1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্র্যাড পিটের জন্য উরুতে ট্যাটু এঁকেছেন অ্যাঞ্জেলিনা জোলি

১২ জুলাই ২০১০

ছবির গল্পটা একটু অন্যরকম৷ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর ডাকসাইটে এজেন্ট ইভলাইন সল্ট৷ চৌকস, বুদ্ধিমতি৷ রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে ব্যক্তিগত সম্মান যার মূল লক্ষ্য৷ কিন্তু হঠাৎ এক কান্ডে সব কিছু এলোমেলো৷

অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটছবি: AP

সল্টের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি রাশিয়ার হয়ে গুপ্তচরগিরি করছেন৷ বিষয়টি ডাহা মিথ্যে৷ কিন্তু এই মিথ্যেটাকে কি করে দূরে ঠেলে দিয়ে সত্যটা প্রমাণ করবেন সল্ট? নায়িকার নাম অনুসারেই ছবির নাম সল্ট৷ হ্যাঁ, এই ছবির নাম ভুমিকাতেই অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি৷

তিনি বলছেন, ‘এ এক অন্য রকম ছবি অন্য রকম থ্রিলার৷ সকলের মনেই প্রশ্ন আসলে কে এই সল্ট! নিজের ব্যক্তিগত পরিচয়টুকুও যেখানে প্রশ্নবিদ্ধ৷ আমাকে এমন এক চরিত্রেই অভিনয় করতে হলো৷ যা একদিকে জটিল৷ অপরদিকে সহজ৷' আগামী ২৩ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি৷ ছবিটিতে অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও আরও থাকছেন নামি অভিনেতা অভিনেত্রীরা৷

অনেকদিন পর বড় পর্দায় অভিনয় করলেন জোলি৷ ঘরেই বসে ছিলেন বছর খানিক সময়৷ সন্তানদের সময় দিয়েছেন৷ কিন্তু বসে থাকলে তো হবে না৷ তাই নতুন চ্যালেঞ্জ হিসাবে অভিনয় করেছেন সল্টে৷ এই ছবিতে দেখা যাবে জোলির উরুতে একটি ট্যাটু অর্থাৎ উল্কি আঁকা৷ এরই মধ্যে খবর এসেছে, এই ট্যাটু নাকি নকল নয়, আসল৷ গত সপ্তাহে তিনি সল্ট ছবির প্রচারণা কাজে মাঠে নেমেছিলেন ওয়াশিংটনে৷ সাংবাদিকরা স্বভাবসুভ ভঙ্গিতে তাকে ছেঁকে ধরেছিল৷ এটা ওটা নানা প্রশ্ন৷ তারপর এক ঠোঁটকাটা সাংবাদিক প্রশ্ন করে বসেন সত্যিই কি তিনি তাঁর উরুতে ট্যাটু আঁকিয়েছেন? এ নিয়ে বেশি কথা বলতে নারাজ হলিউডের এই অভিনেত্রী৷ খুব সন্তর্পণে রহস্য মাখানো হাসি দিয়ে উত্তর দিলেন, এই ট্যাটুটি কেবল ব্র্যাডের জন্য৷ ব্র্যাড মানে ব্র্যাড পিট৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ