1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতা

২৪ মে ২০১৭

ম্যানচেস্টারে আত্মঘাতী সন্ত্রাসী হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি করলো ব্রিটেন৷ পুলিশকে সহায়তা করতে সৈন্য মোতায়েন করা হচ্ছে৷ জার্মানিতেও বাড়তি সতর্কতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

ব্রিটেন সতর্কতা
ছবি: picture-alliance/PIXSELL/M. Prpic

ম্যানচেস্টারের আত্মঘাতী হামলা বিচ্ছিন্ন ঘটনা ছিল কিনা, তা নিয়ে জল্পনাকল্পনার মাঝে ব্রিটেন সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করলো৷ ২০০৭ সালের জুন মাসে শেষবার এমনটা করা হয়েছিল৷ ২২ বছর বয়সি লিবীয় বংশোদ্ভূত হামলাকারী সালমান আবেদির পেছনে সম্ভবত কোনো চক্র থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে৷ তারা আরও হামলার ষড়যন্ত্র করছে – এমন ইঙ্গিতও পাওয়া গেছে৷ প্রধানমন্ত্রী টেরেসা মে স্বয়ং এমন আশঙ্কার উল্লেখ করেছেন৷

সালমান আবেদি আদৌ তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর হয়ে এই হামলা চালিয়েছে কিনা, তা নিয়েও দ্বন্দ্ব রয়েছে৷ আইএস এই হামলার দায় স্বীকার করলেও তাদের বিবৃতিতে হামলাকারীর পরিচয় সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি৷ তাতে আরও কিছু অসঙ্গতি ধরা পড়েছে৷ এমনকি আত্মঘাতী হামলার বদলে বিবৃতিতে ঘটনাস্থলে বিস্ফোরক রাখার কথা বলা হয়েছে৷ আরেকটি বিবৃতিতে একদল হামলাকারীর উল্লেখ ছিল, যা পরে মুছে ফেলা হয়৷

ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার পর ব্রিটেনসহ গোটা ইউরোপে নিরাপত্তা আরও জোরদার করতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে৷ ব্রিটেনে আসন্ন সাধারণ নির্বাচনের আগে বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

জার্মানির রাজধানী বার্লিন শহরে বুধবার প্রোটেস্টান্ট খ্রীষ্টান সম্প্রদায়ের সম্মেলন শুরু হচ্ছে৷ সেই উপলক্ষ্যে অসংখ্য মানুষ শহরে সমবেত হচ্ছেন৷ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেখানে বক্তব্য রাখবেন৷

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ের বলেছেন, ম্যানচেস্টারের হামলার আগেও জার্মানি যথেষ্ট সতর্ক ছিল৷ বার্লিনে সম্মেলনে নিরাপত্তার পরিকল্পনা নতুন করে খতিয়ে দেখা হচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অনুষ্ঠানে শুধু প্রবেশের সময় তল্লাশি করলে চলবে না, অনুষ্ঠান শেষ হবার সময়েও যথেষ্ট সজাগ থাকতে হবে৷ ম্যানচেস্টারের ঘটনার পর বিষয়টি বাড়তি গুরুত্ব পাচ্ছে৷

সন্ত্রাসবাদের মোকাবিলা করতে ইউরোপীয় স্তরে আরও নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার কথা শোনা যাচ্ছে৷ জার্মানির চ্যান্সেলর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী পেটার আল্টমায়ার বলেন, গোটা বিশ্ব জুড়ে এমন সহযোগিতার প্রয়োজন, কারণ, সন্ত্রাসবাদীরা রাষ্ট্রীয় সীমানা বা ইউরোপের সীমানার তোয়াক্কা করে না৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ