1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেগায় ন্যাটোর হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ

২৬ জুন ২০১১

লিবিয়ার ব্রেগা শহরে গাদ্দাফির সেনাদের একটি আস্তানায় হামলা চালিয়েছে ন্যাটো৷ সামরিক জোটটি জানিয়েছে, এই আস্তানায় অস্ত্র ও সামরিক যান জমা করছিল সেনারা৷ লিবিয়া সরকারের দাবি, ন্যাটোর হামলায় প্রাণ হারায় ১৫ বেসামরিক নাগরিক৷

A Libyan rebel fighter, with one of his eye bandaged, flashes a victory sign in Ajdabia, Libya, Friday, April 8, 2011. Rebel fighters sent scouts Friday toward the contested oil port of Brega to seek clues on whether pro-government forces took advantage of a mistaken NATO airstrike that pounded opposition tanks and sent survivors into retreat. (Foto:Altaf Qadri/AP/dapd)
আজদাবিয়া শহরে অবস্থানরত এক বিদ্রোহী সেনাছবি: dapd

ব্রেগায় বিমান হামলা

একাধিক সংবাদসংস্থার তথ্য অনুযায়ী, ব্রেগা শহরে গাদ্দাফির সেনাদের একটি আস্তানায় শুক্রবার গভীর রাতে বিমান হামলা চালায় ন্যাটো৷ সেখানে সেনা উপস্থিতির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে এই হামলায় অংশ নেয় ন্যাটো৷ এই বিষয়ে সামরিক জোটটির এক কর্মকর্তা জানান, যে ভবনটিতে হামলা চালানো হয়েছে সেটিতে গাদ্দাফির সেনারা অবস্থান করছিল৷ সেখান থেকে আজদাবিয়া শহরে সামরিক অভিযান পরিচালনা করছিল সরকারি সেনারা৷ কিন্তু লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ব্রেগায় ন্যাটোর বিমান হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছে৷ সেদেশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, এই এলাকায় শুক্রবার ন্যাটোর আরেকটি হামলায় প্রাণ হারায় পাঁচ বেসামরিক নাগরিক৷

ন্যাটোর বক্তব্য

ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, এই বিমান হামলায় বেসামরিক নাগরিক হতাহতের কোন ইঙ্গিত তারা পায়নি৷ তাছাড়া বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে সম্ভাব্য সকল চেষ্টাই করছে ন্যাটো, বলে জানান তিনি৷ বলাবাহুল্য, লিবিয়ার সরকার দাবি করেছে, গত তিনমাসে ন্যাটোর বিমান হামলা সেদেশে সাতশত'র বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে৷ তবে এই বিশাল হতাহতের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ প্রকাশ করতে সক্ষম হয়নি লিবিয়ার প্রশাসন৷ ন্যাটো শুধুমাত্র গত সপ্তাহে ত্রিপোলিতে বিমান হামলায় বেসামরিক প্রাণহানির কথা স্বীকার করেছে৷

লিবিয়া অভিযানে হেলিকপ্টারও ব্যবহার করছে ন্যাটোছবি: picture alliance/dpa

ত্রিপোলিতে বিস্ফোরণ

শনিবার রাতেও ত্রিপোলিতে কমপক্ষে চারটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে৷ সেখানে অবস্থানরত বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদক জানিয়েছেন এই তথ্য৷ লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনও দাবি করেছে, ত্রিপোলির খালাত আল ফারজান এলাকায় সরকারি ভবনে হামলা চালিয়েছে ন্যাটো'র জঙ্গি বিমান৷ শনিবার মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে বলেই খবর৷

আলোচনার উদ্যোগ

সেদেশের বিদ্রোহীদের এক শীর্ষ নেতা জানিয়েছেন, রাজনৈতিক সমঝোতায় রাজি তারা৷ তবে সেই আলোচনার অন্যতম শর্ত হচ্ছে, গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরে যেতে হবে৷ অবশ্য গাদ্দাফি এখনো এমন আলোচনায় সম্মত হননি৷ বরং সর্বশেষ বিবৃতিতে গাদ্দাফি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ