ব্রেক্সিট ভোটের পর নিজের লক্ষ্য সফল হয়েছে দাবি করে নিজ দল থেকে পদত্যাগ করেছেন ইউকিপ নেতা নাইজেল ফারাজ৷ এদিকে ইইউ কর্মকর্তারা মনে করছেন, এই ভোটের পর ইউরোপীয় ইউনিয়ন আবারো জেগে উঠবে৷
বিজ্ঞাপন
ফারাজ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের সরে আসার সিদ্ধান্ত গণভোটে অনুমোদিত হওয়ার পর তাঁর রাজনৈতিক উদ্দেশ্য সফল হয়েছে৷ ‘ব্রেক্সিটে'-র পর তাঁর দলের গণভিত্তি আরও জোরদার হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি৷
গত বছর ব্রিটেনে সাধারণ নির্বাচনের পর ফারাজ দল থেকে সরে গিয়েছিলেন৷ সে বার কনজারভেটিভদের (টোরি) হয়ে কোস্টাল কেন্ট আসনে পরাজিত হয়েছিলেন ফারাজ৷ কিন্তু, দলীয় কর্মীদের চাপে এর কিছু দিন পরেই মত বদলে ফের পুরনো দলে ফেরেন ফারাজ৷ তবে এ বার আর সেই সম্ভাবনা নেই বলে দাবি করেছেন তিনি৷
ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি মতামত লিখেছেন ডয়চে ভেলের ডাহং জাং৷ তিনি বলছেন, ইউরোপীয় ইউনিয়নের একটা ধারা আছে যে তারা মনে করে প্রতিটি রাষ্ট্র আলাদা কিছু নয়৷ যেমন ইউরোপীয় ইউনিয়নের রাজধানী কী হবে? ১৯৫১ সালে ইউরোপীয় কয়লা ও ইস্পাত শিল্পের সাথে জড়িতরা এ নিয়ে আলোচনায় বসেছিলেন৷ তখন লুক্সেমবুর্গকে নির্বাচিত করা হয়েছিল৷ গত ছয় দশক ধরে এভাবেই চলে আসছে৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ-ক্লোদ ইয়ুংকার ‘ডেয়ার স্পিগেল' পত্রিকাকে ১৯৯৯ সালে বলেছিলেন, ‘‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের আশেপাশের অবস্থান এবং সেখানে কী ঘটছে তা পর্যবেক্ষণ করবো৷ কেননা অনেকেই জানতে পারে না, আমরা কী সিদ্ধান্ত নিচ্ছি৷ তাই আমরা আমাদের সিদ্ধান্তের প্রতিটা পদক্ষেপ তাদের সামনে তুলে ধরবো৷''
বিদায় ব্রিটেন! এখানে আর নয়...
গণভোটের আগেই তার পরিণাম সম্পর্কে বার বার সাবধান করে দিয়েছিল ব্রিটেনের অর্থনীতি জগত৷ তাতে কোনো লাভ হয়নি৷ এবার অনেক কোম্পানি পাততাড়ি গোটানোর প্রস্তুতি নিচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/W. Kumm
ভোডাফোন
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক ব্রিটেন থেকে সদর দপ্তর সরিয়ে নেবার বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ জার্মানির ড্যুসেলডর্ফ শহর তাদের নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে৷ এমনিতেই জার্মানি ভোডাফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার৷
ছবি: Getty Images/AFP/M. Hayhow
রায়ানএয়ার
ইউরোপের সবচেয়ে বড় সস্তার বিমান সংস্থার সদর দপ্তর আয়ারল্যান্ডে হলেও তাদের বেশিরভাগ বিমানই ব্রিটেনে থাকে৷ রায়ানএয়ার জানিয়ে দিয়েছে, ব্রিটেনে নতুন করে আর কোনো বিমান থাকবে না এবং নতুন কোনো রুট চালু হবে না৷
ছবি: picture-alliance/dpa/M. Scholz
ইজিজেট
ইউরোপের দ্বিতীয় বৃহত্তম সস্তার বিমান সংস্থার সদর দপ্তর লন্ডনে৷ কিন্তু আর কতদিন? কোম্পানির প্রধান ক্যারোলিন ম্যাককল এক টেলিভিশন সাক্ষাৎকারে কোনো নিশ্চয়তা দিতে পারেননি৷ ইউরোপের সবচেয়ে লাভজনক কোম্পানিগুলির মধ্যে অন্যতম ইজিজেট৷
ছবি: Getty Images/AFP/F. Guillot
ভার্জিন
রিচার্ড ব্র্যানসন ব্রিটেনের সবচেয়ে পরিচিত শিল্পপতিদের অন্যতম৷ ব্রেক্সিট সম্পর্কে তাঁর মন্তব্য হলো, ‘‘আমরা এক বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছি৷ গণভোটের পর পুঁজিবাজারে তাঁর শিল্প প্রতিষ্ঠানগুলির মূল্য এক তৃতীয়াংশ কমে গেছে৷ ব্র্যানসন নতুন করে গণভোটের দাবি করছেন৷
ছবি: Getty Images/AFP/D. Leal-Olivas
জেপি মরগ্যান চেজ
লন্ডন শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংকের প্রায় ১৬ হাজার কর্মী কাজ করছেন৷ এবার কর্মীদের একটা অংশ ব্রিটেন থেকে সরিয়ে নেবার বিষয়ে ভাবনাচিন্তা করছে এই ব্যাংক৷ গণভোটের আগেই ব্যাংকের প্রধান জেমি ডায়মন সতর্ক করে দিয়ে বলেছিলেন, সর্বোচ্চ ৪ হাজার কর্মী সরানো হতে পারে৷
ছবি: Getty Images/C.Gillon
ভিসা
বেশ কয়েক’শ কর্মী সরিয়ে নিতে বাধ্য হবে বিশ্বের অন্যতম প্রধান এই ক্রেডিট কার্ড কোম্পানি৷ কারণ ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী যে কোনো কোম্পানির তথ্যভাণ্ডার ইইউ-র মধ্যে রাখতে হবে৷ ফলে লন্ডনে ভিসা ডেটা সেন্টার বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না৷
ছবি: Imago
ফোর্ড
ইউরোপে ব্রিটেনই ফোর্ড কোম্পানির প্রধান বাজার৷ ব্রিটেনের ড্যাগেনহ্যাম শহরে ফোর্ড কারখানায় তৈরি ইঞ্জিন ও যন্ত্রাংশ জার্মানিতে পাঠানো হয়৷ ব্রেক্সিট ভোটের পর কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে তারা সব রকম পদক্ষেপ নিতে প্রস্তুত৷
ছবি: picture-alliance/dpa
জাগুয়ার ল্যান্ড রোভার
জাগুয়ার ল্যান্ড রোভার কোম্পানির স্ট্র্যাটেজি প্রধান এড্রিয়ান হলমার্ক বলেছেন, ‘‘সবাই মোটেই হতাশায় ভুগছেন না৷ আমরা ব্রিটিশ৷ ব্রিটেনের সঙ্গেই আমরা আছি৷’’ তাঁর মতে, ব্যবসা স্বাভাবিকভাবেই চালু আছে, কারণ, কমপক্ষে আগামী দুই বছর পর্যন্ত ব্রিটেন ইইউ-র পূর্ণ সদস্য থাকবে৷
ছবি: picture-alliance/dpa/D. Jones
8 ছবি1 | 8
ইউরোপীয় রাজনীতি হলো নির্ভরশীলতার রাজনীতি৷ যদি ভুল পথে যায়, তবে কোনো সমস্যা নেই৷ চোখ বন্ধ করে চলতে থাকো৷ দীর্ঘ সময় লাগবে, তবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে৷ ইউরোপীয় ইউনিয়নের মূল পন্থা হলো – ‘যার কোনো বিকল্প নেই৷' যেটা হবে না, সেটা কখনো হবার নয়৷ ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়নের এই পথে চলতে বিশ্বাসী ছিল না৷ তাদের যুক্তিকে ব্রিটিশরা মোটেও সন্তুষ্ট হয়নি৷ তার ফল গণভোট এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্যুতি৷
জার্মানি আর ফ্রান্সের মধ্যে যে চুক্তি হয়েছিল ছয় দশক আগে, তাতে লাভ হয়েছিল দু'পক্ষেরই৷ তাই প্রতিবেশীদের না ক্ষেপিয়ে ঠিকই ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক রক্ষা করে আসছিল জার্মানি৷ প্রথমে ব্রিটিশরা নিজেদের ইউরোপীয় ইউনিয়নের সমর্থক ও অভিভাবক হিসেবেই দেখছিল৷ তবে জার্মানির মত তাদের লক্ষ্য পূরণ হচ্ছিল না৷ তাই ব্রেক্সিট-এর এই ফলাফলের জন্য জার্মানিকে দায়ী করছেন অনেকে৷ ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়নকে কোনো সংকটে ফেলেনি৷ এ সংকট ছিল অনেক আগে থেকেই৷ তাই ইউরোপীয় ইউনিয়নের কর্মকাণ্ড, এর উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে দেশগুলোর জনগণের জানা উচিত৷ বিচ্ছেদের পরও বন্ধুর সাথে ভালো সম্পর্ক রেখেই চলা উচিত, শত্রুতা কোনো পথ নয়৷
এপিবি/ডিজি
ডাহং জাং-এর মতামতের সঙ্গে কি আপনি একমত? আমাদের জানান, লিখুন নীচের ঘরে৷
ব্রিটেনের কাছ থেকে আমরা যা পেয়েছি
সাংস্কৃতিক দিক দিয়ে ব্রিটেন বেশ সমৃদ্ধ৷ শেক্সপিয়ার আর বিটেলস ছাড়াও আরো কয়েকটি দিকের কথা থাকছে এই ছবিঘরে, যা গোটা বিশ্বে ব্রিটেনকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়৷
ছবি: STAFF/AFP/Getty Images
হ্যারি পটার
হ্যারি পটারকে চেনে না গোটা বিশ্বের এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল৷ ব্রিটেনের লেখক জে কে রোওলিং-এর অনবদ্য এই সৃষ্টি শিশু থেকে বৃদ্ধ সবারই মন জয় করেছে৷ হ্যারি পটার সিরিজের অষ্টম বইটি বের হবে আগামী ৩১ জুলাই৷
ছবি: picture-alliance/dpa/dpa-Film Warner
মিনি স্কার্ট
ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার মেরি কোয়ান্ট মেয়েদের পোশাক স্কার্টের নীচের অংশ হাঁটুর উপরে তুলে এনেছেন, আর তাতেই ফ্যাশন জগতে মোটামুটি বিপ্লব ঘটে গেছে৷ ষাটের দশকে বাজারে আসা মিনিস্কার্ট এখনো গ্রীষ্মে পশ্চিমের মেয়েদের অন্যতম পোশাক৷
ছবি: Express/Express/Getty Images
জেমস বন্ড
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিক্রেট এজেন্ট জেমস বন্ড৷ ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং বন্ড সিরিজের প্রথম বইটি লেখেন ১৯৫৩ সালে৷ এরপর থেকে বন্ড চরিত্রে অভিনয় করেছেন অনেক নামি তারকা আর সেসব ছবিতে সুন্দরী নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো৷
ছবি: picture-alliance/dpa
আগাথা ক্রিস্টি
বিশ্বের সবচেয়ে সফল লেখকও ব্রিটেনের৷ ক্রিস্টির বই এখন পর্যন্ত প্রায় চার বিলিয়ন কপি বিক্রি হয়েছে৷ তার অনেক বই থেকে সিনেমাও তৈরি হয়েছে৷
ছবি: picture alliance / empics
কুইন
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রয়েছেন, তবে আরো এক রানী আছে৷ বলছি রক ব্যান্ড কুইনের কথা৷ ব্যান্ডটি গোটা বিশ্বেই পরিচিত৷
ছবি: Getty Images/M. Metcalfe
ফিস অ্যান্ড চিপস
রান্নাবান্নার দিক থেকে ব্রিটেন বিশ্বে খুব একটা নাম করতে পারেনি৷ তাসত্ত্বেও তাদের ফিস অ্যান্ড চিপস মোটামুটি বিশ্বের সর্বত্র পাওয়া যায়৷ তবে ইংলিশ ব্রেকফাস্টের কদরও কম নয়৷
ছবি: Colourbox
চার্লি চ্যাপলিন
বিশ্ব শতকের অন্যতম জনপ্রিয় শিল্পী চার্লি চ্যাপলিন৷ তিনি একজন ব্রিটিশ৷ সেই নির্বাক চলিচ্চিত্রের যুগেই মানুষে মন জয় করেছিলেন চ্যাপলিন৷ এখনো তাঁর জনপ্রিয়তায় ঘাটতি তৈরি হয়নি৷