1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রেক্সিট' ইস্যুতে ব্রিটেন-ইইউ

৩ ফেব্রুয়ারি ২০১৬

ইইউ-তে ব্রিটেন থাকবে কিনা এই প্রশ্নের হয়ত খুব তাড়াতাড়িই মীমাংসা হয়ে যাবে৷ ব্রিটেনের গুরুত্বপূর্ণ কিছু দাবিতে সম্মতির ইঙ্গিত দিয়েছে ইইউ৷ এ পর্যায়ে ডেভিড ক্যামেরন মনে করছেন, পুরো বিষয়টি এখন সুষ্ঠু সুরাহার দিকেই এগোচ্ছে৷

Symbolbild EU Großbritannien
ছবি: picture-alliance/ EPA/A. Rain

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের ‘এক্সিট', অর্থাৎ ব্রিটেন ইইউ বেরিয়ে যাবে, নাকি থাকবে – এ নিয়েই চাপানউতোর চলছে গত কয়েক বছর ধরে৷ ইইউ-তে ব্রিটেনের অস্তিত্ব রক্ষা নিয়ে দেখা দেয়া এই জটিলতার নাম হয়ে গেছে ‘ব্রেক্সিট'৷ অবশেষে এ ইস্যুতে ব্রিটেন এবং ইইউ-র অবস্থান অনেক স্পষ্ট হয়েছে, একই জোটের ভেতরে গড়ে ওঠা দূরত্বও ঘুচে যাওয়ার সম্ভাবনা জেগেছে৷

ইইউ প্রধান জঁ ক্লদ ইয়ুংকার বলেছেন, ‘‘ব্রিটেন যে প্রস্তাব দিয়েছে তা ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৭ সদস্য দেশের জন্যও ভালো৷ প্রস্তাবগুলো ইউরোপীয় সংসদের জন্যও ভালো৷''

এর আগে ইউরোপীয় কমিশনের সভাপতি ডোনাল্ড টুস্কের সঙ্গে বৈঠকে ইউরোপীয় জোটে থাকার শর্ত হিসেবে ব্রিটেনের পক্ষ থেকে কিছু প্রস্তাব তুলে ধরেন ডেভিড ক্যামেরন৷ ইইউ অভিবাসীদের কল্যাণ ভাতা মাত্রা নির্ধারণের বিষয়টিও ছিল সেখানে৷ ইইউ ‘ইমার্জেন্সি ব্রেক', অর্থাৎ জরুরি ব্যবস্থা হিসেবে এমন নিয়ন্ত্রণ পরিকল্পনায় ব্রিটেনকে সবুজ সংকেত দিয়েছে৷

বুধবার ইইউ প্রধান ইয়ুংকার জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড টুস্ক ব্রিটেনের পক্ষ থেকে তোলা দাবিগুলো নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ২৮টি সদস্য দেশের নির্বাহীদের সঙ্গে আলোচনা করেছেন৷ সদস্য দেশগুলো তাতে সম্মতি দিয়েছে বলেও জানিয়েছেন তিনি৷

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা – এ নিয়ে সে দেশে গণভোট হবে৷ ২০১৭ সালের শেষ দিকে অনুষ্ঠেয় গণভোটের আগে ইউরোপীয় ইউনিয়নে নিজের অবস্থান সুস্পষ্ট ও সুদৃঢ় করতে চায় ব্রিটেন৷ এ মুহূর্তে ব্রিটিশ ভোটারদের বড় একটি অংশ মনে করে, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়নে থাকা উচিত নয়৷

এসিবি/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ