1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কেউ জানে না, কী ঘটবে'

২২ জুন ২০১৬

কথাটি বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন স্বয়ং৷ সর্বশেষ জরিপ অনুযায়ী নাকি ‘থাকো' শিবির ৫১ শতাংশ ভোট পেতে চলেছে, তবে ‘ছাড়ো' শিবির এখনও আশা ছাড়েনি৷

ছবি: Getty Images/AFP/D. Leal-Olivas

‘লিভ' আর ‘রিমেইন' ক্যাম্পের নেতারা সারা যুক্তরাজ্য চষে বেড়াচ্ছেন শেষ মুহূর্ত পর্যন্ত৷ ‘‘ফলাফল যাই হোক, তা হবে চূড়ান্ত, বলে আমার ধারণা'', ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন ক্যামেরন, ‘‘ব্রিটেন আবার এই অভিজ্ঞতা করতে চাইবে না৷''

‘‘ব্রিটিশ ডোন্ট কুইট'', ব্রিটিশরা হাল ছাড়ে না, বলেছেন ক্যামেরন ব্রেক্সিটের বিরুদ্ধে তাঁর একটি বিরল টেলিভিশন আবেদনে৷

মঙ্গলবার সন্ধ্যায় ইইউ গণভোট সংক্রান্ত ‘গ্রেট ডিবেট' টেলিভিশনে সম্প্রচারিত হয়৷ সাড়ে বারো হাজার দর্শক ধরার মতো ওয়েম্বলে অ্যারেনায় অনুষ্ঠিত ও বিবিসি-র আয়োজিত প্রকাশ্য বিতর্কে ‘থাকো' ও ‘ছাড়ো' পক্ষের হয়ে লন্ডনের বর্তমান মেয়র সাদিক খান ও সাবেক মেয়র বরিস জনসন পরস্পরের মুখোমুখি হন৷

সাদিক খান ‘লিভ' ক্যাম্পেইনের বিরুদ্ধে মিথ্যাচার ও আশঙ্কা সৃষ্টির অভিযোগ করেন৷ জনসন ব্রিটেনের সার্বভৌমত্বের ধুয়ো তুলে মন্তব্য করেন যে, ‘‘বৃহস্পতিবার আমাদের দেশের স্বাধীনতা দিবস হতে পারে৷'' এ মন্তব্যে উপস্থিত জনতা উঠে দাঁড়িয়ে করতালি দেয়৷

সাদিক খান ‘ছাড়ো' শিবিরের প্রচারণাকে ‘প্রোজেক্ট হেট' অর্থাৎ ‘বিদ্বেষ প্রকল্প' বলে অভিহিত করে: এই অভিযানের ফলে ব্রিটেনে বহিরাগতদের প্রতি বিরূপতা বাড়ছে, বলে তাঁর অভিযোগ৷ উভয় পক্ষের প্রচার অভিযানে অর্থনীতি ও রাজনীতিকে গুরুত্ব দেওয়া হলেও, একমাত্র ‘ভোগ' ফ্যাশন ম্যাগাজিন স্মরণ করিয়ে দেওয়া চেষ্টা করেছে যে, ব্রেক্সিট বস্তুত একটি ‘ইমোশনাল ইস্যু' বা আবেগ-অনুভূতিপূর্ণ বিষয়৷

অপরদিকে উত্তর ফ্রান্সের বিভিন্ন শহরে যে অসংখ্য ব্রিটিশ নাগরিক বাস করেন, তারা ভাবছেন তাদের অবসরভাতা, স্বাস্থ্যবীমা ও নিরাপত্তার কথা৷

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ