আন্তর্জাতিক সংগঠন রিপোর্টাস উইদাউট বর্ডার্স (আরএসএফ) বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক ব্লগার লিমন ফকিরের মুক্তি দাবি করেছে৷ ঢাকার হাইকোর্ট বুধবার তাঁর জামিনের আবেদন নাকচ করেছে বলেও জানিয়েছে সংগঠনটি৷
ছবি: Getty Images/AFP/B. Guay
বিজ্ঞাপন
বাংলাদেশের সমাজের একাংশে ইসলামী মৌলবাদের বেড়ে চলা প্রভাব নিয়ে নিজের ব্লগে নানা নিবন্ধ এবং ভিডিও প্রকাশ করায় লিমন ফকির ৫৬৭ দিন ধরে কারাগারে আছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে আরএসএফ৷ ব্লগার হিসেবে লেখালেখির কারণে ২০১৭ সালের ৯ জানুয়ারি তাঁর বিরুদ্ধে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের শহর বরগুনার আদালতে ‘মহানবিকে (সা.) নিয়ে কটূক্তির’ অভিযোগ দায়ের করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর এক সদস্য৷
পরবর্তীতে ২০১৭ সালের ১৮ এপ্রিল লিমন ফকিরকে গ্রেপ্তারের পর দুই সপ্তাহ পুলিশ তাঁর ওপর নির্যাতন চালায় বলে দাবি করেছে আরএসএফ৷ সংগঠনটি লিখেছে, ‘‘নির্যাতনের পর তথ্য প্রযুক্তি আইনের কুখ্যাত ৫৭ ধারায় তাঁকে অভিযুক্ত করা হয়৷’’ সাধারণত ব্লগার এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করতে আইনের এই ধারাটি ব্যবহার করা হয় বলেও মনে করছে আরএসএফ৷
মিয়ানমারের হিজাব পরা এক ব্লগার
নাম উইন লে ফাইয়ু সিন৷ বয়স ১৯৷ রূপচর্চার বিষয়াদি নিয়ে তিনি ব্লগিং করেন৷ হিজাব পরা এই ব্লগার প্রায়ই সমালোচনা ও বৈষম্যের শিকার হন৷
ছবি: Reuters/A. Wang
মুসলিম ব্লগার
পাঁচ কোটি মানুষের দেশ মিয়ানমারে মুসলমান মাত্র পাঁচ শতাংশ৷ অনেকদিন ধরে তাঁরা সেখানে নিপীড়নের শিকার হচ্ছেন৷ নতুন মসজিদ নির্মাণের অনুমতি পাচ্ছেন না৷ বৌদ্ধ বাড়িওয়ালাদের কাছ থেকে বাসা ভাড়া পেতেও তাঁদের সমস্যা হয়৷ তেমনি এক দেশে ব্লগার হিসেবে পরিচিত হয়ে উঠেছেন হিজার পরা তরুণী উইন লে ফাইয়ু সিন৷
ছবি: Reuters/A. Wang
বিষয় রূপচর্চা
এই বিষয়ে ভিডিও ব্লগিং করেন সিন৷ রূপচর্চার নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন তিনি৷ ব্লগার হিসেবে পরিচিতি পাওয়ার পর একটি প্রশিক্ষণকেন্দ্রও খুলেছেন৷ এখন পর্যন্ত প্রায় ৬০০ জন সেখান থেকে প্রশিক্ষণ নিয়েছে৷
ছবি: Reuters/A. Wang
যেভাবে শুরু
সিন জানান, হাইস্কুলে পড়াশোনা শেষ করার পর তাঁর ছেলেবন্ধু তাঁকে একদিন মেক-আপের কিছু পণ্য উপহার দিয়েছিল৷ কিন্তু সেগুলো ব্যবহারের নিয়ম তখনো তিনি জানতেন না৷ ফলে গুগলের সহায়তা নিয়ে সেসব বিষয়ে ধারণা নিয়েছিলেন তিনি৷ পরে অন্যদের সাহায্য করতে মেক-আপ বিষয়ে পরামর্শমূলক একটি ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করেছিলেন৷ সেই থেকে শুরু৷
ছবি: Reuters/A. Wang
অনুসারী বাড়ছে
সিনের ফেসবুক পাতায়ও অনুসারীর সংখ্য প্রায় ছয় হাজার৷ এবং তা দিন দিন বাড়ছে৷ সম্প্রতি রূপচর্চা বিষয়ক পণ্যের এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি৷ রূপচর্চা নিয়ে ব্লগ করা অন্য ব্লগাররাও সেখানে উপস্থিত ছিলেন৷ ঐ অনুষ্ঠানে হিজাব পরা ও সারা শরীর ঢাকা সিনের পোশাক আলোচিত হয়েছিল৷
ছবি: Reuters/A. Wang
‘হিজাব চাবির মতো’
হিজাব পরা নিয়ে সিনের কোনো সংকোচ নেই৷ তিনি বলেন, ‘‘আমাদের আল্লাহ আমার জন্য অনেক রাস্তা খুলে দিয়েছেন৷ হিজাব আমার কাছে চাবির মতো৷ এটা ব্যবহার করে আমি যেখানে ইচ্ছা যেতে পারি, যা ইচ্ছা করতে পারি৷’’
ছবি: Reuters/A. Wang
সমালোচনা
ফেসবুকে অনেক সমালোচনামূলক মন্তব্য পান তিনি৷ কারণ, রক্ষণশীল মুসলমানদের কাছে মেক-আপ বিষয়টি ট্যাবু হিসেবে বিবেচিত৷ কিন্তু সিন এসব সমালোচনার জবাব দেন না৷ কারণ, এটা তাঁর কাছে শুধু সময়ের অপচয় মনে হয়৷ ‘‘আমার অনেক কাজ,’’ বলেন তিনি৷ ছবিতে সিনকে (ডানে) অন্য ব্লগারদের সঙ্গে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/A. Wang
বৈষম্যের শিকার
একবার এক বৌদ্ধ নারী যখন জানতে পারেন সিন একজন মুসলিম, তখন তিনি তাঁর (সিন) রূপচর্চার ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিলেন৷ ছবিতে সিনকে পাঠদান শেষে বাড়ি ফিরতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/A. Wang
7 ছবি1 | 7
২৪ বছর বয়সি এই ব্লগার নানা রোগে আক্রান্ত বলেও উল্লেখ করেছে প্যারিসভিত্তিক সংগঠনটি৷ যে আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তাতে তাঁর ১৪ বছর কারাভোগের শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে৷
আরএসএফ-এর এশিয়া-প্যাসিফিক ডেস্কের প্রধান ডানিয়েল বাস্টার্ড এই বিষয়ে বলেন, ‘‘আমরা লিমন ফকিরের দ্রুত মুক্তি দাবি করছি৷ শুধুমাত্র মৌলবাদ সম্পর্কে নিজের দেশের মানুষকে জানানোর কারণে তাঁকে গ্রেপ্তার, নির্যাতন এবং অন্তহীনভাবে আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷’’
লিমন ফকিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সংগঠন আইএবি'র বাংলাদেশে বিশ মিলিয়নের মতো অনুসারী রয়েছে বলে নিজেরাই দাবি করেছে৷ আসন্ন জাতীয় নির্বাচনে দলটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারে৷ বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি গোষ্ঠীটিকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বলেও লিখেছে অধিকার বিষয়ক সংগঠনটি৷
উল্লেখ্য, আইএবি আরেক ব্লগার আসাদ নূরের বিরুদ্ধেও আদালতে একই ধরনের অভিযোগ দায়ের করেছিল৷ নূর তখন পালিয়ে ভারত গিয়ে কিছুদিন অবস্থান করেন৷ পরবর্তীতে সেখান থেকে নেপাল যাওয়ার পথে ঢাকা বিমানবন্দরের ট্রানজিটে অবস্থানকালে তাঁকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে বলে লিখেছে আরএসএফ৷ তবে গত আগস্টে জামিনে মুক্ত হন আসাদ নূর৷