1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় মাছ শিকারে ঈগল!

১৬ আগস্ট ২০১৯

উত্তর আমেরিকা ও কানাডার সীমান্তঘেষা সেন্ট ক্রিক্স নদীতে একটি ঈগলের মাছ শিকারের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে৷

Riesenseeadler Haliaeetus pelagicus Ochotskischen Meer Japan
ছবি: Imago/blickwinkel/J. Bitzer

ড্যান গফ নামের এক ব্যক্তি তার টুইটার অ্যাকাউন্টে মাছ শিকারের দুটি ভিডিও পোস্ট করেছেন৷

প্রথম ভিডিওতে দেখা যায়, পানিতে ভাসছে একটি ঈগল৷ দেখে মনে হচ্ছিল কোনোভাবে আহত হয়ে পানিতে পড়ে গেছে৷ এরপর ডানা ঝাপটে তীরের দিকে আগাতে শুরু করে ঈগলটি, আর তখনই বোঝা যায় এই শিকারী পাখিটি নিজের পা দিয়ে আটকে রেখেছে বড় আকারের একটি মুস্কি মাছ৷

ভিডিও ধারণকারী ড্যান গফকে বলতে শোনা যায়, ''এটা জীবন্ত এবং বড় মুস্কি মাছ৷'' ঈগল পা থেকে মাছটি ছেড়ে দিলে লাভ দিয়ে তা আবার পানিতে চলে আসে৷ তবে ঈগলটি আবারো মাছটিকে ধরে ফেলে৷

মাছ শিকারের ঘণ্টাখানেক পরের আরেকটি ভিডিও পোস্ট করেছেন ড্যান গফ৷ তাতে দেখা যায়, মাছটির প্রায় অর্ধেক খাওয়া শেষ করেছে পাখিটি৷

ব্রিংমেথনিউজ ডটকমকে ড্যান গফ জানিয়েছেন, প্রথমে তিনি মনে করেছিলেন ঈগলটি কোনোভাবে আঘাত পেয়ে পানিতে ভেসে আছে৷

এসআই/কেএম (ব্রিংমেথনিউজ ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ