1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রিটেনে অনিশ্চয়তা

২৮ জুন ২০১৬

গণভোটের পরেও ব্রিটেন ইইউ ত্যাগ করার কোনো লক্ষণ দেখাচ্ছে না৷ এমন অনিশ্চয়তার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সে দেশের অর্থনীতি৷ বিদায়ী প্রধানমন্ত্রী ক্যামেরন মঙ্গলবার ইইউ নেতাদের সামনে তাঁর অবস্থান তুলে ধরবেন৷

ব্রেক্সিট
ছবি: Reuters/R. Boyce

UK financial service companies worried about Brexit

02:30

This browser does not support the video element.

জয়ের বিড়ম্বনা যে এত কঠিন, তা যদি আগে জানা থাকতো! ব্রেক্সিট শিবিরের দুই শীর্ষ নেতা বরিস জনসন ও নাইজেল ফারাজ জয়ের আনন্দে মাতোয়ারা হবার বদলে বিভ্রান্তি ও হতাশার মধ্যে ডুবে গেছেন৷

বিদায়ী প্রধানমন্ত্রী জেমস ক্যামেরন মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে গিয়ে প্রবল চাপের মুখে পড়তে চলেছেন৷

চরম অনিশ্চয়তার ফলে ব্রিটেনের আর্থিক ও অর্থনৈতিক ভীত এর মধ্যেই প্রশ্নের মুখে পড়েছে৷ রেটিং এজেন্সি-গুলি ব্রিটেনের অবস্থানের অবনতির আশঙ্কা করছে৷

অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্রিটেনে কার্যকলাপ কমিয়ে আনা অথবা পুরোপুরি পাততাড়ি গোটানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে৷ বিশেষ করে যে সব বিদেশি কোম্পানি ব্রিটেন থেকে ইইউ দেশগুলিতে তাদের কার্যকলাপ চালিয়ে এসেছে, বর্তমান পরিস্থিতিতে তারা চাপের মুখে পড়ছে৷ পুঁজিবাজারে দরপতন অব্যাহত রয়েছে৷

সবার মনে আপাতত একটাই মূল প্রশ্ন৷ গণভোটের রায় মেনে নিয়ে ব্রিটেনের সরকার কত দ্রুত আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বিদায়ের সিদ্ধান্ত নেবে? অর্থাৎ ইইউ চুক্তির ‘আর্টিকেল ৫০' অনুযায়ী বিদায়ের ঘোষণা করবে৷ এর পর দুই বছরের মধ্যে বিদায়ের প্রক্রিয়া ও ইইউ-র সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা স্থির করার কথা৷

এই কাজে বিলম্ব হলে বাকি ২৭টি দেশের সম্মতিতে আলোচনার মেয়াদও বাড়ানো সম্ভব৷ ইইউ ব্রিটেনের উপর দ্রুত এই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবার জন্য জোর দিচ্ছে, যাতে বর্তমান অনিশ্চয়তা যতটা সম্ভব কাটানো যায়৷ কিন্তু নেতৃত্বহীন ব্রিটেন এ বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছে না৷ এমনকি কিছু মহলে প্রশ্ন উঠছে, ব্রিটেন আদৌ এই পদক্ষেপ নেবে কিনা৷ অর্থাৎ গণভোটের রায় উপেক্ষা করে শেষ পর্যন্ত ইইউ-তেই থেকে যাবে কিনা৷ দ্বিতীয় গণভোটের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে৷

সোমবার বার্লিনে জার্মানি, ফ্রান্স ও ইটালির শীর্ষ নেতারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ব্রিটেন বিদায়ের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করার আগে সে দেশের সঙ্গে ইইউ-র ভবিষ্যৎ সম্পর্কে কোনো আলোচনা সম্ভব নয়৷ তাঁরা ব্রিটেনের উদ্দেশ্যে অবিলম্বে এই প্রক্রিয়া শুরু করার ডাক দিয়েছেন৷

এসবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ