1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে পুড়ে ছাই হলেন ট্রাম্প

৭ নভেম্বর ২০১৬

এর আগে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনসহ অনেকেই পুড়েছেন, এবার ডোনাল্ড ট্রাম্পও পুড়লেন৷ পুড়িয়ে ছাই করে দেয়া হলো তাঁর কুশপুতুল৷

ডোনাল্ড ট্রাম্প
ছবি: picture-alliance/dpa/S.Gutierrez

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে যুক্তরাষ্ট্রের বাইরেও এক ধরনের ক্ষোভ রয়েছে, তা কিছুটা স্পষ্ট হলো এই ঘটনায়৷ ব্রিটেনে প্রতি বছরের মতো এবারও উদযাপন করা হয়েছে বনফায়ার৷ বার্ষিক এ উৎসবেই এক শহরে পোড়ানো হয়েছে ট্রাম্পের বিশাল এক কুশপুতুল

সাধারণত বিক্ষোভ জানাতেই পোড়ানো হয় কুশপুত্তলিকা৷ তবে লন্ডন থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের এডেনব্রিজ শহরে ক্ষোভ জানাতে নয়, বরং আনন্দ প্রকাশ করতে গিয়েই পোড়ানো হয়েছে ট্রাম্পের ১১ মিটার, অর্থাৎ প্রায় ৩৬ ফুট উঁচু এক কুশপুতুল৷ বনফায়ারে আতশবাজির সময় খুব বড় আলোর শিখার উৎস হিসেবে এবার বেছে নেয়া হয়েছিল ট্রাম্পকে৷ ফলে বরাবরের মতো এবারও সারা বিশ্বে পরিচিত একজনকে পুড়ে ছাই হতে হলো৷

ব্রিটেনে বনফায়ারে সারা বিশ্বে পরিচিত এমন ব্যক্তির কুশপুতুল উৎসব করে পোড়ানোর ঘটনা আগেও ঘটেছে৷ এর আগে এই বনফায়ারেই পুড়েছে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং যুক্তরাষ্ট্রের সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রংয়ের কুশপুতুল৷

এসিবি/ডিজি

প্রবাসীরা জানালেন তাঁরা কেমন অ্যামেরিকা চান

03:21

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ