1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিটের আবহাওয়ায় যুক্তরাজ্যে শুরু নির্বাচন

১২ ডিসেম্বর ২০১৯

পাঁচ বছরের মধ্যে তৃতীয়বার নির্বাচন হতে চলেছে যুক্তরাজ্যে৷ বলা হচ্ছে, এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে ব্রেক্সিটের ভবিষ্যৎ৷

Großbritannien London Schild zum Wahllokal
ছবি: Reuters/H. McKay

ব্রিটিশ সময় রাত ১০টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) পর পাওয়া যাবে প্রথম ধাপের এক্সিট পোল৷ গত কয়েক সপ্তাহে সংগৃহীত জনমতামত বলছে, বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি লেবর পার্টির তুলনায় ২৮টি আসন বেশি পেতে পারে৷ কিন্তু আবহাওয়ার অবনতির ফলে ভোটারদের সংখ্যায় টান পড়তে পারে৷

যদি কনজারভেটিভ বা লেবর, দুটি বড় দলই সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারে, সে ক্ষেত্রে ছোট দলগুলির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ৷

মূলে সেই ব্রেক্সিটই

প্রধানমন্ত্রী বরিস জনসন আশ্বাস দিয়েছেন, তাঁর দল কনজারভেটিভ পার্টি নির্বাচিত হলে ব্রেক্সিটহবেই৷ অন্যদিকে, লেবর পার্টির নেতা জেরেমি করবিন জানিয়েছেন, নির্বাচিত হলে দ্বিতীয় দফার রেফারেন্ডামের আয়োজন করা হবে, যাতে করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারে দেশের জনগণ৷

দেশের অর্থনৈতিক টানাপোড়েন ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু এবারের নির্বাচনের প্রচারে উঠে আসলেও যুক্তরাজ্যের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু যে ব্রেক্সিটই, তা নিয়ে কোনো সংশয় নেই৷

এসএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ