1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড় হারে শেষ হল বাংলাদেশের বিশ্বকাপ মিশন

সামীউর রহমান
১১ নভেম্বর ২০২৩

অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের পরাজয়ে শেষ হল বাংলাদেশের ২০২৩ বিশ্বকাপ৷

Cricket | ICC Cricket World Cup | Australien vs Bangladesch
ছবি: Rafiq Maqbool/AP Photo/picture alliance

তবে রান রেটে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে অষ্টম স্থানে থাকায় ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা কার্যত নিশ্চিত হয়েছে টাইগারদের৷

মিচেল মার্শের অপরাজিত ১৭৭ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ইডেনের সেমিফাইনালে পা রাখতে যাচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে তাদের অপেক্ষায় আছে দক্ষিণ আফ্রিকা৷

টসে হেরে ব্যাটিং করে ৮ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে ৩০৭ রানের লক্ষ্যে বেধে দেয় বাংলাদেশ৷ নিজেদের আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৯২ রান তাড়া করে জেতাটাই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার রান তাড়ায় সেরা সাফল্য৷ আফগানদের স্পিন আক্রমণের সামনে ৯১ রানে ৭ উইকেট হারানোর পর গ্লেন ম্যাক্সওয়েলের বীরত্বে জিতেছিল অস্ট্রেলিয়া৷

বাংলাদেশের বিপক্ষে শনিবার লক্ষ্যটা আরেকটু বড় আর ম্যাক্সওয়েলও ছিলেন না একাদশে৷ তবুও হেসেখেলেই জিতেছে অস্ট্রেলিয়া, মিচেল মার্শের বীরত্বে৷ আসরের মাঝপথে দাদার মৃত্যুতে দেশে ফিরে গিয়েছিলেন, এসে আফগানিস্তানের বিপক্ষে খেললেও ভাল করতে পারেননি৷ বাংলাদেশের বোলারদের নিয়ে রীতিমত ছিনিমিনি খেলে মার্শ বলতে গেলে এক হাতেই হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষকে৷

আঙ্গুলে চোট পেয়ে বিশ্বকাপ থেকেই আগেই বিদায় নিয়েছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান৷ ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হারলেন এবং ব্যাট করতে নামল বাংলাদেশ৷ লিটন দাস এবং তামজিদ হাসান তামিম বেশ ভাল একটা শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে৷ এই পুনেতেই ভারতের বিপক্ষে ম্যাচে ৯৩ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন লিটন-তামজিদ তামিম৷

আশ্চর্য্য হলেও সত্যি, এটাই সব বিশ্বকাপ মিলিয়ে বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানদের সর্বোচ্চ জুটি! গোটা বিশ্বকাপে বাংলাদেশ খুঁড়িয়েছে উদ্বোধনী জুটির ভাল শুরুর অভাবেই, শেষ ম্যাচে এসে তারা খানিকটা রঙ ফিরে পেলেন৷

১৩২ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংসে ১৭টা চার আর ৯টা ছক্কা মেরেছেন মিচেল মার্শ, অর্থাৎ জায়গায় দাঁড়িয়েই নিয়েছেন ১২২ রান!ছবি: Rafiq Maqbool/AP Photo/picture alliance

প্রথম পাওয়ার প্লে (১০ ওভার) শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬২, অন্য ম্যাচগুলোর সঙ্গে তুলনা করলে রীতিমত স্বপ্নের শুরু৷ কিন্তু স্বপ্নের স্থায়ীত্ব দীর্ঘ হল না৷ শন অ্যাবটের শর্ট বল খেলতে না পেরে বোলারের হাতেই ফিরতি ক্যাচ দিলেন ৩৪ রান করা তামজিদ৷ ভাঙল ৭৬ রানের উদ্বোধনী জুটি৷

চমৎকার খেলতে থাকা লিটন লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে আলতো করে উড়িয়ে মেরে যেন ক্যাচ ধরার অনুশীলনই করালেন মারনাস লাবুশেনকে৷ তাতে শান্তর সঙ্গে ৩০ রানের জুটিটা হল বিচ্ছিন্ন৷ অধিনায়ক শান্ত প্রথম বলে লেগ বিফোর উইকেটের জোরাল আবেদন থেকে বাঁচার পর সাহসী হয়ে উঠলেন৷ ডাউন দ্য উইকেটে এসে কয়েকটা চার মারলেন পুলশটে, বিশেষ করে দুই মিডিয়াম পেসার মিচেল মার্শ ও মার্কাস স্টোয়নিসের বলে৷

ম্যাচের লাগাম যখন মনে হচ্ছে বাংলাদেশের হাতে, তখনই দুটো রানআউটে সব পালটে দিলেন লাবুশেন৷ স্কয়ার লেগে বল ঠেলে দিয়ে দুই রান নিতে চেয়েছিলেন শান্ত, লাবুশেন স্লাইড করে বলটা তুলে নিয়ে নিখুঁত থ্রো করলেন উইকেটরক্ষকের হাতে৷ দ্বিতীয় রান নিতে ফিরে আসা শান্ত ক্রিজে ঢোকার আগেই জস ইংলেস ভেঙ্গে দিয়েছেন স্টাম্প৷ ৪৪ রানে রান আউট হয়ে ফিরে গেলেন শান্ত৷

চার-ছক্কায় দ্রুত রান তোলা মাহমুদউল্লাহকেও দারুণ আন্ডারআর্ম থ্রো তে আউট করেছেন লাবুশেন৷ তৌহিদ হৃদয় কভারে বলটা ঠেলে দিয়ে এক রান নিতে দৌড় দিয়েছিলেন৷ অন্যপ্রান্ত থেকে মাহমুদউল্লাহ দৌড়ে এসে ক্রিজে ঢোকার আগেই উড়ুক্কু থ্রো থেকে স্টাম্প ভেঙ্গে দেন লাবুশেন৷ দুই রানআউটে দুজন থিতু হওয়া ব্যাটসম্যানকে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে হারিয়ে ফেলায় সংগ্রহটা বড় হয়নি বাংলাদেশের৷ নিজের শেষ বিশ্বকাপ ইনিংসে ২১ রানের বেশি করতে পারেননি পঞ্চম বিশ্বকাপ খেলা মুশফিকুর রহিমও৷

বিশ্বকাপে তৌহিদ হৃদয়ের ব্যাটিং অর্ডারটা নিয়ে নাড়াচাড়া হয়েছে বেশি৷ শেষ ম্যাচে সাকিবের অবর্তমানে চার নম্বরে নেমেছিলেন, খেলেছেন ৭৯ বলে ৭৪ রানের দায়িত্বশীল ইনিংস৷ বিশ্বকাপে হৃদয়ের এটাই প্রথম হাফসেঞ্চুরি৷ অনেক প্রতিশ্রুতি নিয়ে বিশ্বকাপে আসা হৃদয় নিজেকে মেলে ধরতে বোধহয় একটু দেরিই করে ফেললেন৷ আউট হয়েছেন ৪৭তম ওভারে, একটু ধৈর্য্য ধরলে হয়তো সেঞ্চুরিও পেয়ে যেতেন৷ কিন্তু মার্কাস স্টোয়নিসের ফুলটস বলটায় ডিপ মিডউইকেটে দাঁড়ানো মারনাস লাবুশেনের হাতে ক্যাচ তুলে দেয়াতে সেই সম্ভাবনার ইতি৷

শেষ দিকে বাংলাদেশের উইকেট পড়েছে নিয়মিত৷ রানও ওঠেনি কাঙ্খিত মাত্রায়৷ শেষ ৫ ওভারে আসে মাত্র ৩৫ রান৷ হৃদয়ের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজ ২০ বলে ২৯ রান করলেও নাসুম আহমেদ ১১ বলে করেন ৭ রান, শেখ মেহেদি ৩ বলে করেন ২ রান আর তাসকিন ১ বল খেলে কোন রান করতে পারেননি৷

১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার অ্যাডাম জাম্পা৷ আসরে ২২ উইকেট হয়ে গেল এই লেগস্পিনারের৷ শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কাকে ছাপিয়ে জাম্পাই এখন সর্বোচ্চ উইকেট শিকারী৷ বদলি পেসার শন অ্যাবটও নিয়েছেন ২ উইকেট৷

৩০৮ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ট্র্যাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া৷ ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে তাসকিন বোল্ড করেন ১০ রান করা হেডকে৷ ঐ একটা মুহূর্তের জন্যই ম্যাচে খানিকটা প্রতিদ্বন্দ্বিতার আভাস গড়েছিল বাংলাদেশ৷ ওয়ান ডাউনে মিচেল মার্শ নেমে চার ছক্কার ফুলঝুড়িতে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সকল সম্ভাবনাকেই অঙ্কুরে বিনষ্ট করেছেন৷

ছবি: Rafiq Maqbool/AP/picture alliance

অন্যপ্রান্তে ডেভিড ওয়ার্নার একটু রয়েসয়েই খেলছিলেন৷ ৫২ বলে হাফসেঞ্চুরি করার পর ৫৩ রানে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ দিলেন শান্তর হাতে৷ কিন্তু অন্যদিকে মার্শ যে রূদ্রমূর্তিতে! প্রথম ৫০ রান আসে মাত্র ৩৭ বলে, ৬টা বাউন্ডারি আর ৩ ছক্কায়৷ ১০০ রানে পৌঁছে যান ৮৭ বলে৷ তবুও ক্লান্ত হননি জিওফ মার্শের ছোট ছেলে৷ ম্যাচ জিতিয়ে যখন মাঠ ছাড়ছেন তখন নামের পাশে ১৭৭ রান, বাংলাদেশের রানটা আরেকটু বেশি হলে হয়তো ম্যাক্সওয়েলের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেই ফেলতেন৷

১৩২ বলে অপরাজিত ১৭৭ রানের ইনিংসে ১৭টা চার আর ৯টা ছক্কা মেরেছেন মিচেল মার্শ, অর্থাৎ জায়গায় দাঁড়িয়েই নিয়েছেন ১২২ রান! অন্যপ্রান্তে স্টিভেন স্মিথও সেদিনের কামিন্সের মত নিরব দর্শক হয়ে থাকেননি৷ ১ ছক্কা আর ৪ বাউন্ডারিতে ৬৪ বলে ৬৩ রানের ইনিংস খেলে যোগ্য সঙ্গ দিয়ে গেছেন৷ দ্বিতীয় উইকেটে দুজনে মিলে ১৩৫ বলে যোগ করেছেন ১৭৫ রান৷

তাদের এই কীর্তিতে ভর করেই ৪৪.৪ ওভারে ৩২ বল ও ৮ উইকেট হাতে রেখেই ৩০৬ রান তাড়া করে জয়ের বন্দরে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া৷ বিশ্বকাপে নিজেদের প্রথম দুটো ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাবার পর টানা ৭ ম্যাচ জিতে সেমিফাইনালে অস্ট্রেলিয়া৷ শিরোপার জন্যও তাদের দাবিটা হয়ে উঠেছে জোরাল৷

স্কোরকার্ড

বাংলাদেশ ৫০ ওভারে ৩০৬/৮; হৃদয় ৭৪, শান্ত ৪৫, লিটন ৩৬, তানজিদ ৩৬

জাম্পা ২/৩২, অ্যাবট ২/৬১

অস্ট্রেলিয়া ৪৪.৪ ওভারে ৩০৭/২, মিচেল মার্শ ১৭৭*, স্মিথ ৬৩*, ওয়ার্নার ৫৩; তাসকিন ১/৬১

ফল-অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা- মিচেল মার্শ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ