1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্ল্যাক ফাঙ্গাসকে এপিডেমিক ঘোষণা দিল্লির

২৮ মে ২০২১

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কমল। বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। ব্ল্যাক ফাঙ্গাসকে এপিডেমিক ঘোষণা দিল্লির।

ভারতে ব্ল্যাক ফাঙ্গাস রোগীর চিকিৎসা হচ্ছে্। ছবি: Uma Shankar Mishra/AFP/Getty Images

বৃহস্পতিবার দিল্লিতে ১৫৩ জন কালো ছত্রাকে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৭৭০ জন। এরপরই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করল দিল্লি।

দিল্লি সরকার নির্দেশ দিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো হাসপাতাল, সংস্থা বা এনজিও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোনো তথ্য দিতে পারবে না। দিল্লি সরকারের বিজ্ঞপ্তি জানাচ্ছে, যে সব করোনা রোগীকে স্টেরয়েড দিয়ে চিকিৎসা করা হয়েছে, তাদের বেশি করে এই সংক্রমণ হচ্ছে।

তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এক লাখ ৮৬ হাজার জন আক্রান্ত হয়েছেন। ৪৪ দিনের মধ্যে সব চেয়ে কম মানুষ করোনায় আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ৬৬০ জন মানুষ।

মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু সব জায়গাতেই করোনা আক্রান্তের সংখ্যা কমছে। দিল্লিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৭২ জন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ