1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বয়স বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সেনাপ্রধান

১৯ জানুয়ারি ২০১২

বয়স বিতর্কের মীমাংসায় ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল ভি.কে সিং সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন৷এর মোকাবিলায় সরকার ক্যাভিয়েট দাখিল করেছে শীর্ষ আদালতে৷ এটাকে সংবেদনশীলতার অভাব বলে মনে করে বিজেপি৷

Chief of Army Staff Gen VK Singh
সেনাপ্রধান জেনারেল ভি.কে সিংছবি: UNI

ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল ভি.কে সিং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করে সরকারকে ফেলেছেন চরম অস্বস্তিতে৷ এর মোকাবিলায় সরকার ক্যাভিয়েট দাখিল করেছে শীর্ষ আদালতে অর্থাৎ সরকারের বক্তব্য না শুনে কোনো ফয়সালা করতে পারবেনা শীর্ষ আদালত৷এই প্রথম কোনো সেনাপ্রধান সরকারের বিরুদ্ধে আদালতে গিয়ে এক নজির তৈরি করলেন৷

সেনাপ্রধান সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ায় সরকারের সমালোচনায় আসরে নেমে পড়েছে বিরোধী দল বিজেপি৷ বিজেপির বর্ষীয়ান নেতা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং বলেছেন, সরকারের উচিত ছিল বিষয়টি সম্পর্কে আরো সংবেদনশীল হওয়া৷ প্রতিরক্ষামন্ত্রী এ.কে অ্যান্টনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বিষয়টি মিটিয়ে ফেলতে পারতেন৷ তা তিনি করেননি৷ এটা প্রতিরক্ষামন্ত্রীর অযোগ্যতাই প্রমাণ করে৷

ভারতের সেনাবাহিনীতে এমন বিতর্ক বিরলছবি: AP

কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়, সরকারের বিরুদ্ধে আদালতে যাওয়াটা সেনাপ্রধানের পক্ষে অনুচিত হয়েছে৷ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লাম রাজু বলেন, সেনাপ্রধানের আদালতে যাওয়াটা সরকারের পক্ষে যেমন ঠিক নয়, তেমনি সেনা বিভাগের পক্ষেও ঠিক নয়৷ এটা খারাপ নজির৷

বয়স সংক্রান্ত বিতর্কটা কী ? সরকারি রেকর্ডে জেনারেল ভি.কে সিং-এর বয়স সংক্রান্ত দুরকম তথ্য নথিভুক্ত আছে৷ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুসারে তাঁর জন্মতারিখ ১০ই মে, ১৯৫১৷ কিন্ত ইউপিএস প্রবেশিকা পরীক্ষায় এবং সেনাবাহিনীর পার্সোনাল বিভাগের নথিতে জন্মতারিখ আছে ১০ই মে ১৯৫০৷ সেই হিসেবে জেনারেল সিং-এর অবসর নেবার কথা এবছরের ৩১শে মে৷ সেনাপ্রধান তাতে আপত্তি জানান এবং তিনি মনে করেন তাঁর অবসর নেবার কথা আগামী বছর৷

এদিকে প্রশাসনিক স্তরে জেনারেল সিং-এর স্থলাভিষিক্ত কে কে হতে পারেন তাঁদের নামের তালিকা তৈরি করা হয়েছে৷ প্রতিরক্ষামন্ত্রী তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ