বিষক্রিয়ায় মৃত্য়ু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদের মধ্য়ে চারজন ভিয়েতনামের, দুই জন অ্যামেরিকার।
বিজ্ঞাপন
ব্য়াংককের গ্রান্ড হায়াত ইরায়ান হোটেল থেকে ছয় পর্যটকের মৃতদেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্য়ু হয়েছে তাদের। যারা মারা গেছেন, তারা সকলেই জন্মসূত্রে ভিয়েতনামের। চারজন ভিয়েতনামের নাগরিক, দুইজনভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক।
পাঁচটি দেহ ঘরের ভিতর পাওয়া গেছে। একটি দেহ ঘরের বাইরে ছিল। পুলিশ জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। তবে প্রত্য়েকেরই দেহে বিষ পাওয়া গেছে।
খাদ্যে বিষক্রিয়ার পাঁচ কারণ
বেশিরভাগ মানুষ জীবদ্দশায় অন্তত একবার হলেও খাদ্যে বিষক্রিয়ার সমস্যায় আক্রান্ত হন৷ কীভাবে খাবার থেকে জীবাণু সংক্রমণ ঘটে, কীভাবেইবা এর থেকে বাঁচবেন, জেনে রাখতে ছবিঘরটি দেখুন৷
ছবি: Imago/Science Photo Library
অ্যাফলাটক্সিনস: বিষাক্ত ছত্রাক
ক্রান্তীয় ও উপক্রান্ত্রীয় অঞ্চলগুলোতে আর্দ্র আবহাওয়ায় সাধারণত অ্যাফলাটক্সিনস নামের বিষাক্ত এক ধরণের ছত্রাক জন্মে৷ বাদাম আর দানা জাতীয় খাবার এদের সবচেয়ে প্রিয়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এই ধরণের ছত্রাকের কারণে বিশ্বে প্রতি বছর ২৫ ভাগ খাদ্য শস্য নষ্ট হয়৷
ছবি: picture-alliance/BSIP/VEM
প্রাণঘাতী রোগের উৎস
খাদ্যে অ্যাফলাটক্সিনসের স্বল্প সংক্রমণও লিভার ক্যানসারের কারণ হতে পারে৷ এমনকি গর্ভে থাকা শিশুরও ক্ষতি করতে পারে এই ছত্রাক৷ উচ্চ মাত্রায় সংক্রমণে বিষক্রয়া ছড়াতে পারে মানুষের লিভারে, যার কারণে ঘটতে পারে মৃত্যু৷ রান্না করার পরও এরা ক্রিয়াশীল থাকতে পারে৷ তাই খাবারের ছবিটির মতো দেখতে কোনো ছত্রাক পেলে তা ফেলে দেয়াই নিরাপদ৷
ছবি: imago/McPHOTO
স্যালমোনেলার যম উত্তাপ
বিভিন্ন প্রাণীর পাকস্থলীতে এই ধরণের জীবাণু বাসা বাঁধতে পারে৷ কিন্তু সমস্যা হলো এই ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলেও অনেক সময় কোনো রোগের লক্ষণ প্রকাশ পায় না৷ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার পর এই জীবাণুটি বিষক্রিয়া ঘটায়৷ মুরগী, ডিম, চা পাতা, তিলে এই জীবাণু থাকতে পারে৷ আশার কথা হলো স্যালমোনেলা উত্তাপ পছন্দ করে না৷ অর্থাৎ রান্না করার মাধ্যমে জীবাণুটি ধ্বংস করা যাবে৷
ছবি: picture-alliance/dpa/P. Steffen
ই. কোলাই
এসেরিকিয়া কোলাই বা ই কোলাই শরীরের অভ্যন্তরীণ ক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ৷ কিন্তু এই ব্যাকটেরিয়ার অতি কার্যকারিতা অনেকসময় বিভিন্ন সংক্রমণের কারণ হয়৷ বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য বিপদ ঘটাতে পারে ই কোলাই৷ এর বিষক্রিয়ায় প্রচণ্ড পেটে ব্যাথা হয়৷
ছবি: picture-alliance/AP/CDC/J. Carr
যারা সালাদ ভালোবাসেন
স্যালমোনেলার মতো কোলাই ব্যাকটেরিয়াও তাপে ধ্বংস করা যায়৷ ই কোলাই থাকতে পারে লেটুস কিংবা শসার মতো সবজিতেও৷ যা অনেকে সালাদ হিসেবে কাঁচা খেতে পছন্দ করেন৷ বাজার থেকে এ ধরণের সবজি যথাসম্ভব তরতাজা কেনাই কোলাই ব্যাকটেরিয়া থেকে নিরাপদ থাকার সহজ উপায়৷
ছবি: Colourbox
বিপদজনক লিস্টেরিয়া
লিস্টেরিয়ার আছে টিকে থাকার অসামান্য ক্ষমতা৷ পাওয়া যায় সবখানেই, এমনকি মানুষের খাবারেও৷ শরীরে প্রবেশের পর এই জীবাণু রক্ত দূষিত করার পাশাপাশি মাথা ব্যথাসহ বিভিন্ন সমস্যার জন্ম দেয়৷ বৃদ্ধ ও শিশুরা জীবাণুটি দ্বারা সংক্রমণের সবেচেয়ে বেশি ঝুঁকিতে থাকে৷ তাপের মাধ্যমে লিস্টেরিয়া ধ্বংস করা যায়৷ তবে এজন্য কমপক্ষে ৭০ ডিগ্রি সেলসিয়াস বা ১৬০ ডিগ্রি ফারেনহাইট তাপে অন্তত ১০ মিনিট ধরে খাবার রান্না করতে হবে৷
ছবি: Imago Images/Science Photo Library
শুধু ব্যাকটেরিয়া নয়
পাকস্থলী সমস্যার অন্যতম একটি কারণ নরোভাইরাস৷ যথাযথভাবে প্রক্রিয়াজাত করা না হলে খাবারে এই ধরণের ভাইরাসে সংক্রমণ ঘটতে পারে৷ সবজি বা মাংসে এসব অনুজীব ১২ দিন পর্যন্ত টিকে থাকে৷ ভালো করে খাবার গরম করা, নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ভাইরাস মুক্ত থাকা যায়৷
ছবি: picture-alliance/Charles D. Humphrey/Centers for Disease Control and Prevention/PA
জানা থাকা ভাল
খাদ্যে দূষণ ঘটতে পারে উৎপাদন কিংবা পরিবহণ যে-কোনো স্তরেই, এমনকি ঘরের ভিতরেও৷ তবে হতাশ হওয়ার কিছু নেই৷ সতর্কতা আর স্বাস্থ্যবিধি মেনে চললে নিরাপদে থাকতে পারেন যেকেউ৷ তারজন্য প্রথম শর্তটি হলো রান্নার আগে অবশ্যই ভালো করে হাত ধুবেন৷
ছবি: Fotolia/PiChris
রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা
কাঁচা মাংস আর কাঁচা সবজি কাটাকাটিতে একই ছুরি ব্যবহার করবেন না৷ বাজার থেকে হিমায়িত খাবার কিনলে তা আলাদা ব্যাগে রাখার চেষ্টা করবেন৷ মাংস কিংবা মাছ ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় অন্তত ১০ মিনিট ধরে রান্না করতে হবে৷ বাসি নয়, রান্না খাবারও যত দ্রুত সম্ভব খেয়ে নেয়া ভালো৷
ছবি: Fotolia/Africa Studio
9 ছবি1 | 9
বিকেলে ঘটনাস্থলে গেছিলেন থাইল্য়ান্ডের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কোনো মন্তব্য় করেননি। পুলিশ জানিয়েছে, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোন পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে যান এবং মৃতদেহগুলি উদ্ধার করেন। মৃতদের সকলেরই মঙ্গলবার চেক আউট করার কথা ছিল, এবং তাদের ব্য়াগ গোছানো ছিল। ঘরে খাবারও মিলেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু খাবার খাওয়া হয়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্য়ার ঘটনা নয়। বিষ দিয়ে ছয়জনকে হত্য়া করা হয়েছে। ওই দলের সঙ্গে আরও এক সদস্য় যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে।
গ্র্য়ান্ড হায়াত বিখ্য়াত হোটেল। বহু পর্যটক এই হোটেলে ওঠেন। এই ঘটনার প্রভাব যাতে পর্যটনে না পড়ে, তার দিকে কড়া দৃষ্টি রেখেছে থাই সরকার। প্রধানমন্ত্রী সমস্ত এজেন্সিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।
দুই কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক গত বছর থাইল্য়ান্ডে বেড়াতে গেছেন। সব মিলিয়ে তারা কয়েক ট্রিলিয়ন বাট (থাই মুদ্রা) খরচ করেছেন। পর্যটন থাইল্য়ান্ডের অন্য়তম গুরুত্বপূর্ণ শিল্প। এই ঘটনা সেই ব্য়বসায় যাতে প্রভাব না ফেলে, তা নিয়ে সতর্ক থাই সরকার।