1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্ল্যাক বক্সের তথ্য

২৪ জুলাই ২০১৪

ইউক্রেনের আকাশসীমায় বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ১৭ বিমানের ব্ল্যাক বক্স এখন লন্ডনে৷ বিশেষজ্ঞরা সেটি থেকে ২৪ ঘণ্টার মধ্যে তথ্য উদ্ধারে সক্ষম হবেন৷ এদিকে, মরদেহ যাচ্ছে নেদারল্যান্ডসে৷

MH17 Abtransport der Leichen nach Niederlande 23.07.2014
ছবি: Reuters

আমস্টারডাম থেকে কুয়ালালামপুরগামী এমএইচ১৭ বিমানটি বিধ্বস্ত হয় গত বৃহস্পতিবার৷ ধারণা করা হচ্ছে, ভূমি থেকে মিসাইল ছুড়ে বিমানটি ভূপাতিত করা হয়েছে৷ এতে বিমানে থাকা ২৯৮ আরোহীর সবাই মৃত্যুবরণ করেন৷

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে বিমানের অনেক আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ পাওয়া গেছে ব্ল্যাক বক্সও৷ বুধবার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ব্ল্যাক বক্স লন্ডনের ‘এয়ার অ্যাক্সিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি)-র কাছে পাঠানো হয়েছে৷

এএআইবি বিশেষজ্ঞরা এখন ব্ল্যাক বক্সে থাকা বিমানের পাইলটদের কথোপকথন উদ্ধারে সক্ষম হবেন, এমনটাই আশা করা হচ্ছে৷ বিমানটি বিধ্বস্ত হওয়ার সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে এই কথোপকথন থেকে৷ এসব তথ্য ২৪ ঘণ্টার মধ্যে ডাচ কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারেন ব্রিটিশ বিশেষজ্ঞরা৷

এদিকে, উদ্ধারকৃত আরোহীদের মরদেহ ইউক্রেন থেকে নেদারল্যান্ডসে পাঠানো শুরু হয়েছে৷ তবে মরদেহের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বুধবার জানান, ঠিক কতজন যাত্রী এবং ক্রু-র মরদেহ উদ্ধার করা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না৷

অ্যাবট মনে করেন, এখনো অনেক মরদেহ ইউক্রেনের উত্তরাঞ্চলে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে৷ ইউরোপের গ্রীষ্মের তাপে সেগুলো নষ্ট হচ্ছে কিংবা পশুপাখি সেগুলোর ক্ষতি করছে৷

তবে মরদেহ উদ্ধারের সঙ্গে সম্পৃক্ত ডাচ দলের প্রধান ইয়ান টুইনডার বলেন, লাশবাহী ট্রেনে কমপক্ষে ২০০ মরদেহ তোলা হয়েছিল৷ আর লাশবাহী ব্যাগগুলো পুনরায় পরীক্ষানিরীক্ষা করলে আরো দেহাবশেষের সন্ধান পাওয়া যেতে পারে৷ ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর ডনেৎস্ক থেকে ট্রেনে করে মরদেহ খারকিভ বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়৷

উল্লেখ্য, বিধ্বস্ত যাত্রীবাহী বিমানের আরোহীদের মধ্যে ১৯৩ জন ডাচ এবং ৩৭ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে, ইউক্রেনের উত্তরাঞ্চল দখলে রাখা রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা ভুল করে বিমানটি ভূপাতিত করেছে৷ এই ঘটনার পর রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি জোর পেয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে৷

এআই / এসবি (এএফপি, ডিপিএ, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ