1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট শিবিরের জয়

২৪ জুন ২০১৬

শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদীদের মনে বিশ্বাস ছিল, ব্রিটেনের মানুষ ইইউ-তে থাকার পক্ষেই ভোট দেবেন৷ কিন্তু শুক্রবার সকালে স্পষ্ট হয়ে গেল, যে ব্রেক্সিট শিবিরেরই স্পষ্ট জয় হয়েছে৷ পুঁজিবাজারে এর বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে৷

ব্রেক্সিট
ছবি: picture alliance/AP Photo/D. Lawson

How Brits voted

00:46

This browser does not support the video element.

সরকারি ফলাফল ঘোষণার আগে বিবিসি জানিয়েছিল, যে বৃহস্পতিবারের গণভোটে ৫২ শতাংশ ভোটার ব্রেক্সিট-এর পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন৷ ইইউ-পন্থি শিবির পেয়েছে ৪৮ শতাংশ৷ অর্থাৎ ভোট গণনার শেষ লগ্নেও স্পষ্ট হয়ে গিয়েছিল, যে এই কঠিন বাস্তব এড়ানোর কোনো উপায় নেই৷

এমন একটি মৌলিক সিদ্ধান্তের ক্ষেত্রে ব্রিটেনের সমাজে ব়্যাডিকাল বিভাজন নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করছেন অনেকে৷

গণভোটের এই রায়ের ফলে ব্রিটেন, ইউরোপ তথা গোটা বিশ্বের পুঁজিবাজারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিল ব্রিটিশ ভোটারদের রায়৷ এশিয়ার পুঁজিবাজারে দরপতনের খবর পাওয়া যাচ্ছে৷ সকালেই ব্রিটিশ পাউন্ডের বিনিময় হার রেকর্ড মাত্রায় কমে গেছে৷ মাত্র ৬ ঘণ্টায় এই মুদ্রার ১০ শতাংশ দরপতন ঘটেছে৷

দেশ-বিদেশের প্রায় সব আর্থিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানই এর পূর্বাভাষ দিয়েছিল৷ আর্থিক লেনদেনের আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে লন্ডনের গুরুত্ব এক ধাক্কায় অনেকটা কমে যাবে বলেও সাবধানবানী শোনা গিয়েছিল৷

রাজনৈতিক জগতেও গণভোটের রায়ের প্রতিক্রিয়া শোনা যাচ্ছে৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার বলেন, ইউরোপ ও ব্রিটেনের জন্য এটি একটি দুঃখের দিন৷

এডওয়ার্ড স্নোডেন সহ একাধিক খ্যাতিমান ও সাধারণ মানুষ টুইটারে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷

ব্রেক্সিট-এর সিদ্ধান্তের ফলে ইউরোপীয় ইউনিয়নের চরম দক্ষণপন্থি শিবির বিপুল উৎসাহ পেয়েছে এবং এই প্রশ্নে গণভোটের দাবি করছে৷ ফ্রান্সের শক্তিশালী দল ন্যাশানাল ফ্রন্ট-এর নেত্রী মারিন ল্য পেন ব্রিটিশ ভোটারদের রায়কে স্বাগত জানিয়ে ফ্রান্স সহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশে গণভোট আয়োজনের ডাক দিয়েছেন৷ নেদারল্যান্ডস-এর চরম দক্ষণপন্থি নেতা খেয়ার্ট ভিল্ডার্স-ও একই দাবি তুলেছেন৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ