1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেমেনের বিরুদ্ধে শোয়ান্সটাইগারের চমক

২৭ অক্টোবর ২০১০

জার্মান কাপের গত ফাইনালে ভেরডার ব্রেমেনকে এক হালি গোল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বায়ার্ন মিউনিখ৷ এবার রাউন্ড পর্যায়েই তাদের হারালো লুইস ফান গালের দল৷ তবে এবার জয় পেতে বেশ ঘাম ঝরাতে হল তাদের৷

Bayern München gegen Werder Bremen
গোল করার পর শোয়ান্সটাইগারছবি: AP

এই নিয়ে নিজেদের মাঠে অনুষ্ঠিত জার্মান কাপের টানা ২৪ টি ম্যাচে অপরাজিত বায়ার্ন মিউনিখ৷ মঙ্গলবারের ম্যাচটিতে অবশ্য শুরুতেই গোল খেয়ে গিয়েছিল তারা৷ খেলার মাত্র দুই মিনিটের মাথায় ভেরডার ব্রেমেনের ক্লডিও পিজ্জারিও গোল করে বায়ার্ন সমর্থকদের চমকে দেন৷ তবে এদিন বায়ার্নের ত্রাণকর্তা ছিলেন বাস্টিয়ান শোয়ান্সটাইগার৷ গোল শোধের পাশাপাশি জয়সূচক গোলটিও এসেছে তার পা থেকে৷ ২৭ মিনিটের সময় তিনি গোল শোধ করেন৷ তবে ৭৪ মিনিটের মাথায় ৩০ মিটার দূর থেকে দুর্দান্ত শটে যে গোলটি করেন শোয়ান্সটাইগার তা ছিল দেখার মত৷ যদিও খেলা শেষে গোলটির ব্যাপারে তাঁর মন্তব্য ছিল এমন, আমাকে গোলটি করতেই হতো৷ অন্যদিকে কোচ ফান গাল জানান, যে দলের অনেক খেলোয়াড় চোটের কারণে বাইরে থাকার পরও এমন জয় দারুণ ব্যাপার৷ এই জয়ের ফলে জার্মান কাপের সেরা ১৬ তে জায়গা করে নিল বায়ার্ন মিউনিখ৷

ভোল্ফসবুর্গের পেটার পেকারিকের প্রথম গোলছবি: picture alliance/dpa

এদিকে বায়ার্নের পাশে আরও জায়গা করে নিয়েছে শালকে, ভোল্ফসবুর্গ এবং কোলন৷ মঙ্গলবার অফ ফর্মে ভুগতে থাকা শালকেও জয় পেয়েছে৷ তবে দ্বিতীয় বিভাগের দল ফ্রাংকফুর্টকে হারিয়েছে তারা মাত্র এক গোলে৷ ম্যাচের ১২ মিনিটের সময় গোলটি করেন জোসে মানুয়েল জুয়ার্ডো৷ অন্যদিকে ভিক্টোরিয়াকে সহজেই ৩-১ গোলে হারিয়েছে ভোল্ফসবুর্গ৷ ম্যাচের ১৭ মিনিটের সময় প্রথম গোল আসে পেটার পেকারিকের পা থেকে৷ এরপর ৫২ মিনিটে ইয়সু এবং ৫৫ মিনিটে মার্সেল শ্যেফারের গোল৷ ৭১ মিনিটের সময় একটি গোল শোধ করেন ভিক্টোরিয়ার স্টেফান রান৷ এদিকে অন্য ম্যাচে বুন্ডেসলিগার একেবারে তলায় থাকা কোলন জার্মান কাপে গতকালের খেলায় হ্যানোভারকে হারিয়েছে ২-১ গোলে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ