1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লুস সংগীত জগতের কিংবদন্তি জন লী হুকার

১৮ আগস্ট ২০১১

পশ্চিমা ব্লুস সংগীত জগতের এক অনন্য মহারথী মার্কিন সংগীত শিল্পী জন লী হুকার৷ তিনি ছিলেন একাধারে গায়ক, সুরকার, গীতিকার ও গিটার বাদক৷ তাঁর অসাধারণ সংগীত শৈলীর মধ্যে দিয়ে ব্লুস সংগীত জগতে তিনি সূচনা করেছিলেন এক নতুন অধ্যায়৷

শিল্পী জন লী হুকারছবি: wowe

জন লী হুকারের ব্যতিক্রমধর্মী গিটার পরিবেশনা এবং সেই সাথে তাঁর স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত সংগীত আজও মুগ্ধ করে অসংখ্য ব্লুস অনুরাগীদের৷ পাঁচ দশকেরও বেশি সময়ে সংগীত জগতে উপহার দিয়েছেন অসংখ্য অসাধারণ সংগীত৷ তাঁর একশোরও বেশি অ্যালবাম বেরিয়েছে বাজারে৷

জন লী হুকারের জন্ম ১৯১৭ সালের ২২ আগস্ট মিসিসিপির কোয়াহোমা কাউন্টিতে৷ তাঁর যখন খুব অল্প বয়স, তখন তাঁর মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যায়৷ মা আবার বিয়ে করেন৷ তাঁর বিপিতা ছিলেন ব্লুস সংগীত শিল্পী৷ আর তাঁর কাছেই গিটারে হুকারের প্রথম হাতেখড়ি৷ ১৫ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান৷ তিরিশের দশক কাটিয়েছেন মেমফিস, টেনেসিতে৷ ছোটখাটো কাজ আর গিটার বাজিয়ে জীবন চলেছে তাঁর৷ ১৯৪৮ সালে জন লী এসে পৌঁছোন ব্লুস সংগীতের তীর্থস্থান ডিট্রোয়টে৷ সেখানে তখন ব্লুস সংগীতে পিয়নোই ছিল মুখ্য বাদ্যযন্ত্র৷ হুকার ডিট্রোয়টের কিছু ক্লাবে গিটারের সঙ্গে ব্লুস সংগীত পরিবেশনার সুযোগ পান এবং খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠেন৷ চুক্তিবদ্ধ হোন মডার্ন রেকর্ডস-এর মালিক বিহারি ভাতৃদ্বয়ের সাথে৷ এ সময়ই তিনি কেনেন তাঁর প্রথম ইলেক্ট্রিক গিটার৷ শুরু হয় তাঁর সাফল্যের অগ্রযাত্রা৷

হুকারের ব্যতিক্রমধর্মী গিটার পরিবেশনা এবং প্রাণবন্ত সংগীত আজও মুগ্ধ করে অসংখ্য ব্লুস অনুরাগীদেরছবি: AP

রক, জ্যাজ, সৌল - সংগীতের বিভন্ন অঙ্গনে তাঁর ছিল পদচারণা৷ কোনো রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকা সত্বেও, লী হুকার ছিলেন একজন উঁচু মানের গীতিকার ও সুরকার৷ অসংখ্য সংগীত রচনা করেছেন তিনি৷ একাধিক প্রজন্মের বহু খ্যাতিমান সংগীত শিল্পী প্রভাবিত হয়েছেন, কণ্ঠ মিলিয়েছেন তাঁর সাথে৷ ১৯৮৯ সালের অ্যালবাম ‘দ্য হীলার'-এ তাঁর সাথে যোগ দেন বিশ্বখ্যাত লাতিন-রক সংগীত তারকা সানতানা এবং দু'জনই জয় করেন গ্র্যামি৷

অসংখ্য সম্মানায় ভূষিত হয়েছেন এই কিংবদন্তি সংগীত শিল্পী৷ ২০০১ সালে ইউরোপ সফরের কিছুদিন আগেই অসুস্থ পড়েন তিনি৷ ২১ জুন আর ঘুম থেকে জেগে ওঠেননি জন লী হুকার৷ ইটালির বিখ্যাত সৌল সংগীত তারকা সুখেরো'র সাথে গেয়েছিলেন তাঁর শেষ গান ‘আই লে ডাউন উইথ অ্যান এঞ্জেল'৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ