1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ প্রতিযোগিতায় অংশ নেওয়া এত্তো সোজা!

২৪ ফেব্রুয়ারি ২০১১

বছর ঘুরে আবারো এসে গেল সেরা ব্লগ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ৷ এবার আরো অনেক সহজে, মাত্র দু’য়েক ক্লিকেই অংশ নেওয়া যাবে এই আসরে৷ আন্তর্জাতিক এই আয়োজনে নিজের কিংবা পছন্দের ব্লগটিকে তুলে দিতে এটি এক অনন্য সুযোগ৷

দ্য ববস

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধানের জন্য রয়েছে ভিন্ন একটি ওয়েবসাইট৷ ঠিকানা: দ্য ববস ডটকম৷ এই সাইটে গিয়ে শুরুতেই পাবেন কেটিগোরি এবং ভাষা, সঙ্গে ওয়েবলিংক জমা দেওয়ার একটি বাক্স৷ এক মিনিট, শুরুতেই আপনাকে লগ ইন করতে হবে এই সাইটে৷ এজন্য আলাদা কোন ফর্ম পূরণের ঝামেলা নেই৷ বরং আপনার ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্টটি ব্যবহার করেই লগ ইন করতে পারেন ববস ওয়েবসাইটে৷

এরপর আপনার নিজের কিংবা আপনার পছন্দের ব্লগ সাইটটির লিংক বসিয়ে দিন ববস ওয়েবসাইটের উপরের দিকের ‘দ্যা ওয়েবসাইট' বক্সে৷ পছন্দ করুন কেটিগোরি এবং ভাষা৷ তারপর সাবমিট বোতামে ক্লিক৷ ব্যস, হয়ে গেল৷

২০১০ সালের ব্লগ বিজয়ীরাছবি: DW

বাংলা ভাষার ব্লগগুলোর মধ্য থেকে একটি অবশ্যই এই ভাষার সেরা ব্লগ হিসেবে নির্বাচিত হবে৷ তবে সেরা ব্লগ প্রতিযোগিতাতেও বাংলা ব্লগ জমা করার সুযোগ রয়েছে৷ তাছাড়া সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার, মানবাধিকার, সোশ্যাল অ্যাক্টিভিজম, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, ভিডিও চ্যানেল কেটিগোরিতেও বাংলা ব্লগ জমা দেওয়া যেতে পারে৷ এসব কেটিগোরিতেতের বিজয়ীরা বিশেষ পুরস্কার পাবেন৷

প্রতিযোগিতার জন্য যেকোন ব্লগ জমা দেওয়ার নিয়ম একটাই, দ্য ববস ডটকম এ নিজের ফেসবুক কিংবা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রবেশ৷ এরপর পছন্দের ব্লগের লিংকটি ‘দ্য ওয়েবসাইট' অংশে বসিয়ে কেটিগোরি ও ভাষা নির্বাচন৷ সবশেষে সাবমিট৷

উল্লেখ্য, ডয়চে ভেলে সেরা ব্লগ অনুসন্ধানে বাংলা ভাষা যোগ করা হয়েছে গত বছর৷ এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় প্রথম বিজয়ী ছিলেন বাংলাদেশের আখাউড়ার বাসিন্দা আলী মাহমেদ৷ গত বছর জুন মাসে জার্মানির বন শহরে একটি অনুষ্ঠানে আলী মাহমেদকে পুরস্কৃত করা হয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ