1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ববস্ প্রতিযোগিতা

৩ এপ্রিল ২০১৩

এগুলো সব বাকস্বাধীনতা সম্পর্কিত৷ সারা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে আগামী ৭ মে অবধি ডয়চে ভেলের সেরা অনলাইন অ্যাক্টিভিজম অ্যাওয়ার্ড ‘দ্য বব্স ২০১৩’ এর বিজয়ী নির্ধারণে ভোট দিতে পারবেন৷

বিশ্বের ১৪টি ভাষার বিচারকরা এই প্রতিযোগিতার জন্য ৩৬৪ ব্যক্তিকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করেছেন৷ চূড়ান্ত এই মনোনয়ন তালিকা তৈরিতে তারা সময় নিয়েছেন তিন সপ্তাহ৷ প্রতিযোগিতার ৩৪টি বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীদের পাঠানো চার হাজার দু'শোর বেশি মনোনয়নের মধ্য থেকে এবং নিজেদের পছন্দ অনুযায়ী ১৪টি ভাষার মনোনয়ন চূড়ান্ত করেছেন তাঁরা৷ ডয়চে ভেলের প্রধান সম্পাদক উটে শেফার এই বিষয়ে বলেন, ‘‘২০১২ সালের তুলনায় এক হাজারের বেশি মনোনয়ন চলতি বছর জমা পড়েছে৷ এর ফলে দেখা যাচ্ছে, আন্তর্জাতিক ব্লগোস্ফিয়ারে মত প্রকাশের অধিকার ও রাজনৈতিক স্বচ্ছতার জন্য কত রকমের কাজ হচ্ছে৷''

চলতি বছর বাংলা ভাষার পক্ষে চূড়ান্ত লড়াইয়ে থাকছে নিঝুম মজুমদারের ব্লগ, লাকি আক্তার, শিক্ষক ডট কম, তথ্যকল্যাণী, বেশতো এবং আসিফ মহিউদ্দীনের ব্লগ৷ বিশ্বের আরো ১৩টি ভাষার ব্লগ এবং সামাজিক উদ্যোগের সঙ্গে ছয়টি মিশ্র ক্যাটেগরিতে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলা ভাষার এই প্রতিনিধিরা৷ এছাড়া সেরা বাংলা ব্লগ এবং সেরা অনুসরণযোগ্য ক্যাটেগোরিতে আরো কয়েকটি বাংলা ব্লগ এবং প্রোফাইল রয়েছে৷

[No title]

00:36

This browser does not support the video element.

দ্য বব্স প্রতিযোগিতার চূড়ান্ত মনোনীতদের ভোট দিতে যেতে হবে www.thebobs.com/bengali ঠিকানায়৷ এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগ আইডি কিংবা ডয়চে ভেলে আইডি ব্যবহার করে ভোট দেওয়া যাবে৷ প্রতি ২৪ ঘণ্টায় একটি ‘লগ ইন আইডি' থেকে একবার ভোট দেওয়া যাবে৷ এই ভোটের মাধ্যমে দ্য বব্স ২০১৩ সালের ‘ইউজার প্রাইজ' বিজয়ীরা নির্ধারিত হবেন৷

এছাড়া আগামী মে মাসের শুরুর দিকে দ্য বব্স এর বিচারকমণ্ডলীর সদস্যরা হাজির হবেন জার্মানির রাজধানী বার্লিনে৷ দ্য বব্স-এর ছয়টি আন্তর্জাতিক মিশ্র বিভাগে ‘জুরি অ্যাওয়ার্ড' বিজয়ীদের নির্ধারণ করবেন তাঁরা৷ এ জন্য বার্লিনে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন সব ভাষার বিচারকরা৷

দ্য বব্স ২০১৩'র জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে আগামী জুন মাসে৷ জার্মানির বন শহরে অনুষ্ঠেয় গ্লোবাল মিডিয়া ফোরামে একটি অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের সম্মাননা প্রদান করা হবে৷

উল্লেখ্য ডয়চে ভেলে ২০০৪ সাল থেকে ‘দ্য বব্স – সেরা অনলাইন অ্যাক্টিভিজম' প্রতিযোগিতার আয়োজন করছে৷ চলতি বছর বিশ্বের ১৪টি ভাষার প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে৷ ভাষাগুলো হচ্ছে বাংলা, আরবি, চীনা, জার্মান, ইংরেজি, ফরাসি, হিন্দি, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রুশ, স্প্যানিশ, তুর্কি এবং ইউক্রেনীয়৷

- সংবাদ বিজ্ঞপ্তি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ