1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগার ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি

১৭ অক্টোবর ২০১৫

শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে হত্যার হুমকি দেয়া হয়েছে৷ ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শনিবার সকালে ফেসবুকে এই হুমকি দেয়া হয় তাঁকে৷

Bangladesch Blogger Imran H Sarke
ছবি: DW/A. Islam

[No title]

This browser does not support the audio element.

ব্লগার ইমরান এইচ সরকারকে হুমকি দেয়ার ঘটনা এবারই প্রথম নয়৷ এর আগেও একাধিকবার হত্যার হুমকি পেয়েছেন তিনি৷ উগ্রপন্থিদের ‘হিট লিস্ট'-ও তাঁর নাম দেখা গেছে একাধিকবার৷ তবে সেসব হুমকিকে খুব একটা গুরুত্ব দেননি তিনি৷ কিন্তু এবার হুমকি পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি করেছেন ইমরান এইচ সরকার৷ ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, হুমকির মিছিলের সঙ্গে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে বাংলাদেশে৷ তাই এবার পুলিশের সহায়তা নিচ্ছেন তিনি৷

ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটে মাঝেমাঝে লেখেন ইমরান৷ তিনি জানান, যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁকে হুমকি দেয়া হয়েছে সেটির সঙ্গে ‘ইসলামিক স্টেট'-এর সম্পৃক্ততা রয়েছে৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীটির বিভিন্ন পাতা এবং গ্রুপে সদস্যপদ রয়েছে অ্যাকাউন্টটির৷

প্রসঙ্গত, চলতি বছর চারজন ব্লগার এবং দু'জন বিদেশি খুন হয়েছেন বাংলাদেশে৷ এ সব হত্যাকাণ্ডের মধ্যে মিল খুঁজে পেয়েছে সরকার৷ ইমরান এইচ সরকার মনে করেন, এগুলো সবই উগ্রপন্থিদের কাজ৷ জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' বা আইএস বাংলাদেশে সরাসরি কাজ না করলেও, এ সমস্ত হত্যাকাণ্ড যারা ঘটাচ্ছে তারা জঙ্গি গোষ্ঠীটির মতাদর্শী৷ আর সরকার ব্লগার হত্যাকাণ্ডের বিচার না করে বরং তাদের বক্তব্যে বিভিন্নভাবে হত্যাকারীদের সমর্থন জানিয়েছে, যা পরিস্থিতির আরো অবনতি ঘটিয়েছে, মনে করেন তিনি৷

শনিবার বিকেলে শাহবাগ থানায় হত্যার হুমকির বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন ইমরান৷ তাসত্ত্বেও পুলিশ তাঁকে নিরাপত্তা দেয়ার কোনো উদ্যোগ এখনো নেয়নি বলে জানিয়েছেন তিনি৷ তবে হুমকির ব্যাপারটি তদন্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ৷

ব্লগার ইমরান এইচ সরকার মনে করেন, উগ্রপন্থিদের দমনে সরকারের কঠোর উদ্যোগ নেয়ার সময় এসেছে৷ অন্যথায় বাংলাদেশে উগ্রবাদীরা মাথাচাড়া দিয়ে উঠবে৷

ইমরানকে হত্যার হুমকির বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মতামত জানান নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ