1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

৮ অক্টোবর ২০২১

যুক্তরাজ্য সরকার বাংলাদেশে দেওয়া করোনাভাইরাসের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে৷ ফলে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যাওয়া কোনো যাত্রীকে আর দশদিন কোয়ারেন্টিনে থাকতে হবে না৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/NurPhoto/D. Cliff

লন্ডনের বাংলাদেশ হাই কমিশন এক বিবৃতিতে আগামী সোমবার থেকে এ নিয়ম কার্যকর করার ঘোষণা দিয়েছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়৷ বাংলাদেশসহ ৩৭টি দেশের করোনার টিকা সনদকে বৈধ করেছে যুক্তরাজ্য৷

যুক্তরাজ্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োনটেক ও জনসন অ্যান্ড জনসন টিকা নেওয়া সনদই গ্রহণ করবে৷ প্রথম তিনটি টিকাই বাংলাদেশে দেওয়া হচ্ছে৷

এ প্রসঙ্গে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম বলেন, "এই সিদ্ধান্ত বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং দুদেশের মধ্যে ব্যবসা ও পর্যটনসহ জরুরি ভ্রমণের ক্ষেত্রে বাধা দূর করতে হাই কমিশনের অব্যাহত কূটনৈতিক প্রচেষ্টার ফল৷”

তবে বাংলাদেশ থেকে রওনা হওয়ার আগে যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার সনদ নেওয়ার দরকার না হলেও ইংল্যান্ডে পৌঁছার পর করোনা টেস্ট করাতে হবে তাদের৷

প্রত্যেক যাত্রীর বাংলাদেশের অনুমোদিত টিকার সনদ সাথে রাখা জরুরি৷ 

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ