1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়ঃসন্ধি কী এবং কেন?

দেবারতি গুহ৩ ডিসেম্বর ২০১৫

আমাদের সমাজ রক্ষণশীল৷ সে কারণেই হয়ত যৌনশিক্ষার গুরুত্ব ভারত-বাংলাদেশে অনেক বেশি৷ এক্ষেত্রে স্কুল তো বটেই, পরিবারকেও এগিয়ে আসতে হবে৷ আর ইন্টারনেট নিয়ে ভয় থাকলেও, এ মাধ্যমটির সঠিক ব্যবহারও কিন্তু উপকারে আসতে পারে৷

Symbolbild Liebespaar Paar Pärchen Blumen
ছবি: Fotolia/envfx

বয়ঃসন্ধি আমরা সকলেই পার করেছি৷ তাই আমরা জানি যে, ১০ থেকে ১৯ বছরের মধ্যে শিশু-কিশোরদের শারীরিক কিছু পরিবর্তন হয়৷ এ সময়ে নিজের শরীর ও যৌনতা নিয়ে নানা প্রশ্ন বাসা বাঁধে তাদের মনেও৷ কিন্তু এ সব নিয়ে কথা বলতে তারা লজ্জা পায়, অভিভাবকের চাইতে বন্ধু-বান্ধবের সঙ্গেই কথা বলতে পছন্দ করে তারা৷ এতে করে যৌনতা বা যৌন সম্পর্ক নিয়ে অনেক ভুল তথ্য, অনেক ভুল বোঝা থেকে যায়৷ এমনকি জন্মনিয়ন্ত্রণ, যৌনমিলন সম্পর্কে জড়তা, অস্পষ্টতা থেকে যায় বেশি বয়স পর্যন্তও৷

এখানে যদি স্কুল আর ‘বায়োলজি' ক্লাসের ওপর নির্ভর না করে বাবা-মায়েরা সন্তানদের বন্ধু হয়ে ওঠেন, তাহলে অনেক কিছু গল্পের ছলেই তাদের বোঝানো যায়, দেয়া যায় ‘গাইডেন্স'৷ ইউটিউব-এর এই ভিডিওটির কথাই ধরুন৷ বয়ঃসন্ধিতে শিশুদের শরীর ও মনে যে পরিবর্তনগুলো আসে, তার কারণগুলো এখানে কেমন সুন্দরভাবে বুঝিয়ে দেয়া হয়েছে! আসলে শিশুদের এটা বলা দরকার যে, তার বাবা-মাও একদিন এমন একটা সময় পার করেছেন৷ আর সেসব কথাই গল্পের মাধ্যমে, এ ধরনের ইন্টারনেট ভিডিও-র মধ্যে দিয়ে শিশুদের কাছে তুলে ধরা যায়৷ তা না হলে শিশুদের ভবিষ্যৎ জীবনে খুব বড় কোনো ক্ষত থেকে যেতে পারে৷

বন্ধুরা, ভিডিওটি কি সত্যিই আপনার সন্তানকে বয়ঃসন্ধি সম্পর্কে জানাতে সাহায্য করতে পারে? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ