1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিটের আবহাওয়ায় যুক্তরাজ্যে শুরু নির্বাচন

১২ ডিসেম্বর ২০১৯

পাঁচ বছরের মধ্যে তৃতীয়বার নির্বাচন হতে চলেছে যুক্তরাজ্যে৷ বলা হচ্ছে, এই নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে ব্রেক্সিটের ভবিষ্যৎ৷

Großbritannien London Schild zum Wahllokal
ছবি: Reuters/H. McKay

ব্রিটিশ সময় রাত ১০টার (বাংলাদেশ সময় ভোর ৪টা) পর পাওয়া যাবে প্রথম ধাপের এক্সিট পোল৷ গত কয়েক সপ্তাহে সংগৃহীত জনমতামত বলছে, বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি লেবর পার্টির তুলনায় ২৮টি আসন বেশি পেতে পারে৷ কিন্তু আবহাওয়ার অবনতির ফলে ভোটারদের সংখ্যায় টান পড়তে পারে৷

যদি কনজারভেটিভ বা লেবর, দুটি বড় দলই সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে না পারে, সে ক্ষেত্রে ছোট দলগুলির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ৷

মূলে সেই ব্রেক্সিটই

প্রধানমন্ত্রী বরিস জনসন আশ্বাস দিয়েছেন, তাঁর দল কনজারভেটিভ পার্টি নির্বাচিত হলে ব্রেক্সিটহবেই৷ অন্যদিকে, লেবর পার্টির নেতা জেরেমি করবিন জানিয়েছেন, নির্বাচিত হলে দ্বিতীয় দফার রেফারেন্ডামের আয়োজন করা হবে, যাতে করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করতে পারে দেশের জনগণ৷

দেশের অর্থনৈতিক টানাপোড়েন ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যু এবারের নির্বাচনের প্রচারে উঠে আসলেও যুক্তরাজ্যের নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু যে ব্রেক্সিটই, তা নিয়ে কোনো সংশয় নেই৷

এসএস/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ