1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লেক নেই, গে নেই

১০ আগস্ট ২০১৩

বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে এবার জামাইকা-র ইউসেন বোল্ট ১০০ মিটার দৌড়ে আবার তাঁর হারানো খেতাব ফিরে পাবেন বলেই ধরে নেওয়া হচ্ছে৷

ARCHIV - Usain Bolt of Jamaica wins the 200m final with New World Record at the 12th IAAF World Championships in Athletics, Berlin, Germany, 20 August 2009 Photo: EPA/KAY NIETFELD (zu dpa-Hintergrund: "Die Leichtathletik-WM - Disziplin für Disziplin" vom 31.07.2013) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

১০০ আর ২০০ মিটারে বোল্ট-এর দু'টো রেকর্ডই ২০০৯ সালে করা, বার্লিনে৷ ২০১১ সালে ফল্স স্টার্টের পর বোল্ট'এর ডিস্কোয়ালিফায়েড হওয়ার সে দৃশ্যও ভোলার নয়: সেবার জেতেন বোল্ট-এরই স্বদেশবাসী এবং ট্রেনিং সহযোগী ইওহান ব্লেক৷ সে তুলনায় এবার মস্কোয় বোল্ট'এর মার্কিন প্রতিদ্বন্দ্বী টাইসন গে-ও থাকবেন না, কেননা গে একটি ডোপিং টেস্টে ফেল করেছেন৷

অলিম্পিকে বোল্ট গতবছরই লন্ডনে তাঁর দাপট পুনঃপ্রতিষ্ঠা করেছেন৷ কিন্তু বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপসে আসার আগে তাঁকে বিশেষ চমকে ওঠার মতো কোনো ফলাফল করতে দেখা যায়নি৷ অবশ্য বোল্ট-কে যাঁরা চেনেন, তারা জানেন: বোল্ট ছোট মাঠে গোল করেন না৷ বড় মাঠে, অর্থাৎ মস্কোয় এবার তাঁকে গোল করা থেকে আটকাতে পারেন একমাত্র জাস্টিন গ্যাটলিন৷

ইউসেন বোল্টছবি: Getty Images For Laureus

গ্যাটলিন-ও মার্কিনি, বয়স বোল্ট-এর চেয়ে কিছুটা বেশি, বোল্ট'এর ২৬-এর তুলনায় গ্যাটলিনের ৩১৷ এছাড়া গ্যাটলিন গোটা দুয়েক ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর প্রায় সারা জীবনের নিষেধাজ্ঞা পেতে চলেছিলেন৷ কাজেই মস্কোয় বোল্ট দৌড়বেন নিজের বিরুদ্ধে, ইতিহাসের জন্য – বলা চলতে পারে৷

গ্যাটলিন-কে যদি বোল্ট'এর বৈরী ভাবা চলে, তাহলে আসাফা পাওয়েল নিশ্চয় বোল্ট-এর মিত্র, এমনকি বন্ধু৷ সেই আসাফা-ও এবার একটি ড্রাগ টেস্টে ফেল করে অনুপস্থিত থাকবেন৷ জানি, আমার-আপনার মতো সাধারণ মানুষেরা ভাববেন, অ্যাথলেটিক্সের মধ্যে তো দেখছি ডোপিং-এর ভূত ভালোমতোই ঢুকে আছে? কিন্তু সেটা নিয়ে আমার-আপনার মাথা ঘামানোর দরকার নেই৷

মোট কথা, বোল্ট এবার মস্কো থেকে অন্তত তিনটি স্বর্ণপদক – ১০০ মিটার, ২০০ মিটার ও ৪ বার ১০০ মিটার রিলে – নিয়ে ফিরবেন বলে ধরে নেওয়া যেতে পারে৷ গ্যাটলিনের অন্যান্য সুবিধা-অসুবিধার মধ্যে আবার ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসর্ডার' বা মনঃসংযোগের অভাবও আছে৷ অথচ এই গ্যাটলিনই মস্কোয় বোল্ট-এর মুখ্য প্রতিদ্বন্দ্বী৷ তাম্র যেতে পারে এক উঠতি অ্যাথলিটের কাছে: ব্রিটেনের জেমস দাসাওলু৷ দাসাওলু-র বয়স ২৫; গত জুলাই মাসে ব্রিটেনের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়েছেন ৯ দশমিক ৯১ সেকেন্ডে, অর্থাৎ আর একটু হলেই লিনফোর্ড ক্রিস্টির রেকর্ড ধরে ফেলতেন৷

শেষমেষ চুটকি হিসেবে বলা চলে: বোল্ট গ্যাটলিনের ওপর সত্যিই ক্ষ্যাপা বলে অনেকের ধারণা৷ যেমন বোল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি দৌড়বীর কার্ল লিউয়িস-এর উপরেও চটা, কেননা লিউয়িস জামাইকা'র কড়া ড্রাগ টেস্টিং নীতির সমালোচনা করেছেন৷

এসি / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ