1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুড়োদের পছন্দের গাড়ি

১০ আগস্ট ২০১৪

জার্মানিতে বয়স্ক গাড়ি চালকরা, মানে বুড়োরা হাই-টেক এসইউভি গাড়ির দিকেই বেশি ঝুঁকছেন৷ আধুনিক প্রযুক্তি তাঁদের শারীরিক দুর্বলতাকে কাটিয়ে তুলতে বেশ সাহায্য করছে বলে মনে করছেন গবেষকরা৷

Porsche Cayenne
ছবি: picture-alliance/dpa

জার্মানি গাড়ির দেশ বলেই পরিচিত৷ আছে রং-বেরংয়ের আধুনিক মডেলের উচ্চ প্রযুক্তির গাড়ি৷ আবার পুরানো আমলের ‘ওল্ডটাইমার'-এরও কদর কম নয়৷ এমন ভিনটেজ গাড়ি খুবই যত্ন করে রাখা হয়৷ তবে সেটা অনেকটা হাতি পোষার মতো৷ এমন গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও কম নয়৷ বিশেষ কারণ ছাড়া সেই গাড়ি বার করা হয় না৷

কে চালায় এই সব পুরানো গাড়ি? না, বয়স্করা নয়৷ বয়স হয়েছে বলেই পুরানো আমলের গাড়ির প্রতি টান বাড়বে – বাস্তবে মোটেই সেটা ঘটে না৷ বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক যে সব সমস্যা দেখা দেয়, সেগুলির কথা ভেবে বরং আধুনিক গাড়িই পছন্দ করেন তাঁরা৷

৬০ বছর বয়সের পর যে সব সমস্যা বেশি দেখা যায়, তার মধ্যে রয়েছে পিঠে ব্যথা, ঘাড় ঘোরানোর সমস্যা, বাত সহ হাড়ের অন্যান্য ব্যাধি৷ অতএব গাড়িতে ওঠা, গাড়ি থেকে নামা, রাস্তায় নামার আগে ঘাড় ঘুরিয়ে অন্যান্য গাড়ির প্রবাহ দেখা, গাড়ি পার্ক করা – এই সব গুরুত্বপূর্ণ কাজ যত সহজ হবে, গাড়ি হবে ততই উপযুক্ত৷ আধুনিক গাড়ির ডিজাইনে দরজা-জানালা, সিটের গঠন ও উচ্চতা, সিটের উপর মাথা রাখার গার্ডের মতো বিষয়কে বাড়তি গুরুত্ব দেওয়া হয়৷ সেইসঙ্গে রয়েছে নানা ইলেকট্রনিক ব্যবস্থা, যা কখনো ব্যাক করতে সাহায্য করে, কখনো বা আশেপাশের বস্তুর সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখে৷ গাড়ির সেন্সর ও ক্যামেরা দুর্বল দৃষ্টিশক্তির সমস্যাও অনেকটা কাটিয়ে তোলে৷ ফলে কম জায়গা থাকলেও গাড়ি পার্ক করতে তেমন সমস্যা হয় না৷

জার্মানির ডুইসবুর্গ-এসেন বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে গবেষণা চলছে৷ সেখানকার বিশেষজ্ঞ ফ্যার্ডিনান্ড ডুডেনহ্যোফার সংবাদ সংস্থা ডিপিএ-কে বয়স ও গাড়ির মধ্যে সম্পর্কের বিষয়ে নানা প্রবণতার কথা বলেছেন৷ যেমন অনেক বয়স্ক মানুষের জন্য বড় ‘স্পোর্টস ইউটিলিটি ভেহিকল' বা এসইউভি গাড়ি আদর্শ হতে পারে৷ বড় আকারের এই গাড়ি তাঁদের কাছে বেশ শক্তিশালী মনে হয়৷ ফলে তাঁরা বেশ ভরসা পান৷ আবার সেই বড় আকারের কারণেই তাঁরা ছোট গাড়ির তুলনায় ভিতরে বসে নড়াচড়ার বেশি জায়গা পান৷ ছোট গাড়ির ইঞ্জিন প্রায়ই বেশ দুর্বল হয়৷ তাই পাহা়ড় বা উঁচু পথে উঠতে সমস্যা হয়৷ বয়স্ক মানুষরা প্রকাশ্যে এমন দুর্বলতা দেখানো পছন্দ করেন না৷ এসইউভি-র শক্তিশালী ইঞ্জিন তাঁদের সেই দুর্বল ভাবমূর্তিও দূর করে৷

জার্মানিতে গাড়ির বাজারের চিত্র বেশ বদলে গেছে৷ কয়েক দশক আগেও নতুন গাড়ি ক্রেতাদের গড় বয়স ছিল ৪০৷ আজ তা বেড়ে ৫২ ছুঁয়েছে৷ বাজারে এসইউভি গাড়ির সম্ভারও অনেক বেড়ে গেছে৷ তবে নির্মাতারা যে বয়স্ক মানুষের প্রয়োজনের কথা ভেবে আধুনিক প্রযুক্তি যোগ করে চলেছেন, এমনটা ভাবার কোনো কারণ নেই৷ কিন্তু এটা ঠিক যে, বয়স্ক মানুষ চুটিয়ে এর সুবিধা ভোগ করছেন৷ প্রথমদিকে এই সব প্রযুক্তির ব্যবহার কিছুটা জটিল ছিল৷ ধীরে ধীরে সেগুলি আরও ‘ইউজার-ফ্রেন্ডলি' হয়ে উঠছে৷

এসবি/ডিজি (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ