বুধবার সন্ধ্যা থেকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে ব্রেক্সিট নিয়ে বক্তব্য রেখেছেন৷ তবে আলোচনায় যথেষ্ট অগ্রগতি না হওয়ায় আগামী মাসের নির্ধারিত ইইউ সম্মেলন স্থগিত করা হয়েছে৷
বিজ্ঞাপন
ঐ সম্মেলনে ব্রেক্সিট চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল৷ কিন্তু ব্রিটেন ও ইইউ কর্মকর্তাদের মধ্যে ব্রেক্সিট সংক্রান্ত আলোচনায় এখনো কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় নভেম্বরের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেন ইইউ নেতারা৷
এক বিবৃতিতে তাঁরা বলেন, ব্রেক্সিট আলোচনায় একটি চুক্তিতে পৌঁছার মতো অবস্থা তৈরি হলে তখন আবার শীর্ষ সম্মেলনের সময় নির্ধারণ করা হবে৷
ব্রেক্সিট আলোচনায় আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার সীমানা নিয়ে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি৷
ব্রিটেনের অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে উত্তর আয়ারল্যান্ড৷ আর আয়ারল্যান্ড হচ্ছে আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র এবং তারা ইইউর অন্তর্ভুক্ত৷ ফলে আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কোনো সীমানা হলে সেটিই হবে ব্রিটেনের সঙ্গে ইইউর একমাত্র সীমান্ত৷
কিন্তু ব্রিটেন ও ইইউ কেউই চায় না ব্রেক্সিটের পর আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কোনো প্রাচীর গড়ে উঠুক৷ তবে কীভাবে সেটি সম্ভব হতে পারে তা নিয়েই আলোচনা চলছে৷
নিয়ম অনুযায়ী, আগামী বছরের ২৯ মার্চের পর ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের বের হয়ে যাওয়ার কথা৷ তবে সেই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সময় নির্ধারণ করা হয়েছে৷ এর মধ্যে ইইউ ও ব্রিটেনের মধ্যে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা সম্পন্ন হওয়ার কথা৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স)
ব্রেক্সিটের বিরুদ্ধে হাজার কুকুরের প্রতিবাদ
যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বন্ধের দাবিতে প্রায় এক হাজার কুকুর নিয়ে লন্ডনে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা হয়েছে৷ ‘উফেরেনডাম’ নামের এই ক্যাম্পেইনের আয়োজকরা বলছেন, তারা ইইউ ছাড়লে পশুরাও ক্ষতিগ্রস্ত হবে৷
ছবি: Reuters/H. Nicholls
ইউরোপের নাগরিক
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে নিজেদের সম্পর্কের গভীরতা বোঝাতে ‘ইউরোপের নাগরিক’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে পাশে নিজের কুকুরটাকে ধরে আছেন একজন বিক্ষোভকারী৷
ছবি: Reuters/H. Nicholls
‘ঘেউ ঘেউ’ করছে ব্রেক্সিট
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে বিদ্রুপাত্মক নানা প্ল্যাকার্ড দেখা যায় লন্ডনে কুকুর নিয়ে পদযাত্রায়৷ একটি কুকুরের গলার সঙ্গে বেঁধে রাখা প্ল্যাকার্ডে লেখা ‘ব্রেক্সিট ঘেউ ঘেউ করছে’৷
ছবি: Reuters/H. Nicholls
‘ভুগবে’ গৃহপালিত পশু
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে পশু চিকিৎসক ও গৃহপালিত পশুর খাবারের সংকট দেখা দেবে– এই যুক্তি দেখিয়ে তার বিরোধিতা করেন বিক্ষোভকারীরা৷
ছবি: Reuters/H. Nicholls
‘উন্মাদ’
ব্রেক্সিটে নিজেদের ক্ষতির বিষয়গুলো তুলে ধরে এর পক্ষের তৎপরতাকে উন্মাদের কার্যকলাপ আখ্যায়িত করা হয় এই কর্মসূচিতে৷
ছবি: Reuters/H. Nicholls
মূত্রখানা
যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা, সেই সিদ্ধান্ত নিতে ২০১৬ সালে গণভোটের প্রচারে ব্রেক্সিটের পক্ষে অবস্থান নেওয়া রাজনীতিকসহ প্রভাবশালী ব্যক্তিদের ধিক্কার জানানো হয় এই পদযাত্রায়৷ যাত্রাপথে বিভিন্ন জায়গায় অস্থায়ী ‘পি স্টেশন’ বানানো হয় ব্রেক্সিট সমর্থকদের ছবি রেখে, সেখানে কুকুরগুলোকে মূত্র ত্যাগে উৎসাহিত করা হয়৷
ছবি: Imago/Pacific Press Agency/L. Wateridge
ধিক্কার ফারাজে-বরিসকে
গণভোট সামনে রেখে ব্রেক্সিটের পক্ষের শিবিরে সবচেয়ে আলোচিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির নেতা নাইজেল ফারাজে৷ এই দুজনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্রেক্সিট সমর্থকের ছবি উপর কুকুরগুলোকে প্রস্রাব করিয়ে ধিক্কার জানানো হয় তাঁদের৷
ছবি: Imago/Pacific Press Agency/L. Wateridge
‘বন্ধ কর’ ব্রেক্সিট
ব্রেক্সিট প্রক্রিয়া বন্ধ করতে দ্বিতীয় গণভোটের দাবি সম্বলিত প্ল্যাকার্ড লাগানো হয় কুকুরের শরীরে৷
ছবি: Reuters/H. Nicholls
অস্তিত্বে ইইউ
সমগ্র অস্তিত্বজুড়ে ইউরোপীয় ইউনিয়ন-এই বার্তা দিতেই নিজের ও প্রিয় কুকুরের শরীরজুড়ে জড়ানো হয়েছে ইইউ’র পতাকা৷
ছবি: Reuters/H. Nicholls
এক কাতারে নানা শ্রেণি-পেশা
লন্ডনে ব্রেক্সিটবিরোধী এই বিক্ষোভে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নামেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ কর্মসূচির মধ্যে কুকুর কোলে অ্যালেস্টার ক্যাম্পবেল, যিনি সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কমিউনিকেশনস অ্যান্ড স্ট্র্যাটেজি বিভাগের পরিচালক ছিলেন৷