1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট ইস্যুতে সংসদের সিদ্ধান্তই চূড়ান্ত!

১৪ ডিসেম্বর ২০১৭

ব্রেক্সিটের ভবিষ্যত কী হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাজ্যের সংসদের সিদ্ধান্তের উপরে৷  ইউরোপীয় নেতাদের সাথে বেক্সিট নিয়ে আলোচনা শুরুর একদিন আগে যুক্তরাজ্যের সংসদে এ সংক্রান্ত বিল পাশ হলো৷

প্রতীকী ছবি
ছবি: Getty Images/AFP/D. Leal-Olivas

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বিলটি পাশ হয়, যার মাধ্যমে ‘ব্রেক্সিট' নিয়ে সরকারের যে কোনো অবস্থান গ্রহণ বা বর্জন করার অধিকার অর্জন করলো সংসদ৷ ক্ষমতাসীন রক্ষণশীল দলের ১১ জন সংসদ সদস্যের বিদ্রোহের মুখে এ যাত্রা হার হলো টেরেসা মে-র৷ ভোটে এ বিলের পক্ষে ভোট পড়ে ৩০৯টি, অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে ৩০৫টি৷ এই ভোটের মাধ্যমে ব্রাসেলসের সঙ্গে চূড়ান্ত ব্রেক্সিট চুক্তির ওপর ভোট গ্রহণের ক্ষেত্রে সংসদ আইনি বৈধতা পেল৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে-র জন্য ব্রেক্সিট ইস্যুতে এ সিদ্ধান্ত এক বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে৷ইইউ থেকে বেরিয়ে আসার এ সিদ্ধান্তে সংসদের কর্তৃত্ব অর্জনকে স্বাগত জানিয়ে লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, ‘‘ইউরোপিয়ান কাউন্সিলের মিটিংয়ের আগে সরকারের এ ক্ষমতা হারানো এক লজ্জাজনক পরাজয়৷ টেরেসা মে গণতান্ত্রিক জবাবদিহিতায় বাধা দিচ্ছিলেন৷'' অন্যদিকে লেবার পার্টির এমপি কেইর স্টার্মার বলেন, এর ফলে যুক্তরাজ্যের ভবিষ্যত এককভাবে কেবল সরকারের উপর ন্যস্ত থাকবে না৷

তবে সরকারের এক মুখপাত্র জানান, যদিও এ ভোটের ফলাফল ব্রিটিশ মধ্যস্তাকারীদের হতাশ করেছে, তবে এর ফলে ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে আসার জন্য প্রয়োজনীয় আইনি প্রস্তুতি বাধাগ্রস্থ হবে না৷

এদিকে ইউরোপিয়ান সংসদ ব্রেক্সিট আলোচনার পরবর্তী ধাপ শুরুর পক্ষে ভোট দিয়েছে৷ তবে যুক্তরাজ্যকে একটি সম্পূর্ণ ও বিশ্বাসযোগ্য চুক্তি করার বিষয়ে আবারো সতর্ক করেছে ইইউ৷ একই সাথে ব্রিটিশ ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিসের সমালোচনা করে বলা হয়, তাঁর সাম্প্রতিক মন্তব্য পুরো প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলছে৷

গত সপ্তাহে ডেভিড ডেভিস বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রাসেলসের সাথে যুক্তরাজ্যের চুক্তিকে ‘স্টেটমেন্ট অফ ইনটেন্ট' বলে অভিহিত করে বলেছিলেন, এটি কার্যকর করার বাধ্যবাধকতা নেই৷ এছাড়াও, নতুন বাণিজ্য চুক্তি অনুযায়ী ফল না মিললে ইইউকে ৪৭ থেকে ৫২ বিলিয়ন ইউএস ডলার ডিভোর্স বিল হিসেবে দেবে না ব্রিটেন, এমন মন্তব্যেও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ইইউ৷

আরএন/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ