1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ব্রেক্সিট'-এর বিপক্ষে ওবামা!

২২ এপ্রিল ২০১৬

ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা – তা নিয়ে ২৩ জুন একটি গণভোট অনুষ্ঠিত হবে৷ তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইইউ-তে ব্রিটেনের থাকার পক্ষেই তাঁর শক্ত অবস্থানের কথা জানিয়েছেন৷

লন্ডনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
ছবি: picture alliance/dpa/H. Mckay

ব্রিটেন সফররত ওবামার একটি প্রবন্ধ শুক্রবার ‘দ্য ডেইলি টেলিগ্রাফ' পত্রিকায় প্রকাশিত হয়েছে৷ সেখানে তিনি বলেন, ‘‘ইইউ-র সদস্যপদ ব্রিটেনের বৈশ্বিক প্রভাব বাড়িয়েছে এবং ঐ সদস্যপদ দেশটির বৈশ্বিক প্রভাবের জন্য হুমকি নয়৷'' ওবামা বলেন, ব্রিটেন ইইউ-তে থাকবে কিনা – সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার শুধু ব্রিটিশ নাগরিকদেরই রয়েছে, তবে ব্রিটেনের ইইউ সদস্যপদের প্রতি যুক্তরাষ্ট্রের ‘গভীর আগ্রহ' রয়েছে৷

ওবামার এমন বক্তব্যকে ব্রিটেনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করছেন ব্রেক্সিটের পক্ষের নেতারা৷ ব্রিটেনের ইইউ-বিরোধী রাজনৈতিক দল ইন্ডিপেন্ডেন্টস পার্টির নেতা নাইজেল ফারাজে বলেছেন, ওবামার এই ব্যাপারে ‘জড়ানো ঠিক নয়'৷ সাবেক মন্ত্রী ইয়ান ডানকান স্মিথ বলেন, তিনি বুঝতে পারছেন না একজন মার্কিন নেতার এই ব্যাপারে জড়িত হওয়া কীভাবে ‘যুক্তিসঙ্গত' হতে পারে৷ এছাড়া প্রায় ১০০ জন ব্রিটিশ সাংসদ তাঁদের অসন্তোষের বিষয়টি লন্ডনের মার্কিন রাষ্ট্রদূতকে লিখিতভাবে জানিয়েছেন৷

ব্রিটেন থেকে ওবামা রবিবার জার্মানিতে আসবেন৷ এখানে তিনি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ অন্যান্য ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন৷

জার্মানির সবচেয়ে বড় অলাভজনক সংস্থা ‘ব্যার্টেলসমান ফাউন্ডেশন' সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, ব্রিটেন ইইউ থেকে বেরিয়ে গেলে তাদের অর্থনীতি ৩০০ বিলিয়ন ইউরো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হতে পারে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

আপনি কি ব্রেক্সিট, মানে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ