1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রুনাই দূতাবাসে নির্যাতন!

২৮ আগস্ট ২০১৯

ব্রুনাইয়ে বাংলাদেশ দূতাবাসে কর্মকর্তার সামনেই একজনকে ইচ্ছেমতো মারধর করছেন একদল লোক৷ এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ বিস্তারিত না জানালেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে৷

প্রতীকী ছবিছবি: picture-alliance/dpa/M.Gambarini

নুরুল ইসলাম ডাবলু নামের এক ব্যক্তির ফেসবুক প্রোফাইল থেকে ২১ আগস্ট আপলোড করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদও প্রকাশ হয়৷

এই পরিপ্রেক্ষিতে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়৷

জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘গত ২১ আগস্ট ২০১৯ তারিখে ব্রুনাইয়ে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সংঘটিত অনাকাঙ্খিত ঘটনার অভিযোগের বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নজরে এসেছে। দায়িত্বশীল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন নিশ্চিত করতে মন্ত্রণালয় উক্ত অনাকাঙ্খিত ঘটনাটির বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে৷’’

পৌনে দুই মিনিট দীর্ঘ ভিডিওটিতে দেখা যায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা তার অফিসে বসে আছেন৷ সামনে দাঁড়িয়ে এক ব্যক্তিকে তার নির্দেশেই একে একে চড়-ঘুষি- লাথি মারছেন অন্য আরো কয়েকজন৷

আপলোড করা ভিডিওর ক্যাপশনে নুরুল ইসলাম ডাবলু অভিযোগ এনেছেন দূতাবাসের লেবার অফিসারের বিরুদ্ধে৷ মারধরের শিকার হওয়া ব্যক্তি প্রতারক হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷ কিন্তু ডাবলুসহ ভিডিওতে কমেন্ট-শেয়ার করা প্রায় সকলেরই অভিযোগ, আইনের মাধ্যমে ব্যবস্থা না নিয়ে এভাবে দূতাবাসে কাউকে মারধর করা কতোটা আইনসঙ্গত৷

মঙ্গলবার সাংবাদিকেরা ভিডিওটির বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি যেসব তথ্য পেয়েছেন, তা  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে৷ দূতাবাসের ভেতরে নির্যাতনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী উষ্মা প্রকাশ করে বলেন, ‘‘এটা একটা অপরাধ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷’’

জনশক্তি রপ্তানির বাজার হিসেবে ব্রুনেইয়ে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশ৷ গত এপ্রিলেই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ বাংলাদেশেও দেশটির বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে৷

বিষয়টি নিয়ে ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেনের সঙ্গেও কথা বলেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ ‘‘আপনি কী করে জানলেন, তারা (মারধরকারীরা) হাইকমিশনের কর্মী?’’, পালটা প্রশ্ন করে ফোন কেটে দেন হাইকমিশনার৷ এরপর কয়েকবার চেষ্টা করা হলেও আর  কল রিসিভ করেননি তিনি৷

এডিকে/

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ