1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উদার হচ্ছে নেদারল্যান্ডস

৫ ডিসেম্বর ২০১২

ধর্ম অবমাননাকে অপরাধের পর্যায়ে ফেলা ব্লাসফেমি আইন বাতিল করতে চলেছে নেদারল্যান্ডস৷ আয়ারল্যান্ডও হাঁটছে একইপথে৷ তবে ব্যতিক্রম গ্রিস৷ ধর্ম নিন্দা প্রতিরোধ বিষয়ক ব্লাসফেমি আইনে সে দেশের আদালতে চলছে বিচার৷

Muslim demonstrators shout slogans and burn an effigy of U.S. President Barack Obama during a protest against a film they consider blasphemous to Islam in Kolkata September 27, 2012. REUTERS/Rupak De Chowdhuri (INDIA - Tags: CIVIL UNREST RELIGION POLITICS)
ছবি: Reuters

ব্লাসফেমি বা ধর্ম অবমাননা রোধে প্রণীত আইনের প্রয়োগ দৃশ্যত বেশি দেখা যায় মুসলিম বিশ্বে৷ সুনির্দিষ্টভাবে বললে পাকিস্তান বা সৌদি আরবের মতো দেশগুলোতে ইসলাম ধর্মকে কোনোভাবে কটাক্ষ করা হলে ব্লাসফেমি আইনে বিচার হয়৷ আর সে সবের খবর বড় শিরোনামে ছাপা হয় আন্তর্জাতিক গণমাধ্যমে৷ ইউরোপে ব্লাসফেমি আইনের প্রয়োগ দুর্লভ৷ তবে অনেক দেশের আইনি কাঠামোয় ব্লাসফেমির বিষয়টি রয়েছে৷

গত সপ্তাহে ডাচ সংসদে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, এই আইন বাতিল করার মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছেছবি: picture alliance/ANP XTRA

মহানবী মোহাম্মদকে ব্যঙ্গ করে প্রকাশিত বিভিন্ন কার্টুন এবং ছবির প্রতিবাদে সাম্প্রতিক সময়ে সহিংস বিক্ষোভ দেখা গেছে বিভিন্ন দেশে৷ মুসলিম দেশগুলোর মতো না হলেও ইউরোপে হয়েছে প্রতিবাদ৷ কয়েক বছর আগে ইসলামবিরোধী এক ভিডিও তৈরি করে ব্যাপক ব্যাপক বিতর্ক সৃষ্টি করেন নেদারল্যান্ডসের উগ্র-ডানপন্থি রাজনীতিবিদ খেয়ার্ট ভিল্ডার্স৷ তাঁর বিরুদ্ধে মামলাও হয়৷ কিন্তু গত বছর সে দেশের এক আদালত তাঁকে এই মামলা থেকে রেহাই প্রদান করে৷ অথচ নেদারল্যান্ডসে ১৯৩২ সাল থেকে ব্লাসফেমি আইন চালু আছে৷ বিচারক এই আইন এড়িয়ে গেছেন৷ সেই থেকে সেদেশে ব্লাসফেমি আইন চালু রাখা বা না রাখা নিয়ে চলছে আলোচনা৷ গত সপ্তাহে ডাচ সংসদে রাজনৈতিক দলগুলো জানিয়েছে, এই আইন বাতিল করার মতো পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা তাদের রয়েছে৷

আয়ারল্যান্ড ২০০৯ সালে ব্লাসফেমি আইন চালু করে৷ তবে সে দেশও এখন এই আইন বাতিলের পথেই এগুচ্ছে৷ ব্যতিক্রম অবশ্য গ্রিস৷ একটি ছবিতে যিশু খ্রিষ্ট এবং তাঁর ধর্ম প্রচারকদের সমকামী হিসেবে দেখানোয় সেই ছবির প্রযোজক, পরিচালক এবং কলাকুশলীদের বিরুদ্ধে মামলা চলছে গ্রিসের আদালতে৷

প্রসঙ্গত, গত সপ্তাহে গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ' একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে, ইউরোপের ৪৫টি দেশের মধ্যে আটটিতে ব্লাসফেমি আইন রয়েছে৷ এছাড়া ৩৫টি দেশে ধর্ম অবমাননা রোধে আইন রয়েছে৷

পিউ'র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মুসলিম বিশ্বে ব্লাসফেমি আইনের প্রয়োগ বেশি৷ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ২০টি দেশের মধ্যে ১৩টিতে এই আইন রয়েছে৷ এশিয়ার নয়টি দেশেও রয়েছে ঈশ্বর নিন্দা রোধে ব্লাসফেমি আইন৷

এআই/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ