1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়স্কদের সঙ্গী খুঁজতে স্পিড ডেটিং

২৬ মার্চ ২০১৮

বন্ধু বা সঙ্গী খুঁজতে তরুণ প্রজন্মের জন্য ‘স্পিড ডেটিং’-এর চল বেশ কিছুকাল ধরেই রয়েছে৷ কিন্তু নিঃসঙ্গ বৃদ্ধরাও কেন এর স্বাদ পাবেন না? সুইডেনে তাই বয়স্কদের জন্য চালু হয়েছে সেই অভিনব ব্যবস্থা৷

ছবি: NDR

সংলাপের জন্য সাত মিনিট স্থির করে দেওয়া হয়৷ প্রাথমিক পরিচয়ের জন্য এই সময় বরাদ্দ করা হয়েছে৷ বয়স্কদের এই দুপুরের আড্ডায় নতুন মানুষের সঙ্গে পরিচয়ের ব্যবস্থা করা হয়েছে৷ একে বলে ‘স্পিড ডেটিং’৷ নিজের সম্পর্কে ভালো ধারণা তৈরি করতে বা অন্যকে বুঝতে হাতে বেশি সময় থাকে না৷ সময়ের চাপের মূল উদ্দেশ্য হলো, অংশগ্রহণকারীরা যাতে শুরু থেকেই নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে৷ বয়স্কদের স্পিড-ডেটিং আয়োজক বির্গিটা ভিনব্লাড বলেন, ‘‘একে অপরের সঙ্গে উৎসাহ নিয়ে কথা বলতে দেখলে মনে আশা জাগে, যে তারা হয়তো আবার মিলিত হয়ে একসঙ্গে ভালো কিছু করবে৷ সেটাই আমাদের লক্ষ্য৷’’

আচমকা সংলাপ শেষ৷ নিজের সম্পর্কে অনেক কিছু বলে ফেলার পর কেউ কেউ বিস্ময়ে হতভম্ব হয়ে পড়েন৷ একজন জানালেন, কথা শুরু করা মোটেই কঠিন নয়৷ তবে স্পিড ডেটিং মোটেই ধ্যানের মতো নয়৷ এদিকে আবার ফ্লার্ট করার পর খিদে পায়৷ নতুন বন্ধু খুঁজতে হলে শরীর-মন তাজা রাখতে হবে৷ বির্গিটা বলেন, ‘‘একটা বয়সের পর নতুন বন্ধু পাওয়া মোটেই সহজ নয়৷ নতুন কারো পক্ষে পুরানো বন্ধুদের দলে ঢোকাও সহজ নয়৷’’

তবে স্পিড ডেটিং করতে এসে জীবনসঙ্গী পাবার আশা প্রায় কেউই করেন না৷ নতুন বন্ধু পেলে সেটাই বড় সাফল্য বলে মনে করা হয়৷ ধীরে ধীরে পরিবেশ সৃষ্টি হয়৷ প্রতিটি সাত মিনিটের সংলাপের পর আড়ষ্টতাও কিছুটা কমে যায়৷

ক্লাস অলিভার রিশটার/এসবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ