1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক ছাড়া সাইকেল চালিয়ে দুর্ঘটনা

৫ মে ২০১৭

নিউ ইয়র্ক সিটিতে চলছিল বাইসাইকেল রেস৷ একের পর এক সাইকেল এগিয়ে যাচ্ছে রেসিং ট্র্যাক ধরে৷ উপস্থিত দর্শকরা তার ভিডিও করছিলেন৷ কিন্তু হঠাৎ ঘটলো এক দুর্ঘটনা৷

Südafrika Cycle Challenge Mandela Bridge in Johannesburg
ছবি: picture-alliance/dpa/K. Ludbrook

বলছি ব্রুকলিনের সাইকেল প্রতিযোগিতার কথা৷ প্রতিবছর শ’খানেক নারী-পুরুষ এই রেসে অংশ নেন৷ শনিবার সেই রেসও চলছিল মসৃণভাবে৷

কিন্তু হঠাৎই দুর্ঘটনায় পড়েন এক সাইকেল চালক৷ কোনো কারণে সাইকেল থেকে পড়ে যান তিনি৷ ওমা, এরপর তার পেছনে থাকা বেশ কয়েকজন সাইকেল আরোহী একের পর এক ধাক্কা খেতে খেতে পড়ে যান৷ অবস্থা এমন যে, রেসিং ট্র্যাকের একপাশে থাকা বেড়াও কিছুটা ভেতরে চলে যায় একজন প্রচণ্ড জোরে তাতে ধাক্কা খাওয়ায়৷

আসলে এই প্রতিযোগিতায় ব্যবহার করা হয় ফিক্সড গিয়ার সাইকেল, যেগুলোতে কোনো ব্রেক নেই৷ এমন সাইকেলের প্রতিযোগিতায় তাই একটু অসতর্ক হলে দুর্ঘটনা নিশ্চিত৷ যদিও আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার সাইকেলগুলো যাতে স্লিপ না করে সেজন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন তারা৷ ট্র্যাকে যোগ করা হয়েছিল পিচ্ছিলতা প্রতিরোধক ব্যবস্থা৷

কিন্তু তাতে কি আর শেষ রক্ষা হলো! দুর্ঘটনা ঘটেছেই৷ তবে ঠিক কতজন, কতটা আহত হয়েছেন তা এখনো পুরোপুরি জানা যায়নি৷ আর সেই রাতের রেস দুর্ঘটনায় কিছুটা থমকে গেলেও পরবর্তীতে শেষ করা হয়েছিল৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ