1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২০ জানুয়ারি ২০১৩

পয়েন্টের তালিকায় বায়ার্নের থেকে অনেক পিছিয়ে তারা৷ ব্যবধান এতো বেশি যে এই মৌসুমে শিরোপা জয়ের আশা প্রায় পুরোটাই ছেড়ে দিয়েছেন ডর্টমুন্ডের কোচ৷ কিন্তু তাই বলে কি খেলার আগ্রহ কমে যাবে?

ছবি: picture-alliance/dpa

মোটেই না৷ টানা দু'বার বুন্ডেসলিগা শিরোপা জয়ী বোরুসিয়া ডর্টমুন্ড তাই শনিবার রাতটা নিজেদের করে নিল৷ শীতকালীন ছুটির পর প্রথম ম্যাচেই বাজিমাত৷ ব্রেমেনকে তারা হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে৷

নিজেদের মাঠে ব্রেমেন অবশ্য শুরুটা ভালো করেছিল৷ গোল না পেলেও তৈরি করছিল সম্ভাবনা৷ কিন্তু তখনই পাল্টা আঘাত৷ নয় মিনিটে বিতর্কিত এক ফ্রি-কিক থেকে চমৎকার গোল করেন ডর্টমুন্ডের মার্কো রয়েস৷ তাঁর অসাধারণ শট কার্যত ডর্টমুন্ডের খেলোয়াড়দের আত্মবিশ্বাসের স্বাক্ষ্য বহন করছিল৷

খেলার ২০ মিনিটে আবারো আঘাত হানেন চ্যাম্পিয়নরা৷ প্রতিপক্ষের পেনাল্টি বক্সের বাইরে সুযোগের অপেক্ষায় ছিলেন মারিও গোয়েৎসে৷ বল পায়ে আসতেই হালকা শট৷ ব্রেমেনের গেব্রে সেলাসি চেষ্টা করেছিলেন রুখতে৷ কিন্তু বল তাঁর পা ছুঁয়ে চলে যায় গোলে৷

গেল করার পর মারিও গোয়েৎসের উল্লাসছবি: dapd

খেলার দ্বিতীয়ার্ধে আবারো আক্রমণে যায় ডর্টমুন্ড৷ যদিও বিরতিতে খেলোয়াড়দের মনোবল চাঙ্গা করার চেষ্টা করেছিলেন ব্রেমেন কোচ কিন্তু মাঠে কার্যত অসহায় অবস্থায় পড়ে যায় সেদল৷ দ্বিতীয়ার্ধের তিন মিনিটের মাথায় তাই চমৎকার হেডে প্রতিপক্ষের গোলে বল পাঠিয়ে দেন ফেলিপে সান্তানা৷ ভাঙা নাক বাঁচাতে তিনি আবার খেলছিলেন বিশেষ মাস্ক পরে৷

যখন মনে হচ্ছিল, খেলা বুঝি ৩-০ গোলে শেষ হবে, তখন আবারো ডর্টমুন্ডের আঘাত৷ এবার একেবারে দলগত চেষ্টায় গোল করেন লুকাস পিসেক৷ ৮১ মিনিটের এই গোলের পরও অবশ্য চমক বাকি ছিল৷ রেয়াল মাদ্রিদ আর লিভারপুল ছেড়ে ব্যর্থ মনে ঘরে ফেরা নুরি সাহিন চমকটা দেখালেন শেষ বেলায়৷ ডর্টমুন্ডের এই তারকা দলের হয়ে পঞ্চম গোলটি করেন৷

এতো বড় জয়ের পরও ডর্টমুন্ডের বায়ার্ন মিউনিখের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১২ পয়েন্ট৷ বুন্ডেসলিগা তালিকায় দ্বিতীয় ঘরে থাকা লেভারকুজেনের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্ট৷

এআই / এসি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ