1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট সংকটের সমাধানে ইইউ ও ব্রিটেনের উদ্যোগ

১৩ অক্টোবর ২০২১

উত্তর আয়ারল্যান্ডকে ঘিরে সংঘাত মেটাতে ব্রিটেন ও ইইউ কূটনৈতিক উদ্যোগ চালাচ্ছে৷ তবে দুই পক্ষের মধ্যে মৌলিক মতপার্থক্য দূর হবার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ৷ বুধবার ইইউ কিছু প্রস্তাব পেশ করছে৷

Großbritannien Brexit David Frost
ছবি: Virginia Mayo/AP Photo/picture alliance

ব্রেক্সিটের পরেও উত্তর আয়ারল্যান্ডকে কেন্দ্র করে চরম সংঘাত এড়াতে শেষ চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন৷ ব্রেক্সিট চুক্তির অন্তর্গত নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকল  অনুযায়ী আইরিশ প্রজাতন্ত্র ও ব্রিটেনের এই প্রদেশের মধ্যে স্থলসীমানায় নিয়ন্ত্রণ এড়াতে যে ব্যবস্থা চালু হয়েছে, তার ফলে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের বাকি অংশের মধ্যে পণ্য চলাচলে সমস্যা দেখা দিচ্ছে৷ কারণ বিচ্ছেদের পরেও সেই প্রদেশ কার্যত ইউরোপীয় ইউনিয়নের একক বাজার ও শুল্কমুক্ত এলাকার মধ্যেই থেকে গেছে৷ ঘুরপথে ব্রিটেন থেকে ইউরোপীয় ইউনিয়নে শুল্কমুক্ত পণ্য সরবরাহ প্রতিরোধ করতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল৷

ব্রিটেনের সরকার ও সংসদ সেই ব্যবস্থা মেনে নিলেও এখন নিয়ম পরিবর্তনের দাবি জানাচ্ছে৷ এমনকি জরুরি প্রক্রিয়ার মাধ্যমে একতরফাভাবে চুক্তির অংশবিশেষ লঙ্ঘন করার হুমকিও দিচ্ছে বরিস জনসনের সরকার৷ এমনটা ঘটলে ইইউ ব্রিটেনের উপর শাস্তিমূলক শুল্ক চাপিয়ে পালটা পদক্ষেপ নিতে পারে৷

এমনই প্রেক্ষাপটে ব্রিটেন মঙ্গলবার ব্রাসেলসের কাছে নতুন এক আইনি খসড়া পাঠিয়েছে৷ তাতে উত্তর আয়ারল্যান্ডে বাণিজ্য সংক্রান্ত নিয়ম পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে৷ ব্রিটেনের ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ফ্রস্ট পর্তুগালের রাজধানী লিসবনে এক ভাষণে দাবি করেন, যে তার দেশ নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকলের ভিত্তিতেই নতুন প্রস্তাব পেশ করেছে৷ ইইউ সেই পরিবর্তন মেনে নিলে গোটা ব্যবস্থার স্থায়িত্ব মজবুত হবে৷

ব্রিটেনের প্রস্তাব অনুযায়ী উত্তর আয়ারল্যান্ড ও ব্রিটেনের বাকি অংশের মধ্যে আবার পণ্যের অবাধ চলাচল সম্ভব করতে হবে এবং সেখানে বাণিজ্য সংক্রান্ত বিরোধ মেটাতে ইউরোপীয় আদালতের এক্তিয়ার বাতিল করতে হবে৷ ইইউ-র পক্ষে এমন প্রস্তাব মেনে নেওয়া অসম্ভব বলে মনে করছেন ব্রাসেলসের কূটনীতিক মহল৷ ইইউ কমিশনের ভাইস প্রেসিডেন্ট ও ব্রেক্সিটের দায়িত্বপ্রাপ্ত দূত মারোস সেফকোভিচ বুধবারই একটি সমাধানসূত্র পেশ করতে চলেছেন৷ এর আওতায় বর্তমান কাঠামো অটুট রেখেই ব্রিটেনের মধ্যে পণ্য চলাচল আরও সহজ করতে নির্দিষ্ট কিছু পদক্ষেপের প্রস্তাব রাখা হবে বলে শোনা যাচ্ছে৷ বিশেষ করে খাদ্য ও ওষুধপত্রের ক্ষেত্রে এমনকি আরও ছাড় দিতে পারে ব্রাসেলস৷

সংঘাত এড়াতে দুই পক্ষের প্রস্তাব নিয়েই সংশয় রয়েছে৷ ইইউ ব্রেক্সিট চুক্তির কোনো অংশের মৌলিক পরিবর্তন করতে প্রস্তুত নয়৷ অন্যদিকে ব্রিটেন অবাধ অভ্যন্তরীণ বাণিজ্যের দাবিতে অটল৷ তারা নর্দার্ন আয়ারল্যান্ড প্রোটোকলের আমূল সংস্কারের জন্য চাপ বাড়িয়ে চলেছে৷

এসবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ