সেখানে দাবি করা হয়েছিল হত্যাকাণ্ডগুলোর জন্য একজন মুসলিম আশ্রয়প্রার্থী দায়ী৷ এই সময়ে কট্টরপন্থিরা পুলিশ, দোকান, আশ্রয়প্রার্থীদের জন্য ব্যবহৃত হোটেল, মসজিদ এবং একটি গ্রন্থাগারে হামলা চালায়৷ পরে শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়৷

রুডাকুবানা হামলার সময় ১৭ বছর বয়সি ছিলেন৷ গত আগস্টে ভুয়া তথ্য ছড়িয়ে পড়া রোধে তার নাম প্রকাশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়৷

জেডএ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ