1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতায় থাকছেন এর্দোয়ান

২৫ জুন ২০১৮

একই সঙ্গে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন হয়ে গেল তুরস্কে৷ দু'টোতেই প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ান ও তাঁর দল একেপির জোট জয়ী৷ ফলে প্রত্যাশিতভাবেই তুরস্কে এর্দোয়ান-শাসনের মেয়াদ বাড়ল৷

Wahlen Türkei - Erdogan erklärt sich zum Sieger
ছবি: picture alliance/AP Photo/Presidential Press Service

ভোটের আগের জরিপগুলোও এমন ইঙ্গিতই দিচ্ছিল৷ এর্দোয়ানের বিরোধী এবং সমালোচকরা ২০১৭ সাল থেকেই বলে আসছেন ভোটের মাধ্যমে নিজেকে আরো ক্ষমতাশালী করতে চলেছেন এর্দোয়ান৷ এমন সমালোচনার মুখেই সে বছর গণভোট হয়৷ দেশটি সংসদীয় গণতন্ত্র থেকে প্রেসিডেন্ট শাসিত গণতন্ত্রের পথে যাবে কিনা, এই প্রশ্নে আয়োজিত গণভোটে এর্দোয়ানের মনোবাসনাই পূর্ণ হয়৷ গণভোটের পরই নির্ধারিত হয়েছিল ভোটের তারিখ৷ এর্দোয়ান অবশ্য সেই সিদ্ধান্তে স্থির থাকেননি৷ কথা ছিল, প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচন হবে ২০১৯ সালের নভেম্বরে৷ এর্দোয়ান সরকার আগাম নির্বাচন চাওয়ার কারণেই রবিবার নির্বাচন হয়ে গেল তুরস্কে৷

সরকারি ঘোষণা অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনে এর্দোয়ান পেয়েছেন ৫২ দশমিক ৫ শতাংশ ভোট৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)-র মুহারেম ইনজে পেয়েছেন ৩০ দশমিক ৭ ভোট৷ বাকি প্রার্থীদের কেউ দশ শতাংশ ভোটও পাননি৷

অন্যদিকে সংসদ নির্বাচনে ক্ষমতাসীন একেপি ৪২ দশমিক ৪ এবং বাকি উল্লেখযোগ্য দলগুলোর মধ্যে এমএইচপি ১১ দশমিক ১, সিএইচপি ২২ দশমিক ৭, আইওয়াইআই ১০ এবং এইচডিপি পেয়েছে ১১ দশমিক ৪ শতাংশ ভোট৷ নিজের দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এর্দোয়ানের কোনো চিন্তা নেই, কেননা, চরম জাতীয়তাবাদী দল এমইচপির ভোট মিলিয়ে তাঁর জোট ৫৩ শতাংশের বেশি পেয়েছে৷ এর মানে হলো, সংসদের ৬০০ আসনের মধ্যে এর্দোয়ানের জোটের ৩৪৩টি আসন পাওয়া নিশ্চিত৷

এর্দোয়ানের ভাষণ

টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এর্দোয়ান বলেছেন, ‘‘জনগণ আমাদের প্রেসিডেন্ট এবং নির্বাহী পদগুলোতে  কাজ করার দায়িত্ব দিয়েছে৷ আশা করি এখন আর কেউ নির্বাচনের ফলাফলে কালি ছিটিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করবেন না৷'' জাতির উদ্দেশ্যে দেয়া এ ভাষণের পর তিনি ইস্তানবুল থেকে আঙ্কারার উদ্দেশ্যে রওনা হন৷ সেখানে তাঁর দলীয় সমর্থকদের জমায়েতে ভাষণ দেয়ার কথা৷

সমালোচনা

কারচুপির অভিযোগ তুললেও সোমবার নির্বাচনের ফলাফল মেনে নিয়েছে বিরোধীরা৷ মধ্য-বামপন্থি দল সিএইচপির প্রধান কার্যালয়ে দেয়া এক ভাষণে মুহারেম ইনজে প্রেসিডেন্ট এর্দোয়ানের উদ্দেশ্যে বলেছেন, ‘‘এখন থেকে আপনি আমাদের সবার প্রেসিডেন্ট৷'' এ সময় নির্বাচনকে ‘অন্যায্য' এবং ‘রক্তে রঞ্জিত' হিসেবেও উল্লেখ করেন তিনি৷ এর পাশাপাশি রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগও তুলেছেন ইনজে৷ এ অভিযোগে সরকারের অর্থায়নে চলা টিআরটি চ্যানেলের এক সাংবাদিককে বের করে দেন সিএইচপি নেতা৷ ওই সাংবাদিকের উদ্দেশ্যে সরাসরিই মুহারেম ইনজে বলেন, ‘‘আমার তিনটি বড় সমাবেশের একটির খবরও আপনারা প্রচার করেননি৷ দয়া করে আপনি বেরিয়ে যান৷''

চেজ ভিন্টার/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ