1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেন – বিয়ের উৎসব শেষে আসছে আরও এক উৎসব

১৯ এপ্রিল ২০১১

আর মাত্র দশ দিন৷ ব্রিটিশ রাজপরিবারে হতে যাচ্ছে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের ‘‘রয়্যাল ওয়েডিং৷'' এই রাজকীয় উৎসব নিয়ে সরব এখন সব সংবাদ মাধ্যম৷ তবে এটি শেষ নয়, আগামী বছরে আরও এক রাজকীয় উৎসব আসছে ব্রিটিশ রাজপরিবারে৷

রাজপরিবারে নতুন অধ্যায়ের সূচনা করবেন কি উইলিয়াম-মিডলটন?ছবি: AP

চলতি সপ্তাহেই ৮৫ বছরে পা রাখছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ৷ আর আগামী বছর পূর্ণ হবে তাঁর সিংহাসনে আরোহনের ৬০ বছর৷ এর আগে কেবল একজন রানি এই হীরক জয়ন্তী পূর্ণ করতে পেরেছিলেন৷ তিনি রানি ভিক্টোরিয়া, ১৮৯৭ সালে৷ রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের হীরক জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ব্যাপক পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ রাজপরিবার৷ এই উপলক্ষে আগামী বছরের জুনে লন্ডনের টেমস নদীতে আয়োজন করা হচ্ছে এক বিশাল রাজকীয় নৌ বহরের৷ জানা গেছে, সেই বিশাল নৌবহরে থাকছে এক হাজার নৌকা৷ ব্রিটিশ রাজপরিবারের সাড়ে তিনশ বছরের ইতিহাসে এটিই নাকি হবে সবচেয়ে বড় এবং জাকজমকপূর্ণ আয়োজন৷

রাণি দ্বিতীয় এলিজাবেথ এখনও অনেক ব্রিটিশের কাছে সবচেয়ে গ্রহণযোগ্যছবি: AP

একদিকে সরকারের অর্থ সাশ্রয়ের প্রচেষ্টা, তার বিপরীতে রাজপরিবারের এই বিলাসিতা কতটুকু অর্থবহ তা নিয়ে অনেক ব্রিটিশের মনে প্রশ্ন রয়েছে৷ তারপরও ব্রিটিশরা মনে প্রাণে তাদের রাজপরিবারকে গ্রহণ করে থাকেন৷ দুনিয়াকে দেখানোর জন্য অ্যামেরিকার যেমন আছে হলিউড, তেমনি আমাদের আছে রাজপরিবার- এই মানসিকতা অনেক ব্রিটিশের মধ্যে কাজ করে থাকে৷

প্রিন্সেস ডায়ানার মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবারের প্রতি অনেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছিলো৷ প্রিন্স উইলিয়াম আর কেট মিডলটনের বিয়ের মাধ্যমে ব্রিটিশ রাজপরিবার একটি নতুন অধ্যায় সুচনা করতে যাচ্ছে বলে অনেকে মনে করছে৷ তাই বিগত কয়েকটি জরিপে দেখা গেছে, বেশিরভাগ লোক মনে করছে, রানি দ্বিতীয় এলিজাবেথের পর প্রিন্স চার্লস নয় বরং প্রিন্স উইলিয়ামের মাথাতেই মুকুট উঠুক৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ