1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বীকৃতি পেলো সিরিয়ার বিদ্রোহীরা

২৬ মার্চ ২০১৩

শীর্ষ সম্মেলনে সরকার বা সরকারের প্রতিনিধিদের অংশ নেয়াটাই নিয়ম৷ ব্যতিক্রম খুব কমই দেখা যায়৷ বিরল দৃষ্টান্ত হয়ে এবার খবরে এসেছে সিরিয়ার বিদ্রোহীরা৷ আরব শীর্ষ সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিত্ব করছে তারা৷

ছবি: picture-alliance/dpa

মঙ্গলবার দোহায় শুরু হয়েছে আরব শীর্ষ সম্মেলন৷ তবে ২২টি দেশের এ জোটে অনেক গুরুত্বপূর্ণ আরব নেতারাই এবার থাকছেন না৷ সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ এবং ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি কাতারের রাজধানীতে যেতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে৷ সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের অংশ না নেয়ার কারণটা অবশ্য অন্য৷ দু'বছর আগে সে দেশে যুদ্ধ শুরু হওয়ার পরই আসাদের প্রতি রক্তপাত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল৷ সে আহ্বানে সাড়া না দেয়ায় ২০১১ সালের নভেম্বরে আরব লিগ থেকে বহিষ্কার করা হয় সিরিয়াকে৷

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই আরব অঞ্চলের অনেকগুলো দেশের সমর্থন পেয়ে আসছে সিরিয়ার বিদ্রোহীরা৷ এবার সেই সমর্থন একভাবে আনুষ্ঠানিক স্বীকৃতিও পেল৷ দোহার শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার সুযোগ দিয়ে আরেকবার বুঝিয়ে দেয়া হলো বিদ্রোহী অর্থাৎ বাশার আল-আসাদের সরকারের বিরোধীদের পাশেই আছে আরব লিগ৷ ওদিকে বিরোধীদের শীর্ষ সম্মেলনে অংশ নিতে দেয়ায় প্রত্যাশিতভাবেই ক্ষোভ প্রকাশ করেছে সিরিয়া সরকার৷ সে দেশের দৈনিক আল-থাওরাকে এক সরকারি কর্মকর্তা বলেছেন, ‘‘সিরিয়ার চুরি যাওয়া আসনটি (আরব) লিগ ডাকু আর বদমাশদের দিয়েছে৷''

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ