1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রুনো মার্সের গানে পুলিশ সদস্যদের নৃত্য

১৮ জুলাই ২০১৮

ব্রুনো মার্সের আপটাউন ফাঙ্ক এমনিতেই খুব বিখ্যাত৷ কিন্তু সেই গানের সাথে ঠোঁট মিলিয়ে মিউজিক ভিডিও করে বিখ্যাত হয়েছে ইংল্যান্ডের নরফোক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরাও৷

Screenshot Facebook #NorfolkPD Lip Sync Challenge
ছবি: Facebook/Norfolk Police Department

পুলিশ মানেই যেন বন্দুক আর অপরাধীদের পেছনে ছুটে বেড়ানো৷ কিন্তু ইউনিফর্মধারীদের সেই চেহারা যে অন্যরকমও হতে পারে, সেটিই আরো একবার প্রমাণ করলো নরফোক পুলিশ বিভাগ৷

পুলিশ শুধু গম্ভীর মুখে অপরাধী ধরতে ব্যস্ত, এমন ধারণা পালটাতেই এই আয়োজন৷ এক সপ্তাহ আগে নিজেদের ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে দেখা যায় ইউনিফর্ম গায়ে দিয়েই নিজেদের কর্মস্থলে গানের তালে তালে নাচছেন পুলিশ সদস্যরা৷

 

ফেসবুকে নতুন এক চ্যালেঞ্জ জনপ্রিয় হয়েছে, নাম তার লিপসিংক চ্যালেঞ্জ৷ চ্যালেঞ্জগ্রহীতাকে চ্যালেঞ্জদাতার দেয়া গানের সাথে ঠোঁট মিলিয়ে অনুকরণ করতে হয়৷

জুলাই মাসের শুরুতে করিন্থ পুলিশ বিভাগের দেয়া এই চ্যালেঞ্জ সানন্দে গ্রহণ করে নরফোক৷ আর তাতেই কেল্লাফতে৷ ফেসবুকে ৯ জুলাই আপলোড করা ভিডিওটি এরই মধ্যে দেখা হয়েছে সাড়ে ৬ কোটিরও বেশি বার, শেয়ার হয়েছে ১৪ লাখ বার৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ