1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রেকিং নিউজ'-এ পপ সম্রাটের কন্ঠ নিয়ে বিতর্ক

৯ নভেম্বর ২০১০

‘কিং অফ পপ' মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর এই প্রথম, বাজারে এল শিল্পীর নিজ কন্ঠে গাওয়া ‘ব্রেকিং নিউজ' গানটি৷ কিন্তু সেখানেও বিপত্তি৷ সাধারণ মানুষ তো বটেই, জ্যাকসন পরিবারের অনেকের প্রশ্ন: গানটা কি আসলেও জ্যাকসনের গাওয়া ?

মৃত্যুর পরেও বিতর্ক তাঁকে ছাড়ে নিছবি: AP

সোমবারই বেরিয়েছে প্রয়াত পপ সম্প্রাট মাইকেল জ্যাকসনের নতুন গান ‘ব্রেকিং নিউজ'৷ যার ইন্টারনেট-ভিডিও'তে দেখা যাচ্ছে শিল্পীকে, দেখা যাচ্ছে তাঁর মৃত্যু সংক্রান্ত কিছু প্রতিবেদন, ‘কিং অফ পপ'-এর জীবনের নানা অংশ৷ আর তারপরেই এক দমকা ‘রোবোটিক বিট'-এর মধ্য দিয়ে শুরু হচ্ছে ‘ব্রেকিং নিউজ'৷ পপ সম্রাটের নতুন গান৷ যার অর্থই হলো তরতাজা, গরম-গরম খবর৷

আসলেও তাই৷ কারণ, মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই যেন ‘ব্রেকিং নিউজ'-এ পরিণত হয়েছে প্রয়াত পপ সম্রাটের এই গানটি৷ আর হবে নাই বা কেন ? এই তো সেদিন, টিএমজেড ডটকম নামের একটি ওয়েবসাইটে মা ক্যাথরিন এবং জ্যাকসনের বড় দুই সন্তান প্রিন্স ও প্যারিস বলেছিলেন, ডিসেম্বর মাসে প্রকাশিতব্য নতুন অ্যালবামের বেশ কয়েকটি গানই নাকি মাইকেলের কন্ঠে নয়৷ অন্যদিকে, প্রখ্যাত এই পপ তারকার বাবা জো জ্যাকসনের এক প্রতিনিধি জানিয়েছেন, মাইকেল নাকি কখনোই অসম্পূর্ণ গান প্রকাশের পক্ষে ছিলেন না৷ বলাই বাহুল্য, ‘ব্রেকিং নিউজ' ঐ অ্যালবামেরই প্রথম গান৷

ভক্তদের কাছে মাইকেল জ্যাকসন অমর হয়ে রয়েছেনছবি: AP

সে যাই হোক, জ্যাকসন পরিবারের কটাক্ষ থাকলেও, সনি মিউজিক কোম্পানির কিন্তু দাবি যে, নতুন এই অ্যালবামটিতে প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রকৃত কণ্ঠেই রয়েছে৷ শুধু তাই নয়, মাইকেল জ্যাকসন ডটকমকম ওয়েবসাইটে ‘ব্রেকিং নিউজ'-এর যে ভিডিওটি প্রকাশ করা হয়েছে, সেটা দেখে গানটি শিল্পীর ২০০৭ সালে গাওয়া বলে ধারণা করছেন মাইকেলের অগুন্তি ভক্ত৷


উল্লেখ্য, ‘মাইকেল' নামের নতুন এ অ্যালবামটি বাজারে আসবে আগামী ১৪ ডিসেম্বর৷ স্বাভাবিকভাবেই, মাতাল সুর আর বিট দিয়ে যিনি জীবনভর মাতিয়ে রেখেছিলেন গোটা বিশ্বকে, সেই পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নতুন অ্যালবামটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সবাই৷ অপেক্ষা করছি আমরাও৷

প্রতিবেদন: দেবারতি গুহ
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ