1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারাগারে ‘ব্লেড রানার'

৬ জুলাই ২০১৬

দুই পা নেই৷ তারপরও কার্বন ফাইবার ব্লেডের ওপর ভর দিয়ে অলিম্পিকে দৌড়াতেন তিনি৷ আর আজ, নিজ বান্ধবী ও মডেল রিভা স্টিনকেম্পকে হত্যার দায়ে পিস্টোরিয়াসকে ছ'বছরের কারাদণ্ড দিল দক্ষিণ আফ্রিকার এক আদালত৷

আদালতে অস্কার পিস্টোরিয়াস
ছবি: Reuters/S. Sibeko

From the Olympics to prison

01:04

This browser does not support the video element.

অস্কার পিস্টোরিয়াসের – না, তিনি সাধারণ কোনো অ্যাথলেট ছিলেন না৷ অসুখের কারণে মাত্র এক বছর বয়সেই পিস্টোরিয়াসের হাঁটুর নীচ থেকে দুই পা কেটে ফেলতে হয়েছিল৷ কিন্তু তারপরও দমে যাননি তিনি৷ বরং কার্বন ফাইবার ব্লেডের ওপর ভর দিয়ে দৌড়ে ‘ব্লেড রানার' নামে খ্যাত হয়েছিলেন পিস্টোরিয়াস৷ ২০১২ সালে অলিম্পিকেও অংশ নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই অ্যাথলেট৷

এর আগে ২০০৮ সালের বেইজিং প্যারালিম্পিকে একশ, দু'শ এবং তিন'শ মিটার দৌড়ে সোনা জয় করেন তিনি৷ এমনকি টাইম ম্যাগাজিনের বিবেচনায় বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির মধ্যেও ছিলেন এই ক্রীড়াবিদ৷

কার্বন ফাইবার ব্লেডের ওপর ভর দিয়ে এভাবেই অলিম্পিকে দৌড়েছিলেন ‘ব্লেড রানার'ছবি: O.Morin/AFP/GettyImages

অথচ ইতিহাসের পাতা থেকে উঠে এসে এই ক্রীড়াবিদ যেন অচিরেই মিলিয়ে গেলেন তমসে৷ ২০১৩ সালের ‘ভালোবাসা দিবসে' খুন হন তাঁর বান্ধবী৷ খুনের দায়ে অভিযুক্ত হন পিস্টোরিয়াস৷ তাঁর বাড়ি থেকেই উদ্ধার করা হয় রিভার মৃতদেহ৷ দেহে চার-চারটি গুলির ক্ষতচিহ্ন ছিল সেই স্বর্ণকেশীর৷

ডিজি/এসিবি

‘ব্লেড রানার’-এর এই করুণ পরিণতি সম্পর্কে আপনার মন্তব্য কী? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ