ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিককে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে৷ একইসঙ্গে রিমান্ড মঞ্জুর করা হয়েছে প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল ও লেখক শামসুল আলম চঞ্চলেরও৷
বিজ্ঞাপন
সোমবার অমর একুশে গ্রন্থমেলার ‘ব-দ্বীপ' প্রকাশনীর ১৯১ নম্বর স্টল থেকে ‘ইসলাম বিতর্ক' নামে একটি বইয়ের প্রায় ১০০টি কপি জব্দ করে পুলিশ৷ পুলিশের অভিযোগ, বইটিতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো লেখা রয়েছে৷ বাংলা একাডেমি এর পর পরই স্টলটি বন্ধ করে দেয়৷ এ সময় সেখান থেকে পুলিশ ব-দ্বীপ প্রকাশনীর মালিক শামসুজ্জোহা মানিক, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল এবং লেখক শামসুল আলম চঞ্চলসহ পাঁচজনকে আটক করে৷ পরে তাঁদের তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানার সাব ইন্সপেক্টর মাসুদ রানা বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা করেন৷
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ আমিরুল হায়দার চৌধুরী তিনজনের রিমান্ড মঞ্জুর করেন৷ ব-দ্বীপের মালিক শামসুজ্জোহা মানিককে পাঁচ দিন, প্রকাশনীর কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজলকে দু'দিন আর লেখক শামসুল আলম চঞ্চলকে একদিনের রিমান্ডে নেয়া হয়৷
আবু বাকর সিদ্দিক
শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক ডয়চে ভেলেকে জানান, ‘‘মামলা দায়েরের পর অধিকতর তদন্ত চলছে৷ আমরা এখন পর্যন্ত ‘ইসলাম বিতর্ক' বইটিকেই আমলে নিয়েছি৷ এই বইয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মতো উপাদান পেয়েছি৷''
পুলিশ জানায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো লেখা থাকতে পারে, এমন সন্দেহে অনুসন্ধানের জন্য আরও পাঁচটি বইয়ের সব কপি জব্দ করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ‘আর্যজন ও সিন্ধু সভ্যতা', ‘জিহাদ: জবরদস্তিমূলক ধর্মান্তরকরণ, ‘সাম্রাজ্যবাদ ও দাসত্বের উত্তরাধিকার', ‘ইসলামের ভূমিকা ও সমাজ উন্নয়নের সমস্যা', ‘ইসলামে নারীর অবস্থা' এবং ‘নারী ও ধর্ম'৷
এ বিষয়ে মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, ‘‘পুলিশ আমাদের বলেছে, ব-দ্বীপ প্রকাশনীর স্টলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে, এমন বই প্রদর্শিত হচ্ছে৷ স্টলটি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ৷ এ কারণে তাদের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে৷''
তবে এ ব্যাপারে ব-দ্বীপ প্রকাশনীর পক্ষ থেকে কারুর কোনো বক্তব্য পাওয়া যায়নি৷
প্রসঙ্গত, গতবছর অমর একুশে গ্রন্থমেলায় ‘রোদেলা' প্রকাশনী নামের একটি প্রকাশনা সংস্থার স্টলও বন্ধ করে দেয় মেলা কতৃপক্ষ৷ তখন অবশ্য ‘নবী মোহাম্মদের ২৩ বছর' বইটি নিষিদ্ধ করা হলেও, কাউকে আটক করা হয়নি৷
ধর্ম নিয়ে আলোচনা বা ধর্মের অস্তিত্বকে অস্বীকার করাকে কি আপনি ধর্ম অবমাননা বলবেন?
সারা দেশে হত্যা ও হামলার প্রতিবাদ
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টার প্রতিবাদ চলছে সারা দেশে৷ ছবিঘরে প্রতিবাদ কর্মসূচির কিছু মুহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বর্বরোচিত হামলায় প্রকাশক হত্যা
শনিবার ঢাকার আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশনীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ শনিবার তাঁর দাফন সম্পন্ন হয়৷ ছবিতে দীপনের মরদেহ দেখে তাঁর স্ত্রীর কান্নায় ভেঙে পড়ার মূহূর্ত৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
আরেক প্রকাশকসহ তিনজন গুরুতর আহত
একই দিনে আরেক হামলায় শুদ্ধস্বর প্রকাশনের স্বত্তাধিকারী আহমেদুর রশীদ টুটুল, লেখক তারেক রহিমক এবং কবি ও ব্লগার রণদীপম বসুকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা৷ জাগৃতির লালমাটিয়ার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে৷ ছবিতে চিকিৎসাধীন আহমেদুর রশীদ টুটুল৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
তাৎক্ষণিক প্রতিবাদ
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে শনিবারই রাজপথে নামে মানুষ৷
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad
দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
প্রকাশক ও লেখকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল৷ প্রতিবাদমুখর জনতা হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
বই প্রকাশ অপরাধ?
এই প্রথম বাংলাদেশে বই প্রকাশের জন্য প্রকাশককে প্রাণ দিতে হলো৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
‘আসুন লেখালেখি বন্ধ রাখি’
প্রতিবাদ সমাবেশের একটি ব্যানারে লেখা, ‘আসুন লেখালেখি বন্ধ রাখি’৷ হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে এসে এমন তৎপরতা রোধে প্রশাসন ব্যর্থ – এমন ক্ষোভই প্রকাশ পেয়েছে লেখালেখি বন্ধ রাখার কথায়৷ তবে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শো-তে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানান, হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশক টুটুল জানিয়েছেন যে, তাঁর ওপর যত হামলাই হোক, ভবিষ্যতেও তিনি বই প্রকাশ করবেন৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
হরতালে পিছালো জেএসসি
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ৷ এই কর্মসূচির কারণে মঙ্গলবারের জেএসসির পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টা থেকে শুরু করা হবে৷ শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষাসূচির এই পরিবর্তনের কথা জানানো হয়৷ (ফাইল ফটো)
ছবি: picture-alliance/landov
মামলা
ফয়সল আরেফিন দীপন হত্যার ঘটনায় তাঁর স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় মামলা করেছেন৷ শুদ্ধস্বরের কর্ণধারসহ তিনজনের ওপর হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে৷ ওপরের ছবিতে কবি, ব্লগার রণদীপম বসু৷