স্পেনের রাজধানী মাদ্রিদে চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে না ভেড়ার পালের যাত্রা৷ ব্লুটাং ভাইরাস সতর্কতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত সরকারের৷
বিজ্ঞাপন
রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মাদ্রিদের শত বছরের ভেড়ার পালের ঐতিহ্যবাহী যাত্রা৷ কিন্তু গত বৃহস্পতিবার সরকার চলতি বছরের আয়োজনটি না করার সিদ্ধান্ত নেয়৷ কারণ হিসেবে বলা হয়, ব্লুটাং ভাইরাস প্রাদুর্ভাব ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷
পোকামাকড় থেকে ছড়িয়ে পড়া ব্লুটাং ভাইরাস গৃহপালিত প্রাণী, যেমন গরু, ছাগল এবং ভেড়ার জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে৷ স্পেনের বিভিন্ন অঞ্চলে ভাইরাসটির বিভিন্ন ভ্যারিয়েন্ট এরই মধ্যে ধরা পড়েছে৷
মাদ্রিদে অঞ্চলে কোনো ভ্যারিয়েন্ট ধরা না পড়লেও সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নিয়েছে সরকার৷
মাদ্রিদের আঞ্চলিক সরকারের কৃষি বিভাগের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘আমরা এমন একটি এলাকায় আছি, যেখানে গবাদিপশুর ভিড় নিয়ন্ত্রণ করতে হবে৷''
উল্লেখ্য, মাদ্রিদে প্রতি বছর একবার ভেড়ার পালের এই যাত্রার আয়োজন করা হয়৷ ফিয়েস্তা দে লা ত্রাসুমানসি নামে বাৎসরিক এই আয়োজনটিতে মাদ্রিদের ঐতাহাসিক রাস্তা ধরে ভেড়ার পাল নিয়ে যাওয়া হয়৷ রাস্তাটি অষ্টম শতক থেকে ব্যবহার হওয়া একটা পথ, যেখান দিয়ে পালকেরা তাদের ভেড়া নিয়ে যেতেন৷ পরে উনিশ শতকে হারিয়ে যায় ঐতিহ্যটি৷ সর্বশেষ তিন দশক আগে স্পেন কর্তকৃপক্ষ আবার এটি চালু করে৷
আরআর/এসিবি (রয়টার্স)
২০১৮ সালের এই ছবিঘরটি দেখুন:
ভেড়ার ভিড়ে অচল মাদ্রিদ
স্পেনের রাজধানী মাদ্রিদে যান চলাচল কীভাবে থামিয়ে দিলো এক পাল ভেড়া, দেখুন এই ছবিঘরে৷
ছবি: Reuters/S. Vera
স্পেনে ভেড়াদের বার্ষিক মিছিল
প্রতি বছরের মতো এ বছরও মাদ্রিদ শহরের রাস্তায় রাস্তায় নামলো ভেড়াদের ঢল৷ প্রচলিত রাস্তায় ভেড়া চরাবার দাবিতে শত শত ভেড়া নিয়ে এই মিছিল করেন স্পেনের রাখালেরা৷ ব্যাংক অফ স্পেনের সামনে দিয়ে রবিবারের সেই মিছিলকে যেতে দেখা যাচ্ছে এই ছবিতে৷
ছবি: Reuters/S. Vera
সেলফি তোলার নতুন মডেল
১৯৯৪ সাল থেকে চলে আসা ভেড়াদের এই মিছিলে লেগেছে প্রযুক্তির ছোঁয়া৷ ভেড়ার সাথে সেলফি তোলার হিড়িক তার প্রমাণ৷
ছবি: Reuters/S. Vera
মিছিলের দাম
১৪১৮ সালের একটি চুক্তি অনুযায়ী, প্রতি হাজার ভেড়া পিছু ৫০ মারাভেদি (প্রাচীন কালের তামার পয়সা) দাম দিতে হতো মেষপালকদের এই মিছিল করতে৷ বর্তমানে এই মিছিলের মূল উদ্দেশ্য রাখালদের দাবি হলেও, এই মিছিল পর্যটকেদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম৷
ছবি: Reuters/S. Vera
মানুষ অবাক!
রাস্তায় গাড়িঘোড়ার বদলে এক পাল ভেড়া দেখলে যে কোনো মানুষই যে বিস্মিত হবেন তা আর বলে দিতে হয় না৷ ঠিক একই অভিব্যক্তি ছিল সেদিন মাদ্রিদ শহরের জনতার চোখেমুখেও৷ ছবিতে দেখা যাচ্ছে সেই দৃশ্য৷
ছবি: Reuters/S. Vera
ভেড়ার কৌতূহল
শুধু মাদ্রিদের সাধারণ জনতাই নয়, মিছিলের প্রধান অংশগ্রহণকারী ভেড়াদেরও শহর, শহরের মানুষ দেখায় প্রবল আগ্রহ! ছবির ভেড়াটির বিশেষ আগ্রহ সোনালি এই জুতোজোড়ার প্রতি৷
ছবি: Reuters/S. Vera
রাখালদের বাধ্য ভেড়া
ভেড়াদের ভিড় সামলানোর দায়িত্বে থাকা রাখালদের দাবি মানা হবে কিনা তা না জানলেও এই মিছিল যে একদমই ভিন্ন তা বলাই বাহুল্য৷ সাধারণ মানুষের যাতে চলাফেরায় অসুবিধা না হয়, সেদিকে নজর রাখছিলেন সেদিন তাঁরা৷