1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগারদের হত্যার হুমকি এবং তারপর...

১ জুন ২০১৫

ফেসবুকে হত্যার হুমকি পেয়েছেন প্রয়াত হুমায়ুন আজাদের ছেলে অনন্য আজাদ৷ ২০১৩ সালে ইসলামপন্থিদের তৈরি করা ‘হিটলিস্ট'-এ ৮৪ জন নাস্তিক ব্লগারের তালিকায় তাঁর নামও রয়েছে৷

Screenshot Facebook Ananya Azad
ছবি: Facebook/Ananya Azad

ব্রিটিশ পত্রিকা ‘দ্য গার্ডিয়ান'-এ প্রকাশিত এক প্রতিবেদন বলছে, অনন্য আজাদকে ফেসবুকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷

এরপর ‘টাইমস অফ ইন্ডিয়া'-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, হত্যার হুমকি পাওয়ার পর তিনি এখন দেশ ত্যাগের চিন্তা করছেন৷

ঢাকার রাস্তায় হাঁটার সময় নিরাপত্তার খাতিরে অনন্য আজাদ হেলমেট পরছেন বলেও ‘টাইমস অফ ইন্ডিয়া'-র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ আজাদের ফেসবুক অ্যাকাউন্টে গেলে সেরকম একটি ছবির দেখা পাওয়া যাবে৷ ১৩ই মে প্রকাশ ঐ ছবিটি শেয়ার করে আজাদ লিখেছেন, ‘‘নিজের নিরাপত্তা নিজেরই নিশ্চিত করতে হবে৷''

এদিকে, ইসলামপন্থিদের তৈরি করা হিটলিস্টে সবাক পাখি'রও নাম রয়েছে৷ এ ব্যাপারে কদিন আগে এক সাংবাদিকের সঙ্গে কথা বলার বিষয়টি তিনি তাঁর ফেসবুকে শেয়ার করেছেন৷ সেখানে তিনি হিটলিস্টকে ‘ফাউল তালিকা' বলে আখ্যায়িত করেন৷ এরপর ঐ সাংবাদিক তাঁকে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘...এই দেশে কেবল ঐ ৮৪ জনই হুমকির মুখে নাই৷ প্রগতিশীল রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, লেখক, এমনকি আপনার মতো সাংবাদিকরাও হুমকির মুখে৷ আসলে পুরো দেশটাই হুমকির মুখে৷ আমি সবার নিরাপত্তা চাই৷ এমনকি যেসব কিশোর, যুবক ব্রেইন ওয়াশড হয়ে চাপাতি হাতে রাস্তায় নেমেছে, আমি তাদেরও নিরাপত্তা চাই৷ আমি চাই তারা যেন খুনি না হয়, এ জন্য রাষ্ট্রের কর্মসূচি থাকুক৷ প্রত্যেক নাগরিকের নিরাপত্তা চাই৷''

বিদেশ যাওয়ার ব্যাপারে সবাক পাখি জানান, ‘‘... যারা খুন করছে, তারা আতঙ্ক ছড়ানোর জন্য এটা করছে৷ আমি এই আতঙ্ক গ্রহণ করছি না৷ এই আতঙ্ক প্রত্যাখ্যান করছি৷ ... আমি বিদেশ যাওয়ার চেষ্টা করিনি, নতুন নম্বর নিইনি৷ দেশটা আমাদের, এই দেশে আমরা থাকবো৷''

সবাক পাখির এই স্ট্যাটাসে অনেকে মন্তব্য করেছেন৷ যেমন মাহফুজ কাজল লিখেছেন, ‘‘পালিয়ে যান৷ এইসব আবেগ দিয়ে এদেশে বিপদ ছাড়া কিছু পাবেন না৷ মরবেন, আর মারবেন পুরা ফ্যামিলিটাকে৷ আমরা দুইদিন ফেসবুক ঝড় দেখব, তারপর হন্যে হয়ে আবার সানি লিওন খুঁজবো৷ যতই আশাবাদী হন, যতই ভালোর অপেক্ষা করেন, এদেশ আরও খারাপই হবে৷ আমরা আর রাজীব-অভিজিৎ- অনন্ত-র পরিণতি দেখতে চাই না৷''

বাংলাদেশে ব্লগারদের হুমকি পাওয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ভাইস নিউজ৷

সাংবাদিক ও ব্লগার শামীমা মিতু ‘ব্লগার হত্যা, ধর্মানুভূতি ও সোজাসাপ্টা কিছু কথা' শীর্ষক একটি প্রবন্ধ লিখেছেন৷ সেখানে একেক পর এক ব্লগার হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘রাষ্ট্র যদি সত্যি মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরেপেক্ষ নীতি বাস্তবায়ন করতে চায়, তাহলে রাষ্ট্রকে এ ধরনের নৃশংস খুনের বিরুদ্ধে কঠোর হতে হবে, খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে৷ ধর্ম নিরপেক্ষতা এবং জামায়াত-হেফাজত তোষণের দ্বৈতনীতি নিয়ে দেশ চালালে এ দেশের পরিণতি পাকিস্তান-আফগানিস্তানের মতোই হবে৷ আর এমন আশঙ্কাই দিন দিন তীব্র হচ্ছে!''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ