1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়লার ৫৫০০, ইন্সপেক্টর মাত্র ৬

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১২ সেপ্টেম্বর ২০১৬

টঙ্গীর শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ওদিকে বাংলাদেশের শিল্প কারখানায় বয়লার ব্যবহার ও তার তদারকি নিয়ে উঠেছে প্রশ্ন৷

ট্যাম্পাকোয় আগুন
ছবি: picture-alliance/AP Photo/A. M. Ahad

শুরুতে ট্যাম্পাকোর বয়লার বিস্ফোরণ হয়েছে বলে ফায়ার সার্ভিস দাবি করলেও, পরে বয়লার ইন্সপেক্টর প্রকৌশলী শরাফাত আলী দাবি করেন যে, বয়লার দু'টি অক্ষত আছে৷ তাই বিস্ফোরণ এবং আগুনের কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি৷ তবে এ ঘটনায় বাংলাদেশের শিল্প-কারখানায় বয়লারের ব্যবহার নিয়ে ভয়াবহ সব তথ্য বেরিয়ে এসেছে৷

বাংলাদেশের শিল্পকারখানাগুলোতে প্রধানত শক্তি উৎপাদনের জন্য বয়লার ব্যবহার করা হয়৷ মূত এই শক্তি উৎপাদন করা হয় পানিকে বাষ্পে পরিণত করে৷

শিল্পমন্ত্রণালয়ের অধীনে কল-কারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে এই বয়লারের অনুমতি দেয়া হয় এবং বাংলাদেশে বয়লারের আলাদা পরিদর্শন অধিদপ্তরও রয়েছে৷ কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশে সাড়ে পাঁচ হাজার নিবন্ধিত বয়লারের জন্য পরিদর্শক আছেন মাত্র ছ'জন৷ জানা গেছে, এই বয়লারগুলো প্রায় তিন হাজার কারখানায় ব্যবহার করা হয়৷

ট্যাম্পাকোয় আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরাছবি: picture-alliance/AP Photo/A. M. Ahad

বয়লার ইন্সপেক্টর শরাফত আলী ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা বছরে একবার করে বয়লারগুলো পরিদর্শন করি৷ পরিদর্শনের সময় বয়লারের সার্বিক অবস্থার সঙ্গে বয়লার অপারেটরসহ বয়লারের কার্যকারিতাও পরীক্ষা করি আমরা৷''

উল্লেখ্য, আসলেই যদি বয়লারগুলো বছরে একবার পরীক্ষা করা হয় তাহলে একজন ইন্সপেক্টরকে বছরের ৩৬৫ দিনে মোট ৯১৬টি বয়লার পরীক্ষা করতে হবে৷ মাসে পরিদর্শন করতে হবে ৫৫৮টি বয়লার৷ এখানে বলা প্রয়োজন, বয়লার ব্যবহারকারী শিল্প-কারখানাগুলো ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে ছড়িয়ে আছে৷ তাই বাস্তবে এই পরীক্ষা সম্ভব নয়৷

এই পরিস্থিতির কারণে প্রধান বয়লার পরিদর্শকের অফিস থেকে আগেই ২০০ বয়লার ইন্সপেক্টরসহ মোট সাড়ে তিনশ' জনবলের প্রস্তাব দেয়া হয়৷ অবশ্য এখনো এর জন্য অনুমোদন দেয়া হয়নি৷

রানা প্লাজা বিপর্যয়ের তৃতীয় বার্ষিকীতে (২৪.৪.১৬)ছবি: picture-alliance/dpa/A. Abdullah

ইন্সপেক্টর শরাফাত আলী বলেন, ‘‘ঠিকমত বয়লারগুলো পরিদর্শন করতে হলে ২০০ জন ইন্সপেক্টর প্রয়োজন, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার৷'' তবে সামনেই মানে নতুন চারজন বয়লার ইন্সপেক্টর যোগ দেবেন বলে খবর৷

এ ব্যাপারে প্রধান কারখানা পরিদর্শক আব্দুল মান্নান ছুটিতে থাকায় তাঁর কোনো বক্তব্য জানা যায়নি৷

একধিক সূত্র জানায় যে, এখনকার জনবল দিয়ে হিসেবের খাতায় মাসে ৭০টি বয়লার পরিদর্শন করা হয়৷ কিন্তু বাস্তবে তা করেন না ইন্সপেক্টররা৷

অন্যদিকে অভিযোগ যে, আইন অমান্য করেই ভবনের দোতলায় বয়লার স্থাপন করেছিলেন ট্যাম্পাকোর মালিকপক্ষ৷ ১৯৪০ সালের বয়লার আইন অনুযায়ী, বয়লার মেশিন অবশ্যই ভূপৃষ্ঠের লাগোয়া করে স্থাপন করতে হবে৷ এরপরও কল-কারখানা পরিদর্শন পরিদপ্তর ট্যাম্পাকোকে ছাড়পত্র দিয়েছে৷ জানা গেছে, এই দু'টি বয়লার আগামী ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নবায়ন করা আছে৷

xxx

This browser does not support the audio element.

বয়লার ইন্সপেক্টর শরাফত আলী দুর্ঘটনার দিন শনিবার বিকেলেই দাবি করেন, ‘‘বয়লার বিস্ফোরণে নয়, গ্যাস লাইন লিকেজ হয়ে ট্যাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে বয়লার দু'টি অক্ষত আছে বলে দাবি করেছেন শিল্প মন্ত্রণালয়ের কল-কারখানা পরিদপ্তরের বয়লার পরিদর্শক ইঞ্জিনিয়ার শরাফত আলী৷ শনিবার সন্ধ্যায় ট্যাম্পাকো কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যাম্পাকো কারখানায় দু'টি বয়লার রয়েছে৷

উল্লেখ্য, শনিবার দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ‘‘বয়লার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটেছে৷''

বাংলাদেশে অনুমোদনের বাইরেও স্থানীয়ভাবে তৈরি করা বয়লার ব্যবহারের অভিযোগ আছে৷ বিশেষ করে রাইস মিলে প্রায়ই এ ধরনের অননুমোদিত বয়লার বিস্ফোরণের খবর পাওয়া যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ