1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দের বিরুদ্ধে অভিযোগ হলেই তদন্তে ধীরগতি?

২৬ আগস্ট ২০২০

প্রশাসন, পুলিশ বা সরকারি চাকুরে কোনো বড় কর্মকর্তার বিরুদ্ধে মামলা বা অভিযোগ হলেই তদন্তে ধীর গতি দেখা যায়৷ এমনকি তদন্তের নামে বছরের পর বছর গড়িয়ে যায়৷

২০১৬ সালে মিতু আক্তার হত্যার তদন্তের এক পর্যায়ে স্বামী পুলিশের এসপি বাবুল আক্তার জড়িত বলে অভিযোগ ওঠেছবি: picture-alliance/dpa/EPA/Str

একটার পর একটা তদন্ত কমিটি হয় কিন্তু তারপরও প্রকৃত ঘটনা জানা যায় না৷ আর প্রতিকার পাওয়া গেলেও তাতে বছরের পর বছর লেগে যায়৷

গত ১৪ মার্চ মধ্যরাতে কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে ‘কথিত’ মোবাইল কোর্টের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া হয়৷ এরপর জেলা প্রশাসকের অফিসেই তাকে নির্যাতন করা হয়৷ নির্যাতনের পর আধা বোতল মদ ও কয়েক গ্রাম গাঁজা দিয়ে মামলা ও কারাগারে পাঠানো হয় আরিফুলকে৷ এই ঘটনায় মোট তিনটি প্রশাসনিক তদন্ত কমিটি হয়ছে৷ কিন্তু এখনো কোনো চূড়ান্ত ব্যবস্থা নেয়া হয়নি৷

শুধুমাত্র তৎকালীন আরডিসি নাজিম উদ্দিনকে তার অতীত কর্মকাণ্ডের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ জেলা প্রশাসক সুলতানা পারভীন এবং দুই সহকারি কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে কুড়িগ্রাম থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়৷ ওই ঘটনায় কুড়িগ্রামে একটি মামলাও করেছেন সাংবাদিক আরিফুল ইসলাম৷ কিন্তু সেই মামলায় এখনো চার্জশিট দেয়া হয়নি৷ জেলা প্রশাসকসহ অন্য আসামিরা জামিনও নেননি৷ আরিফুল জানান, ‘‘মামলার তদন্তে আমি তেমন কোনো অগ্রগতি দেখছিনা৷ আমাকে এখন নানা ভাবে চাপ ও প্রলোভন দেয়া হচ্ছে মামলা প্রত্যাহারের জন্য৷’’

জামালপুরের সেই জেলা প্রশাসক আহমেদ কবীর সাময়িক বরখাস্ত হয়েছেন৷ কিন্তু তার বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত এখনো চলছে৷ গত বছরের আগস্টে তার অফিসের এক নারী কর্মচারীর সঙ্গে তার অনৈতিক কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে প্রত্যাহার ও পরে প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাময়িক বরখাস্ত করা হয়৷ সেই নারী কর্মচারীকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে৷

মামলা প্রত্যাহারের জন্য আমাকে চাপ ও প্রলোভন দেয়া হচ্ছে: আরিফুল ইসলাম

This browser does not support the audio element.

চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু আক্তারকে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা৷ ঘটনার পর সারাদেশে এনিয়ে ব্যাপক আলোচনা হয়৷ পুলিশও তদন্ত শুরু করে জোরেশোরে৷ কিন্তু সেই তদন্তে এখন ভাটার টান৷ কারণ তদন্তের এক পর্যায়ে মিতুর স্বামী বাবুল আক্তারই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ ওঠে৷ তিনিই আবার এই হত্যা মামলার বাদী৷ ২০১৬ সালের সেপ্টেম্বরে এসপি বাবুল আক্তারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়৷ কিন্তু মামলার তদন্ত এখনও শেষ হয়নি৷ মামলার এখনকার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এডিশনাল এসপি মো. মঈন উদ্দিন জানান, ‘‘এই মামলার তদন্ত শেষ হতে আরো সময় লাগবে৷ আমি তদন্তের নতুন দায়িত্ব পেয়েছি৷ সব কিছু দেখতে হবে৷’ এই মামলায় এপর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হলেও চারজন এরইমধ্যে জামিন পেয়েছেন৷ বাবুল আক্তার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘শুরুতে মিতুর বাবা বাবুল আক্তারের পক্ষে অবস্থান নেন৷ এখন আবার গ্রেপ্তার করতে বলছেন৷ তার উচিত তদন্তকারীদের ওপর আস্থা রাখা৷ বাবুল আক্তারতো এই মামলার বাদী৷ আমরা তো তাকে জিজ্ঞাসাবাদ করবই৷’’

পুলিশের ডিআইজি মিজানুর রহমান মিজান ও দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছিরের বহুল আলোচিত ঘুস কেলেঙ্কারির ঘটনায় দুদকের মামলার বিচার শুরু হয়েছে গত ১৯ আগস্ট৷ গত বছরের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুস লেনদেনের অভিযোগে মিজান ও বাছিরের বিরুদ্ধে মামলা করেন দুদকের পরিচালক শেখ ফানাফিল্যা৷ ঘুস কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর খন্দকার এনামুল বাছির ও ডিআইজি মিজানুর রহমান ওরফে মিজান সাময়িক বরখাস্ত হন৷ ডিআইজি মিজানের বিরুদ্ধে আরো একটি দুর্নীতির মামলার তদন্ত চলছে৷ তিনি এখন কারাগারে আছেন৷ দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরও কারাগারে আছেন৷

এদিকে কক্সবাজারের টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যার ঘটনায় ওসি প্রদীপ কুমার দাস ও এসআই লিয়াকতকে আইনের আওতায় ও রিমান্ডে নিতে অনেক বেগ পেতে হয়েছে৷ আর ওই ঘটনায় কক্সবাজারের এসপি মাসুদ হোসেনকে দায়ী করা হলেও তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি৷ তিনি বহাল তবিয়তে আছেন৷ তিনি অবশ্য বলেছেন, ‘‘আমার যা বলার তদন্ত কমিটির কাছেই বলব৷’’ জানা গেছে তদন্ত কমিটি প্রতিবেদন দেয়ার আগে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না৷

এসব বিষয় নিয়ে প্রশাসনের উচ্চ পর্যায়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানা যায়নি৷ তবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘‘যার দায় তাকে নিতে হবে৷ কাউকে রক্ষায় কোনো ধরনের পেশাগত চাপ সৃষ্টি করা হয় না৷ ব্যক্তিগত সম্পর্ক বা অন্য কেনো ধরনের সম্পর্কের কারণে কারুর প্রতি কারুর সহানুভূতি থাকতে পারে৷’’

২৭ জুনের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ