1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে ব্লগার সম্মেলন

সিলকে ভ্যুনশ/আরবি৬ মে ২০১৩

রাজনীতি, গণমাধ্যম, সংস্কৃতি, প্রযুক্তি ও লাইফস্টাইল নিয়ে আলোচনা করেন ব্লগার ও ইন্টারনেট অ্যাক্টিভিস্টরা৷ ৬মে সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে বুধবার পর্যন্ত৷

ছবি: Flickr/iStockphoto I re:publica 2012

‘স্টেশন বার্লিন'

রি:পাবলিকার আয়োজনস্থলের নাম স্টেশন বার্লিন৷ এটি বার্লিনের কেন্দ্রে অবস্থিত৷ রি:পাবলিকা চলাকালীন এই জায়গাটা যেন ইন্টারনেট প্রজন্মের এক মক্কায় পরিণত হয়৷ মানুষ ল্যাপটপ বগলে করে অনুষ্ঠানের জন্য নির্ধারিত হলগুলোর একটি থেকে আরেকটির দিকে ছোটে৷ আবার কেউবা হলের মাঝখানে বড়সড় পোডিয়ামে বসে আলোচনা করে কিংবা কিছু চাপতে থাকে৷ আর আবহাওয়া ভালো হলে ভেতরের বিশাল চত্বরে বিভিন্ন গ্রুপ মাটিতে বসে কীবোর্ডে বাটন টেপে, চ্যাট ও মেল করে কিংবা আয়েশ করে সিগারেট খায়৷ খুব কম লোকই এখানে কোট-টাই পরে ঘোরাঘুরি করে৷ তার চেয়ে বেশি চোখে পড়ে ট্যাটু, কানে দুল, বড় চশমা এবং ঢোলা পায়জামা পরা মানুষ৷ এই রকম দৃশ্য ছিল ২০১২ সালে৷

দ্রুত পরিবর্তন

রি:পাবলিকা'র সাফল্য শুরু ২০০৭ সালে৷ ব্লগার মারকুস বেকেডাল এবং জনি হয়সলার এর উদ্যোগে প্রায় ৭০০ সমমনা ব্লগার একত্রিত হয়েছিলেন সে বছর৷ সেখানে এমন সব বিষয় নিয়ে আলোচনা হয় যেগুলো পঁচিশোর্ধ প্রজন্মকে নাড়া দেয়৷ প্রথম রি:পাবলিকা'র উপপাদ্য ছিল ‘নেটওয়ার্ক ভিত্তিক জীবন৷' খুব দ্রুতই রি:পাবলিকা ইন্টারনেট সংশ্লিষ্ট মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়৷ অচিরেই সারা বিশ্ব থেকে ব্লগার ও ইন্টারনেট-অ্যাক্টিভিস্টরা বার্লিনে আসতে শুরু করেন৷

২০১১’র রি:পাবলিকায় ব্লগার ও ইন্টারনেট অ্যাক্টিভিস্টরাছবি: Flickr/dirk haeger | re:publica 2011

ভিন্নধর্মী ও মুক্তচিন্তার বিষয়

প্রতিটি রি:পাবলিকা'ই আবর্তিত হয় ডিজিটাল জগতকে ঘিরে৷ অনেক কিছু নিয়ে চিন্তাভাবনা করা হয়৷ প্রতি বছর বিষয়গুলি প্রায় একই ধরনের থাকে৷ তবে প্রযুক্তির দ্রুত উন্নয়নের ফলে যুক্ত হয় নতুন নতুন ধারা৷ মূল বিষয়গুলিও ভিন্নতা পায়৷ ২০০৯ সালে বড় বিষয় ছিল মিডিয়া সিস্টেমের দ্রুত পরিবর্তন ও আমাদের জীবনের সাথে ইন্টারনেট নির্ভর যোগাযোগের সম্পৃক্ততা৷ পরের বছর রি:পাবলিকা'র আয়োজকরা খতিয়ে দেখতে চেষ্টা করেন যে ইন্টারনেটে কী সম্ভব এবং কী নয়৷ সে বছর আড়াই হাজার অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন মার্কিন ইন্টারনেট জগতের অগ্রদূত জেফ জারভিস৷

লোবো উৎসব

রি:পাবলিকায় নিয়মিত মুখ জার্মানির সুপরিচিত ব্লগার সাশা লোবো৷ ২০১১ সালের রি:পাবলিকায় হল ভর্তি মানুষের সামনে তিনি ‘শিটস্টর্মস' এর উল্লেখ করেন৷ একই বছর তিনি রি:পাবলিকায় অংশগ্রহণকারীদের সামনে তাঁর নতুন গবেষণার ফল তুলে ধরেন৷ এই গবেষণায় তাঁর লক্ষ্য ছিল সেসব ইন্টারনেট ব্যবহারকারী, যারা নিজেদের বাঁকা মন্তব্য দিয়ে অন্যদের অপমান ও নাজেহাল করে কিংবা খোঁচাতে থাকে৷ তিনি সমালোচনা করে বলেন, ডিজিটাল জগৎ নিজেদের পরিধি ছাড়া বাইরের মানুষের কাছে পৌঁছাতে পারে না৷ নিজেদের মধ্যেই ব্যতিব্যস্ত থাকে৷

রি:পাবলিকায় জার্মান ব্লগার সাশা লোবোছবি: Flickr/Jonas Fischer/re:publica

রাজনীতি ও রাজনীতিক

রি:পাবলিকা'র প্রতিষ্ঠাতা মারকুস বেকেডাল ডয়চে ভেলের সাথে সাক্ষাৎকারে বলেন, ‘‘এখানে আমাদের স্বাধীনতার বিষয়টি রয়েছে এবং আমরা ভবিষ্যতে ডিজিটাল সমাজকে কেমন রূপ দিতে চাই সেটিও জড়িত৷ এসব বিষয়ে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের অবস্থান তুলে ধরতে হবে৷ রাজনীতিবিদরা ধীরে ধীরে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার জগতে প্রবেশ করছেন৷ তবে এখনও তাঁদের খুব অল্প সংখ্যক নিয়মিত টুইট করেন৷'' এ প্রসঙ্গে জার্মান সরকারের মুখপাত্র স্টেফেন সাইবার্ট- এর কথা উল্লেখ করা যায়৷ তিনি সোশ্যাল মিডিয়ার সাথে তাঁর সম্পৃক্ততার কথা এভাবে তুলে ধরেন, ‘‘এক্ষেত্রে আমি বলতে গেলে বেশ নতুন৷ কোনো এক সময় টুইটারের সাথে সম্পর্ক গড়ে তোলার বিষয়টি মাথায় আসে৷ তারপর এই জগতে ঢুকে পড়ি৷''

সারাবিশ্বের ব্লগারদের মিলনমেলা

এ বছর রি:পাবলিকায় পাঁচ হাজার অতিথি আসবেন বলে আশা করা হচ্ছে এবং একাধিক মঞ্চে প্রায় ২০০ ঘণ্টার অনুষ্ঠান থাকছে৷ এসব মঞ্চে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ৩৫০ বক্তা৷ আন্তর্জাতিক ব্লগিং জগতের যেসব তারকা ব্যক্তিত্ব এবারের রি:পাবলিকায় উপস্থিত থাকবেন বলে সম্মতি দিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন মার্কিন অ্যাক্টিভিস্ট জিলিয়ান ইয়র্ক এবং কিউবার ব্লগার ইয়োয়ানি সাঞ্চেজ৷ সাঞ্চেজ ২০০৮ সালে ডয়চে ভেলের ব্লগ প্রতিযোগিতা বব্স'এর একটি অ্যাওয়ার্ড জিতলেও এবার তিনি সেই পদকটি গ্রহণ করবেন৷ কারণ এতদিন তাঁকে কিউবা ত্যাগ করার অনুমতি দেওয়া হয়নি৷ এছাড়া আলোচকদের মধ্যে থাকবেন বব্স-জুরি বোর্ডের সদস্যরা৷ তাঁরা প্রতি বছর রি:পাবলিকায় অনলাইন আক্টিভিজম-এর জন্য ডয়চে ভেলের পদক বিজয়ীর নাম প্রকাশ করেন৷ এবারের রি:পাবলিকা'র মোটো ‘ইনসাইট/আউট'৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ