1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ওয়ার্ডপ্রেসের দশ বছর

২৭ মে ২০১৩

ব্লগারদের কাছে একটি অতিপরিচিত নাম ‘ওয়ার্ডপ্রেস’৷ বিশ্বের অধিকাংশ দেশের ব্লগাররা তাদের লেখালেখির জন্য ব্যবহার করেন এই ওপেনসোর্স প্ল্যাটফর্মটি৷ ২০০৩ সালের ২৭ মে যাত্রা শুরু করে ওয়ার্ডপ্রেস৷

© Picture-Factory - Fotolia.com #47484679 - junge frau arbeitet entspannt am laptop © Picture-Factory
Symbolbild Fernstudiumছবি: Picture-Factory/Fotolia

গত এপ্রিল অবধি হিসেব অনুযায়ী, ওয়ার্ডপ্রেসের ৩.৫ তম সংস্করনটি ডাউনলোড হয়েছে ১৮ মিলিয়ন বার৷ এই হিসেব খুব সহজেই ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা জানান দিচ্ছে৷ কার্যত বিনা খরচায় ব্যবহার করা যায় এই ব্লগ সিস্টেম৷ তবে চাইলে এটি ডাউনলোড করে আলাদাভাবে হোস্ট করাও সম্ভব৷

উইকিপিডিয়াতে প্রকাশিত তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে ৬০ মিলিয়নের বেশি ওয়েবসাইট তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ইঞ্জিন ব্যবহার করে৷ অ্যালেক্সার বিবেচনায় বিশ্বের সেরা এক মিলিয়ন ওয়েবসাইটের ১৪.৭ শতাংশ ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে তৈরি৷ সিএনএন ডটকম এবং টেকক্রাঞ্চ এর মতো কোম্পানির ব্লগসাইটগুলো এই প্ল্যাটফর্মেই তৈরি৷

অনেক বাংলা ব্লগারও ইন্টারনেটে লেখালেখির জন্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন৷ খুব সহজে ব্যবহার করা যায় বলে এই সিস্টেমের চাহিদাও ব্যাপক৷ সম্প্রতি ওয়ার্ডপ্রেসের পেছনে বড় অঙ্কের বিনিয়োগের কথা জানিয়েছে টাইগার গ্লোবাল৷ গত শুক্রবার ওয়ার্ডপ্রেস ডটকম এর নিয়ন্ত্রক প্রতিষ্ঠান অটোম্যাট জানিয়েছে, টাইগার গ্লোবাল প্রতিষ্ঠানটিতে ৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে৷

এখানে উল্লেখ করা যেতে পারে, মাত্র কয়েকদিন আগে ১.১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্লগিং কোম্পানি টাম্বলার কিনে নিয়ে ইয়াহু৷ ইয়াহুর এই বিনিয়োগের খবর প্রযুক্তি দুনিয়ায় সাড়া জাগায়৷ এরপরই ওয়ার্ডপ্রেসের পেছনে বিনিয়োগের খবর জানা গেলো৷ তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি৷

টাম্বলার থেকে অর্থ আয়ের উৎস মূলত বিজ্ঞাপন৷ আর ওয়ার্ডপ্রেস বিভিন্ন সেবা বিক্রি করে অর্থ আয় করে থাকে৷ দুটো প্ল্যাটফর্মই বেশ দ্রুত বাড়ছে৷ মাত্র পাঁচ বছর আগে ওয়ার্ডপ্রেসের ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪ মিলিয়ন৷ বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়নে৷ অন্যদিকে, পাঁচ বছর আগে প্রতিষ্ঠিত টাম্বলার নেটওয়ার্কে বর্তমানে ১০০ মিলিয়নের বেশি ব্লগ রয়েছে৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ